ETV Bharat / state

Electoral Roll: বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, বৃদ্ধির হার 1.24

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ECI) পশ্চিমবঙ্গের ভোটার তালিকা (Electoral Roll) প্রকাশ করল ৷ সেই তালিকা অনুযায়ী, রাজ্যে 1.24 শতাংশ ভোটার বেড়েছে ৷

Electoral Roll
ভোটার তালিকা
author img

By

Published : Jan 5, 2023, 4:07 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্যের চূড়ান্তের ভোটার তালিকা (Voters List) । কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (ECI) পক্ষ থেকে 2023 সালের চূড়ান্ত ফটো ইলেক্টোরাল রোল (Electoral Roll) বা ছবি-সহ ভোটার তালিকা প্রকাশ করা হল এদিন । এই নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি নোটিফিকেশনও প্রকাশ করা হয়েছে ।

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে, রাজ্যের মোট ভোটারের সংখ্যা বর্তমানে 7 কোটি 52 লক্ষ 8 হাজার 377 । এই মোট সংখ্যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 3 কোটি 82 লক্ষ 36 হাজার 507 জন । মহিলা ভোটারদের সংখ্যা হল 3 কোটি 69 লক্ষ 70 হাজার 71 জন । নির্দেশিকা অনুসারে, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 1 হাজার 799 ।

Electoral Roll
ভোটার তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি

এই বছর 13 লক্ষ 33 হাজার 251 জন নতুন ভোটারদের তালিকায় যুক্ত করা হয়েছে । নির্বাচন কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এই বছর রাজ্যে (West Bengal) 1.24 শতাংশ ভোটার বেড়েছে । 18 বছর থেকে 19 বছরের ভোটারের সংখ্যা হল 2.20 শতাংশ । এছাড়া সার্ভিস ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে মোট 1 লক্ষ 14 হাজার 797 জন । পাশাপাশি চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গিয়েছে মোট 4 লক্ষ 15 হাজার 229 জনের । কমিশন সূত্রে জানা গিয়েছে যে মৃত ভোটারের নামের পাশাপাশি ভুয়ো ভোটারের নামও বাদ গিয়েছে মূল তালিকা থেকে ।

Electoral Roll
ভোটার তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে যদিও এই তালিকার সংশোধনের প্রক্রিয়া চলবে । কোনও ভোটারের নাম বাদ পড়ে থাকলে তিনি তাঁর নাম সংযুক্ত করতে পারবেন । চূড়ান্ত তালিকা নিয়ে কোনও ভোটারের মতামত থাকলে তা কমিশনের টোল ফ্রি নম্বরে ফোন করে জানানো যাবে । টোল ফ্রি হেল্প লাইন নম্বরটি হল 1950 । পাশাপাশি ওয়েবসাইটে (www.ceowestbengal.nc.in) গিয়ে ভোটার তাঁর নিজের নাম দিয়ে সার্চ করে যাবতীয় তথ্য দেখতে পাবেন ।

আরও পড়ুন: নতুন ভোটার বেড়েছে বিস্তর, মার্চের মধ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা কম

কলকাতা, 5 জানুয়ারি: আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্যের চূড়ান্তের ভোটার তালিকা (Voters List) । কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (ECI) পক্ষ থেকে 2023 সালের চূড়ান্ত ফটো ইলেক্টোরাল রোল (Electoral Roll) বা ছবি-সহ ভোটার তালিকা প্রকাশ করা হল এদিন । এই নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি নোটিফিকেশনও প্রকাশ করা হয়েছে ।

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে, রাজ্যের মোট ভোটারের সংখ্যা বর্তমানে 7 কোটি 52 লক্ষ 8 হাজার 377 । এই মোট সংখ্যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 3 কোটি 82 লক্ষ 36 হাজার 507 জন । মহিলা ভোটারদের সংখ্যা হল 3 কোটি 69 লক্ষ 70 হাজার 71 জন । নির্দেশিকা অনুসারে, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 1 হাজার 799 ।

Electoral Roll
ভোটার তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি

এই বছর 13 লক্ষ 33 হাজার 251 জন নতুন ভোটারদের তালিকায় যুক্ত করা হয়েছে । নির্বাচন কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এই বছর রাজ্যে (West Bengal) 1.24 শতাংশ ভোটার বেড়েছে । 18 বছর থেকে 19 বছরের ভোটারের সংখ্যা হল 2.20 শতাংশ । এছাড়া সার্ভিস ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে মোট 1 লক্ষ 14 হাজার 797 জন । পাশাপাশি চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গিয়েছে মোট 4 লক্ষ 15 হাজার 229 জনের । কমিশন সূত্রে জানা গিয়েছে যে মৃত ভোটারের নামের পাশাপাশি ভুয়ো ভোটারের নামও বাদ গিয়েছে মূল তালিকা থেকে ।

Electoral Roll
ভোটার তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে যদিও এই তালিকার সংশোধনের প্রক্রিয়া চলবে । কোনও ভোটারের নাম বাদ পড়ে থাকলে তিনি তাঁর নাম সংযুক্ত করতে পারবেন । চূড়ান্ত তালিকা নিয়ে কোনও ভোটারের মতামত থাকলে তা কমিশনের টোল ফ্রি নম্বরে ফোন করে জানানো যাবে । টোল ফ্রি হেল্প লাইন নম্বরটি হল 1950 । পাশাপাশি ওয়েবসাইটে (www.ceowestbengal.nc.in) গিয়ে ভোটার তাঁর নিজের নাম দিয়ে সার্চ করে যাবতীয় তথ্য দেখতে পাবেন ।

আরও পড়ুন: নতুন ভোটার বেড়েছে বিস্তর, মার্চের মধ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা কম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.