ETV Bharat / state

কালীঘাটের কাকুকে দেখতে এসএসকেএমে ইডি আধিকারিকরা, শারীরিক অবস্থা নিয়ে কথা চিকিৎসকদের সঙ্গে

Sujay Krishna Bhadra Health Condition: বুকে যন্ত্রণা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি রয়েছেন কালীঘাটের কাকু ৷ তাঁকে সোমবার হাসপাতালে দেখতে এলেন ইডি আধিকারিকরা ৷ জোকার ইএসআই হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে তাঁর ৷ কবে তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যাবে খোঁজ নিলেন তদন্তকারীরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 3:32 PM IST

Sujay Krishna Bhadra
কালীঘাটের কাকু

কলকাতা, 11 ডিসেম্বর: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং তাঁর চিকিৎসায় কী কী পদক্ষেপ নিচ্ছে এসএসকেএম হাসপাতাল ৷ সে বিষয়ে খোঁজ নিতে সোমবার সকাল 11টা নাগাদ এসএসকেএম হাসপাতালে এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকরা । তদন্তকারীরা হাসপাতালে এসে এ দিন কালীঘাটের কাকুর চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন । মূলত তাঁকে কবে এসএসকেএম থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যাবে, সেই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয় ইডি আধিকারিকরদের ।

আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে জোকার ইএসআই হাসপাতাল ৷ তার জন্য সেখানে চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে ৷ কিন্তু শারীরিক অসুস্থতার বিষয়টিকে সামনে এনে ইতিমধ্যেই কালীঘাটের কাকু ভরতি হয়েছেন এসএসকেএম হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটে । তাঁকে এসএসকেএম থেকে ইএসআই হাসপাতালে ফেরত আনতে গেলে চিকিৎসকদের অনুমতির প্রয়োজন ৷ তাই সুজয়কৃষ্ণ ভদ্রের এতদিন ধরে কী কী চিকিৎসা হয়েছে এসএসকেএমে এবং চিকিৎসকরা সঠিক কবে তাঁকে ফিটনেস সার্টিফিকেট দিতে পারবেন, তা জানার জন্য এ দিন হাসপাতালে আসেন তদন্তকারীরা ।

সম্প্রতি, কালীঘাটের কাকুকে নিয়ে জোকার ইএস আই হাসপাতালে যাওয়ার কথা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকদের । তবে ইডির আসার খবর পাওয়ার পরই তাঁকে নিয়ে যাওয়ার ঠিক আগের রাতে সুজয়কৃষ্ণ ভদ্র বুকে যন্ত্রণা অনুভব করেন ৷ এর ফলে তাঁকে এসএসকেএম হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় । তবে এসএসকেএম হাসপাতালে থাকলেও ইডির নজরদারিতে রয়েছেন কালীঘাটের কাকু ৷ হাসপাতালের 18 নম্বর শয্যার বাইরে দু'জন সিআইএসএফের জওয়ান মোতায়েন করা রয়েছে ৷ যত দ্রুত সম্ভব তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় ইডি ৷

আরও পড়ুন:

  1. এসএসকেএমে 'কালীঘাটের কাকু'র শয্যার সামনে মোতায়েন 2 সশস্ত্র সিআইএসএফ জওয়ান!
  2. কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট নিয়ে এসএসকেএমের সুপারের দেওয়া নথি হাতে পেল ইডি
  3. জেরা করা জরুরি, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা জানতে এসএসকেএম হাসপাতালে ইডি

কলকাতা, 11 ডিসেম্বর: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং তাঁর চিকিৎসায় কী কী পদক্ষেপ নিচ্ছে এসএসকেএম হাসপাতাল ৷ সে বিষয়ে খোঁজ নিতে সোমবার সকাল 11টা নাগাদ এসএসকেএম হাসপাতালে এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকরা । তদন্তকারীরা হাসপাতালে এসে এ দিন কালীঘাটের কাকুর চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন । মূলত তাঁকে কবে এসএসকেএম থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যাবে, সেই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয় ইডি আধিকারিকরদের ।

আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে জোকার ইএসআই হাসপাতাল ৷ তার জন্য সেখানে চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে ৷ কিন্তু শারীরিক অসুস্থতার বিষয়টিকে সামনে এনে ইতিমধ্যেই কালীঘাটের কাকু ভরতি হয়েছেন এসএসকেএম হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটে । তাঁকে এসএসকেএম থেকে ইএসআই হাসপাতালে ফেরত আনতে গেলে চিকিৎসকদের অনুমতির প্রয়োজন ৷ তাই সুজয়কৃষ্ণ ভদ্রের এতদিন ধরে কী কী চিকিৎসা হয়েছে এসএসকেএমে এবং চিকিৎসকরা সঠিক কবে তাঁকে ফিটনেস সার্টিফিকেট দিতে পারবেন, তা জানার জন্য এ দিন হাসপাতালে আসেন তদন্তকারীরা ।

সম্প্রতি, কালীঘাটের কাকুকে নিয়ে জোকার ইএস আই হাসপাতালে যাওয়ার কথা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকদের । তবে ইডির আসার খবর পাওয়ার পরই তাঁকে নিয়ে যাওয়ার ঠিক আগের রাতে সুজয়কৃষ্ণ ভদ্র বুকে যন্ত্রণা অনুভব করেন ৷ এর ফলে তাঁকে এসএসকেএম হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় । তবে এসএসকেএম হাসপাতালে থাকলেও ইডির নজরদারিতে রয়েছেন কালীঘাটের কাকু ৷ হাসপাতালের 18 নম্বর শয্যার বাইরে দু'জন সিআইএসএফের জওয়ান মোতায়েন করা রয়েছে ৷ যত দ্রুত সম্ভব তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় ইডি ৷

আরও পড়ুন:

  1. এসএসকেএমে 'কালীঘাটের কাকু'র শয্যার সামনে মোতায়েন 2 সশস্ত্র সিআইএসএফ জওয়ান!
  2. কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট নিয়ে এসএসকেএমের সুপারের দেওয়া নথি হাতে পেল ইডি
  3. জেরা করা জরুরি, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা জানতে এসএসকেএম হাসপাতালে ইডি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.