ETV Bharat / state

Teacher Recruitment Scam: তাপস মণ্ডলের 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি - ইডি

এবার ইডি হানা দিল তাপস মণ্ডলের (Tapas Mondal) ব্যাংক অ্যাকাউন্টে ৷ তাঁর 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

Tapas Mondal
তাপস মণ্ডল
author img

By

Published : Feb 27, 2023, 11:32 AM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । এবার তাপসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলেন তদন্তকারী আধিকারিকরা । জানা গিয়েছে, মোট 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাঁর । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রের খবর, এই 12টির মধ্যে 6টি তাপস মণ্ডলের কলেজ সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট এবং বাকিগুলি ব্যক্তিগত (ED seizes 12 bank accounts of Tapas Mondal) ।

আগেই প্রাথমিক নিয়োগে দুর্নীতির মামলা (Teacher Recruitment Scam) প্রকাশ্যে এসেছিল ৷ সেই ঘটনায় বেআইনি আর্থিক তছরুপের অভিযোগে মামলা রুজু করে তদন্তে নামেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । এই মামলায় আগে তাপস মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল ইডি । নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল নিজে থেকেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সামনে এসে একাধিক তথ্য তুলে ধরেন । এই তাপস মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতেই মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আরও জোরালো তথ্য প্রমান ইডি এবং সিবিআই পেযেছে বলে সূত্রের খবর ।

শুধু পার্থ এবং মানিক নয়, বরং তাপসের মুখে প্রথম শোনা যায় হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নামও । এরপরে কুন্তলকেও গ্রেফতার করে ইডি। তবে কুন্তল ঘোষ গ্রেফতারির পরই তাপস মণ্ডলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ বেরিয়ে আসতে থাকে । উঠে আসে গোপাল দলপতির নাম ৷ যিনি মানিক ভট্টাচার্যের এবং তাপস মণ্ডলের অত্যন্ত কাছের লোক বলে তদন্তকারীদের কাছে দাবি করে ধৃত কুন্তল ঘোষ ।

এর আগে তাপসকে একাধিকবার নিজেদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি এবং সিবিআই । তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পায় সিবিআই । হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখ থেকেও তাপসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসতে থাকে । আসে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামও । পাশাপাশি সামনে আসে তাদের একাধিক কোম্পানির ঠিকানাও । এবার

আরও পড়ুন: টাকা না দিলে ছেলেকে অপহরণের হুমকি দিয়েছিলেন তাপস, বিস্ফোরক অভিযোগ কুন্তলের

কলকাতা, 27 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । এবার তাপসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলেন তদন্তকারী আধিকারিকরা । জানা গিয়েছে, মোট 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাঁর । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রের খবর, এই 12টির মধ্যে 6টি তাপস মণ্ডলের কলেজ সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট এবং বাকিগুলি ব্যক্তিগত (ED seizes 12 bank accounts of Tapas Mondal) ।

আগেই প্রাথমিক নিয়োগে দুর্নীতির মামলা (Teacher Recruitment Scam) প্রকাশ্যে এসেছিল ৷ সেই ঘটনায় বেআইনি আর্থিক তছরুপের অভিযোগে মামলা রুজু করে তদন্তে নামেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । এই মামলায় আগে তাপস মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল ইডি । নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল নিজে থেকেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সামনে এসে একাধিক তথ্য তুলে ধরেন । এই তাপস মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতেই মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আরও জোরালো তথ্য প্রমান ইডি এবং সিবিআই পেযেছে বলে সূত্রের খবর ।

শুধু পার্থ এবং মানিক নয়, বরং তাপসের মুখে প্রথম শোনা যায় হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নামও । এরপরে কুন্তলকেও গ্রেফতার করে ইডি। তবে কুন্তল ঘোষ গ্রেফতারির পরই তাপস মণ্ডলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ বেরিয়ে আসতে থাকে । উঠে আসে গোপাল দলপতির নাম ৷ যিনি মানিক ভট্টাচার্যের এবং তাপস মণ্ডলের অত্যন্ত কাছের লোক বলে তদন্তকারীদের কাছে দাবি করে ধৃত কুন্তল ঘোষ ।

এর আগে তাপসকে একাধিকবার নিজেদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি এবং সিবিআই । তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পায় সিবিআই । হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখ থেকেও তাপসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসতে থাকে । আসে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামও । পাশাপাশি সামনে আসে তাদের একাধিক কোম্পানির ঠিকানাও । এবার

আরও পড়ুন: টাকা না দিলে ছেলেকে অপহরণের হুমকি দিয়েছিলেন তাপস, বিস্ফোরক অভিযোগ কুন্তলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.