কলকাতা, 30 মে: পৌরসভায় বেআইনি নিয়োগের ঘটনার তদন্ত নেমে এই প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর গোয়েন্দারা রাজ্যর দু'টি দফতরকে চিঠি পাঠাল। মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন বিভাগকে । জানা গিয়েছে, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ধৃত প্রোমোটর অয়ন শীলের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷ তাঁরা জানতে পেরেছেন যে শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নয় বরং অয়ন শীল জড়িত ছিল বিভিন্ন পৌরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে, 2012 সাল থেকে 2017 সালের মধ্যে রাজ্যের বিভিন্ন পৌরসভায় বিভিন্ন ব্যক্তিকে মোটা অংকের টাকার বিনিময় চাকরি পাইয়ে দিয়েছিল ধৃত অয়ন শীল । এরপরেই এই ঘটনার তদন্তে নেমে ইডি'র তরফ থেকে একটি নতুন এফআইআর দায়ের করা হয় ৷ সেই এফআইআর-এর ভিত্তিতেই মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তরফ থেকে এই প্রথম রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর ও বিভাগকে চিঠি পাঠানো হয় ৷
জানা গিয়েছে, ইডি'র তরফে পাঠানো এই চিঠিতে পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে, 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন পৌরসভায় চাকরির দায়িত্বে কোন কোন আধিকারিক ছিলেন এবং তাঁরা বর্তমানে কোন কোন পোস্টে রয়েছেন ৷ ওই আধিকারিকদের নাম এবং পরিচয়ের বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে ।
উল্লেখ্য, সম্প্রতি অয়ন শীলের সল্টলেকের অফিস এবং বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর বেশকিছু ডিজিটাল নথিপত্র উদ্ধার করেছিলেন ইডির গোয়েন্দারা। সেখান থেকেই সামনে আসে, অয়ন শীল শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত নন বরং তিনি 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত মোটা অংকের টাকার বিনিময় রাজ্যের বিভিন্ন পৌরসভায় নিয়োগে দেদার দুর্নীতি করেছেন ৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু
আরও জানা গিয়েছে, ইডি'র পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে 2012 থেকে 2017 সালের মধ্যে বিভিন্ন পৌরসভায় যে সকল ব্যক্তিরা চাকরি পেয়েছেন তাঁরা কীভাবে চাকরি পেলেন এবং তাঁদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে ।