কলকাতা, 28 ডিসেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় বছর শেষে ফের একবার সক্রিয় ভূমিকায় দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে । বৃহস্পতিবার ভোরে একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিন ভোর পাঁচটা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে দুটি গাড়ি নিয়ে ইডির আধিকারিকরা বেরিয়ে পড়েন তল্লাশি অভিযানে। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
একসঙ্গে মানিকতলা, কাঁকুড়গাছি, নারকেলডাঙা, বড়বাজার এবং ক্যানিং স্ট্রিট-সহ দশটি জায়গায় হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় রাজেশ জোশি নামে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভূমিকা দীর্ঘদিন ধরেই খতিয়ে দেখা হচ্ছে। সেই সংক্রান্ত বিষয়ে ইডির আধিকারিকরা এদিন একযোগে তল্লাশি অভিযানে নেমেছেন ।
সূত্রের খবর, এদিন ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্যানিং স্ট্রিটের একটি অফিসে প্রথমে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30টা । ফলে স্বাভাবিকভাবেই সেই সময় অফিস বন্ধ ছিল ৷ অফিস বন্ধ থাকায় তাই নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন ইডির আধিকারিকরা । সকাল থেকে এখনও সেই অফিসে তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে । পাশাপাশি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টে রাজেশ জোশির হিসেবপত্রের নথিপত্রগুলিও ভালোভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
তবে সাত সকালে অফিসে হাজির হওয়ায় বেশ কিছুক্ষণ নীচেই অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের । তাঁদের সঙ্গে এদিন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ক্যানিং স্ট্রিটের পাশাপাশি মানিকতলা এবং কাঁকুড়গাছি রোডে অবস্থিত ফ্ল্যাটেও তল্লাশি অভিযান শুরু করেছে ইডি । জানা গিয়েছে, সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলির মালিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ জোশি । ফলে সেই ফ্ল্যাটে ভিতর গিয়ে ইডির আধিকারিকেরা সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন । সেখানেও এখন তল্লাশি অভিযান অব্যাহত ।
আরও পড়ুন: