কলকাতা, 14 মে : ভারতকে স্বনির্ভর করে তুলতে হবে । তাই মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানিয়েছিলেন, এই আর্থিক প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এই লকডাউনে চরম আর্থিক সংকটের মধ্যে ভালো কিছু পাওয়ার আশায় তাই গতকাল সকলেই অর্থমন্ত্রীর দিকে তাকিয়েছিলেন । কিন্তু অর্থমন্ত্রীর ঘোষণার পর মানুষ আশাহত বলে মনে করছেন অর্থনীতিবিদ শান্তনু বসু ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও অর্থনীতিবিদ শান্তন বসু বলেন, "কোথাও একটা ভুল বোঝাবুঝি বা মিথ্যাচার হচ্ছে । কারণ অর্থনীতির ভাষায় রাজস্ব ও অর্থ ভিন্ন জিনিস । একটা হচ্ছে ফিসকাল ও অপরটি মানিটারিং । দুটি এক নয় ।"
তিনি বলেন, "দেশের শীর্ষ ব্যাঙ্ক তাদের ব্যবস্থার মধ্যে সরলীকরণ আনছে । অর্থাৎ গরিবদের সহজে ঋণ পেতে সাহায্য করবে তারা । তাই এই সময়ে কেন্দ্রীয় সরকারের বিষয়টি আরও স্বচ্ছভাবে মানুষের কাছে ব্যাখ্যা করা উচিত ছিল । 20 লাখ কোটি টাকা কীভাবে ব্যয় করা হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল । অর্থের সঙ্গে রাজস্বকে এক করে দেওয়া হল । এটা সম্পূর্ণ অর্থহীন ও মিথ্যাচার । "
প্রধানমন্ত্রী বলেছিলেন এই আর্থিক প্যাকেজে শ্রমিকদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে । কিন্তু গতকাল সীতারমনের ব্যাখ্যায় ভিনরাজ্যের শ্রমিক বা কৃষি ক্ষেত্রের কথা আলোচিত হয়নি বলে জানান শান্তনু বসু । তিনি বলেন, "কৃষি ক্ষেত্রে আলাদাভাবে কোনও প্যাকেজ ঘোষণা করা হয়নি । MSME -র আওতায় শ্রমিকদের কথা বলা হয়েছে । কিন্তু আলাদাভাবে অর্থের জোগানের কথা বলা হয়নি । দেশের জন্য জাতীয় পরিকল্পনার কথা বলা উচিত ছিল অর্থমন্ত্রীর । ফের নতুন করে কোরোনা ভাইরাসের প্রকোপ দেখা দিলে সরকার কী করবে তা নিয়ে দ্বিতীয় পরিকল্পনাটা রাখা খুব জরুরি ছিল । সেই পরিকল্পনার কথাও কিছু বললেন না সীতারমন । "
ভাষণে প্রধানমন্ত্রী ভারতকে স্বনির্ভর করে তুলতে পাঁচটি স্তম্ভের কথা বলেছিলেন । শান্তনু বসুর মতে, অর্থমন্ত্রীর বৈঠকে এই পাঁচটি স্তম্ভ ওলট-পালট হয়ে গেল ।