কলকাতা, 14 ফেব্রুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের (ED Opposes Partha Bail) আবেদন করা হল । মঙ্গলবার নগর দায়রা আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর তরফের আইনজীবী জামিনের আবেদন করার সময় তুলে ধরেন পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) বয়সের কথা ৷ তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী পার্থর জামিনের বিরোধিতা করেন ৷ তখনই তিনি টেনে আনেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম (ED gives Vidysagar reference)৷
বিদ্যাসাগরের সঙ্গে তুলনা টানেন ইডির আইনজীবী: তিনি বলেন, "একজন ব্যক্তি যিনি আমাদের রাজ্যকে শিক্ষাক্ষেত্রে 100 বছর এগিয়ে দিয়েছেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । আর আরেকজন যিনি শিক্ষাক্ষেত্রকে আমাদের রাজ্যে প্রায় 100 গুণ পিছিয়ে দিয়েছেন ।" দ্বিতীয় ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্য়ায়ের উদ্দেশে কথাগুলি বলেন ইডির আইনজীবী ৷
পার্থর জামিনের পক্ষে সওয়াল: সোমবার নগর দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করার সময় তাঁর আইনজীবী বলেন, 70 ঊর্ধ্ব বয়স পার্থ চট্টোপাধ্যায়ের । পাশাপাশি তাঁর একাধিক ক্রনিক অসুখ রয়েছে ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার পার্থকে প্রভাবশালী বলে উল্লেখ করছে ৷ কিন্তু এ দিন তৃণমূলের প্রাক্তন মহাসচিবের আইনজীবীর তরফে জানানো হয় যে, "তিনি কোনও সরকারি পদে নেই ৷ ফলে কীভাবে তিনি প্রভাবশালী হতে পারেন ?" পাশাপাশি পার্থর আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, আর্থিক তছরুপের ঘটনার বাইরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনও তদন্ত করতে পারে না ।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ-মানিক যোগসাজশের একাধিক তথ্য আদালতে পেশ করল ইডি
পালটা সওয়াল ইডির আইনজীবীর: এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তুলে ধরেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানের কথা । বিদ্যাসাগরের উদাহরণকে সামনে টেনে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করেন আইনজীবীরা । তিনি বলেন, "একজন ব্যক্তি যিনি আমাদের রাজ্যকে শিক্ষাক্ষেত্রে 100 বছর এগিয়ে দিয়েছেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । আর আরেকজন ব্যক্তি যিনি শিক্ষাক্ষেত্রকে আমাদের রাজ্যে প্রায় 100 গুণ পিছিয়ে দিয়েছেন ।"
ফের প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করল ইডি: পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়, কুন্তল ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে জেরা করে জানা গিয়েছে যে তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি যোগ ছিল ও নিয়োগ দুর্নীতির লভ্যাংশের টাকা পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে । এরপরেই প্রভাবশালী তত্ত্বকে ফের খাঁড়া করে ইডি ।
ইডির দাবি, "প্রথম দিন থেকেই পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটাচ্ছেন । যেদিন পার্থকে গ্রেফতার করা হয় সেইদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন এবং বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক রয়েছে । ফলে তিনি কতটা প্রভাবশালী সেটা বোঝাই যাচ্ছে ।"