ETV Bharat / state

WB Recruitment Scam: কালো টাকা সাদা করতেই টলি যোগ কুন্তলের, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক দাবি ইডি'র - WB Recruitment Scam

কালো টাকা সাদা করতেই টলিউডে পা-রেখেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ ৷ এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে ইডি-র (Enforcement Directorate) তরফে ৷

Etv Bharat
দুর্নীতি কাণ্ডে টলি যোগ কুন্তলের
author img

By

Published : Mar 14, 2023, 9:37 PM IST

কলকাতা, 14 মার্চ: কালো টাকা সাদা করতেই টলিউডে পা-রেখেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে (WB Recruitment Scam) অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ ৷ এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে ইডি-র (Enforcement Directorate)তরফে ৷ শুধু তাই নয়, একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমাও তৈরি করে ফেলেছিলেন কুন্তল। যা তৈরি করতে যাবতীয় অর্থনৈতিক বিনিয়োগ করেছিলেন কুন্তল নিজেই । তাঁর প্রযোজনায় তৈরি একটি ছবি প্রদর্শিতও হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kiff)। ফলে তদন্তকারীদের দাবি, শুধুমাত্র প্রোডাকশন হাউস থেকে শুরু করে মিউজিক ভিডিও তৈরি নয় বরং আস্ত একটি সিনেমা তৈরি করে ফেলেছিলেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল।

বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন ধৃত কুন্তল। এরমধ্যে কুন্তল ঘোষের সঙ্গে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের আর্থিক লেনদেনের কথা জানতে পেরে দ্বিতীয়বার সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে জিজ্ঞাসাবাদ চালায় ইডি ৷ শুধুমাত্র বনি সেনগুপ্ত নয়, কুন্তলের টলি-যোগের শিকড় আরও গভীরে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারীকরা ৷ ফলে খুব শীঘ্রই সেইসব কুন্তল পরিচিত অভিনেতা-অভিনেত্রীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে বলে জানা গিয়েছে ইডি দফতর সূত্রে ৷

আরও পড়ুন: অবশেষে পদক্ষেপ ! কুন্তল-শান্তনুকে বহিষ্কার করল তৃণমূল

তদন্তকারীদের দাবি, কুন্তল ঘোষের নামে এখনও পর্যন্ত 75টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে । প্রোডাকশন হাউস (Production House) থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা, নানা পথে নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তরিত করা হয়েছে । ফলে ইডি-র স্ক্যানারে এখন উঠে এসেছে টলিউডের বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম ৷ এছাড়াও তদন্তে জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থাও খুলে বসেছিলেন কুন্তল ঘোষ। যেখানে কুন্তল রীতিমত বিনিয়োগ করেছিলেন কোটি কোটি টাকা । সেই সংস্থায় যে সকল কর্মচারী রয়েছেন তাদেরও একটি নামের তালিকা প্রাথমিকভাবে তৈরি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে । নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে বিনিয়োগ নিয়ে কুন্তলের বিরুদ্ধে আগেই অভিযোগ এসেছিল বলে দাবি তদন্তকারী আধিকারিকদের ৷ এবার সামনে আসে কুন্তলের প্রোডাকশন হাউজের বিষয়টিও৷

কলকাতা, 14 মার্চ: কালো টাকা সাদা করতেই টলিউডে পা-রেখেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে (WB Recruitment Scam) অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ ৷ এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে ইডি-র (Enforcement Directorate)তরফে ৷ শুধু তাই নয়, একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমাও তৈরি করে ফেলেছিলেন কুন্তল। যা তৈরি করতে যাবতীয় অর্থনৈতিক বিনিয়োগ করেছিলেন কুন্তল নিজেই । তাঁর প্রযোজনায় তৈরি একটি ছবি প্রদর্শিতও হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kiff)। ফলে তদন্তকারীদের দাবি, শুধুমাত্র প্রোডাকশন হাউস থেকে শুরু করে মিউজিক ভিডিও তৈরি নয় বরং আস্ত একটি সিনেমা তৈরি করে ফেলেছিলেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল।

বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন ধৃত কুন্তল। এরমধ্যে কুন্তল ঘোষের সঙ্গে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের আর্থিক লেনদেনের কথা জানতে পেরে দ্বিতীয়বার সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে জিজ্ঞাসাবাদ চালায় ইডি ৷ শুধুমাত্র বনি সেনগুপ্ত নয়, কুন্তলের টলি-যোগের শিকড় আরও গভীরে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারীকরা ৷ ফলে খুব শীঘ্রই সেইসব কুন্তল পরিচিত অভিনেতা-অভিনেত্রীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে বলে জানা গিয়েছে ইডি দফতর সূত্রে ৷

আরও পড়ুন: অবশেষে পদক্ষেপ ! কুন্তল-শান্তনুকে বহিষ্কার করল তৃণমূল

তদন্তকারীদের দাবি, কুন্তল ঘোষের নামে এখনও পর্যন্ত 75টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে । প্রোডাকশন হাউস (Production House) থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা, নানা পথে নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তরিত করা হয়েছে । ফলে ইডি-র স্ক্যানারে এখন উঠে এসেছে টলিউডের বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম ৷ এছাড়াও তদন্তে জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থাও খুলে বসেছিলেন কুন্তল ঘোষ। যেখানে কুন্তল রীতিমত বিনিয়োগ করেছিলেন কোটি কোটি টাকা । সেই সংস্থায় যে সকল কর্মচারী রয়েছেন তাদেরও একটি নামের তালিকা প্রাথমিকভাবে তৈরি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে । নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে বিনিয়োগ নিয়ে কুন্তলের বিরুদ্ধে আগেই অভিযোগ এসেছিল বলে দাবি তদন্তকারী আধিকারিকদের ৷ এবার সামনে আসে কুন্তলের প্রোডাকশন হাউজের বিষয়টিও৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.