কলকাতা, 25 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Teacher Recruitment Scam) তদন্তে নেমে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা খোঁজ পেলেন রহস্যজনক একটি জয়েন্ট একাউন্টের । জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে 6 বছর আগে মৃত এক ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রী'র একটি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে (bank account of Manik Bhattacharya wife) ৷ অর্থাৎ 2016 সালে ওই ব্যক্তির মৃত্যু হলেও জয়েন্ট অ্যাকাউন্টে তাঁর নাম রয়ে গিয়েছে ৷
ইডি (ED) সূত্রে আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সেই সময় পড়েছিল 3 কোটি টাকা । গোয়েন্দাদের অভিযোগ, এই তিন কোটি টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘুষের টাকা । পরীক্ষার্থীদের থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে তাঁদেরকে চাকরি পাইয়ে দেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ৷ সেই ঘুষের টাকা রাখা হয় মানিক ভট্টাচার্যের স্ত্রী'র ওই জয়েন্ট অ্যাকাউন্টে ৷
আরও পড়ুন: করোনাকালে ছাত্রপিছু 500 টাকা নিতেন মানিক, বিস্ফোরক তথ্য সামনে আনল ইডি
তদন্তকারীদের দাবি, নজর এড়ানোর জন্য এবং সন্দেহ যাতে না হয় সে কারণেই মৃত ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর যৌথ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছিলেন মানিক ভট্টাচার্য । কিন্তু কীভাবে 2016 সালে মৃত্যু হওয়া এক ব্যক্তির সঙ্গে অপর একজন ব্যাংক হোল্ডারের যৌথ অ্যাকাউন্ট চলতে পারল এতদিন সেই নিয়েও উঠেছে প্রশ্ন । এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের আধিকারিকদের সঙ্গেও তদন্তকারীরা কথা বলবেন বলে জানা গিয়েছে ৷
মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে গোয়েন্দারা শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যান জোকার ইএসআই হাসপাতালে । সেখানে তাঁর শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতে পেশ করে ইডি ৷