ETV Bharat / state

Sujoy Krishna Bhadra: হুমকি দিয়ে নির্মাণ সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ কালীঘাটের কাকুর, দাবি ইডির

ED Files Charge Sheet against Sujoy Krishna Bhadra: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি ৷ সেখানে দাবি করা হয়েছে, হুমকি দিয়ে নির্মাণ সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেন কালীঘাটের কাকু ৷

Sujoy Krishna Bhadra
Sujoy Krishna Bhadra
author img

By

Published : Jul 28, 2023, 4:23 PM IST

কলকাতা, 28 জুলাই: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে এবার নয়া অভিযোগ সামনে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । শুক্রবার ইডির বিশেষ আদালতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ সেখানে অভিযোগ করা হয়, বেশ কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটের একজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় কালীঘাটের কাকুর । এরপর কার্যত হুমকি দিয়ে বলপূর্বক সেই ব্যবসায়ীর ছ’টি সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেন তিনি ।

চলতি মাসে দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটের ওই সংস্থায় প্রায় 12 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা । সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারের সঙ্গে কথাবার্তা বলা হয় । সেখান থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে ইডি ৷ তার পর কালীঘাটের কাকুর বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন নথিপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখেন গোয়েন্দারা ৷ তার পরই এই তথ্য পাওয়া গিয়েছে বলে ইডির দাবি ।

এই তদন্তকারী সংস্থার আরও দাবি, এই কাজ করতে কালীঘাটের কাকুকে সাহায্য করেছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট । ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোভিডের পরবর্তীকালে তিনি ধীরে ধীরে সেই সংস্থা দায়িত্ব থেকে সরে আসেন । তবে এই বিষয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একাধিক গোপন তথ্য জানেন । ফলে আগামী মাসের মধ্যেই ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা । দিল্লিতে ইডি সদর দফতরের সবুজ সংকেত পাওয়ার পরেই ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে নোটিশ করা হবে বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারী আধিকারিকরা আদালতের অনুমতি পেয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারের যে সেলে সুজয়কৃষ্ণ ভদ্র রয়েছেন, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে । তার পর সেই ফুটেজ খতিয়ে দেখা হবে ৷ দেখা হবে, জেলে অসুস্থ হওয়ার আগে তাঁর শারীরিক পরিস্থিতি ঠিক কী ছিল ?

আরও পড়ুন: চিকিৎসা ও জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারে 'কালীঘাটের কাকু'

অন্যদিকে কালীঘাটের কাকুর বাড়ি থেকে উদ্ধার নথি খতিয়ে দেখে 100টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা ৷ এই 100টি ব্যাংক অ্যাকাউন্ট মূলত একাধিক লোক দেখাশোনা করলেও সেগুলি ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের নামে ৷

কলকাতা, 28 জুলাই: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে এবার নয়া অভিযোগ সামনে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । শুক্রবার ইডির বিশেষ আদালতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ সেখানে অভিযোগ করা হয়, বেশ কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটের একজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় কালীঘাটের কাকুর । এরপর কার্যত হুমকি দিয়ে বলপূর্বক সেই ব্যবসায়ীর ছ’টি সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেন তিনি ।

চলতি মাসে দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটের ওই সংস্থায় প্রায় 12 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা । সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারের সঙ্গে কথাবার্তা বলা হয় । সেখান থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে ইডি ৷ তার পর কালীঘাটের কাকুর বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন নথিপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখেন গোয়েন্দারা ৷ তার পরই এই তথ্য পাওয়া গিয়েছে বলে ইডির দাবি ।

এই তদন্তকারী সংস্থার আরও দাবি, এই কাজ করতে কালীঘাটের কাকুকে সাহায্য করেছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট । ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোভিডের পরবর্তীকালে তিনি ধীরে ধীরে সেই সংস্থা দায়িত্ব থেকে সরে আসেন । তবে এই বিষয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একাধিক গোপন তথ্য জানেন । ফলে আগামী মাসের মধ্যেই ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা । দিল্লিতে ইডি সদর দফতরের সবুজ সংকেত পাওয়ার পরেই ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে নোটিশ করা হবে বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারী আধিকারিকরা আদালতের অনুমতি পেয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারের যে সেলে সুজয়কৃষ্ণ ভদ্র রয়েছেন, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে । তার পর সেই ফুটেজ খতিয়ে দেখা হবে ৷ দেখা হবে, জেলে অসুস্থ হওয়ার আগে তাঁর শারীরিক পরিস্থিতি ঠিক কী ছিল ?

আরও পড়ুন: চিকিৎসা ও জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারে 'কালীঘাটের কাকু'

অন্যদিকে কালীঘাটের কাকুর বাড়ি থেকে উদ্ধার নথি খতিয়ে দেখে 100টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা ৷ এই 100টি ব্যাংক অ্যাকাউন্ট মূলত একাধিক লোক দেখাশোনা করলেও সেগুলি ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের নামে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.