ETV Bharat / state

পূর্ব রেলের কোন শাখায় ক'টি লোকাল ?

author img

By

Published : Nov 8, 2020, 9:35 PM IST

Updated : Nov 9, 2020, 9:12 AM IST

প্রথম ধাপে হাওড়া ডিভিশনে 202 টি ও শিয়ালদা ডিভিশনে 413 টি ট্রেন চালু করা হবে । শিয়ালদা ডিভিশনে 413 টির মধ্যে 270টি ট্রেন শিয়ালদা মেন ও নর্থ (সার্কুলার রেল) ও 143 টি ট্রেন শিয়ালদা দক্ষিণ শাখায় চালু করা হবে ।

Eastern Railway
লোকাল ট্রেন

কলকাতা, 8 নভেম্বর : রাজ্য সরকারের তরফে আবেদন ও যাত্রীদের দাবিতে 11 নভেম্বর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন । তাই কালীপুজোর আগেই ধাপে ধাপে সাবআর্বান ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথম ধাপে হাওড়া ডিভিশনে 202টি ও শিয়ালদহ ডিভিশনে 413টি ট্রেন চালু করা হবে । শিয়ালদা ডিভিশনে 413 টির মধ্যে 270টি ট্রেন শিয়ালদা মেন ও নর্থ (সার্কুলার রেল) ও 143 টি ট্রেন শিয়ালদা দক্ষিণ শাখায় চালু করা হবে ।

শিয়ালদা মেন ও নর্থ সেকশনে সার্কুলার রেল মিলিয়ে মোট 270 টি EMU-র মধ্যে 22 টি ট্রেন শিয়ালদা-কৃষ্ণনগর সেকশনে, 24 টি ট্রেন শিয়ালদা-নৈহাটি সেকশনে , 10 টি শিয়ালদা-রানাঘাট-লালগোলা সেকশনে, 26 টি শিয়ালদা-হাসনাবাদ সেকশনে, 8 টি শিয়ালদা-বারাসাত-দত্তপুকুর সেকশনে, 14 টি শিয়ালদা-শান্তিপুর সেকশনে, 14 টি শিয়ালদা-কল্যাণী সীমান্ত সেকশনে, 18 টি শিয়ালদা-ব্যারাকপুর সেকশনে, 32 টি শিয়ালদা-ডানকুনি-বারুইপুর সেকশনে, 24 টি শিয়ালদা-রানাঘাটের সেকশনে, 13 টি শিয়ালদা-রানাঘাট সেকশনে, 17 টি রানাঘাট-বনগাঁ সেকশনে, 39 টি শিয়ালদা-বনগাঁ সেকশনে, 7 টি বনগাঁ-নৈহাটি-দমদম জংশন-মাঝেরহাট সেকশনে ও 2 টি শিয়ালদা-বিবাদি বাগ সেকশনে চলাচল করবে।

শিয়ালদা দক্ষিণ শাখায় মোট 143 টি ট্রেনের মধ্যে 27 টি ট্রেন শিয়ালদা-কোমাগাতামারু-বজ বজ সেকশনে, 21 টি ট্রেন শিয়ালদা-লক্ষীকান্তপুর-নামখানা সেকশনে, 24 টি শিয়ালদা-ডায়মন্ডহারবার সেকশনে, 31 টি শিয়ালদা-ক্যানিং সেকশনে, 19 টি শিয়ালদা-সোনারপুর সেকশনে ও 21 টি ট্রেন শিয়ালদা-সোনারপুর-বারুইপুর সেকশনে যাতায়াত করবে।

হাওড়া ডিভিশনে চলাচল করবে মোট 202 টি সাবআর্বান ট্রেন । এর মধ্যে 38 টি ট্রেন হাওড়া-ব্যান্ডেল সেকশনে, 10 টি হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-গোঘাট সেকশনে, 12 টি হাওড়া-কাটোয়া সেকশনে, 8 টি ব্যান্ডেল-কাটোয়া সেকশনে, 19 টি হাওড়া-তারকেশ্বর সেকশনে, 20 টি হাওড়া-বর্ধমান মেন লাইন সেকশনে, 22 টি হাওড়া-বর্ধমান কর্ড লাইন সেকশনে, 18 টি ব্যান্ডেল-নৈহাটি সেকশনে, 2 টি হাওড়া-বারুইপুর সেকশনে, 4 টি হাওড়া-মশাগ্রাম সেকশনে, 2 টি হাওড়া- হরিপাল সেকশনে, 6 টি হাওড়া- শ্রীরামপুর সেকশনে, 2 টি হাওড়া-পান্ডুয়া সেকশনে, 1 টি ব্যান্ডেল-পান্ডুয়া সেকশনে, 8 টি বর্ধমান-কাটোয়া সেকশনে, 4 টি হাওড়া- চন্দ্রপুর সেকশনে, 2 টি হাওড়া-গুড়াপ সেকশনে, 14 টি হাওড়া-শেওড়াফুলি সেকশনে, 4 টি হাওড়া-বেলুড় মঠ সেকশনে, 4 টি হাওড়া-সিঙ্গুর সেকশনে ও 2 টি ট্রেন ব্যান্ডেল-বালি সেকশনে চলাচল করবে।

রেলের ওয়েবসাইটে ও প্লাটফর্মগুলিতে টাইম টেবিল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে । লকডাউনের মধ্যেই যাঁদের মান্থলি টিকিটের মেয়াদ ফুরিয়ে গেছে তাঁরা আগামী 9 নভেম্বর সকাল 8 টা থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন । 11 তারিখ থেকে যাত্রীরা কাউন্টার থেকেই আগের মতো টিকিট সংগ্রহ করতে পারবেন।

কলকাতা, 8 নভেম্বর : রাজ্য সরকারের তরফে আবেদন ও যাত্রীদের দাবিতে 11 নভেম্বর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন । তাই কালীপুজোর আগেই ধাপে ধাপে সাবআর্বান ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথম ধাপে হাওড়া ডিভিশনে 202টি ও শিয়ালদহ ডিভিশনে 413টি ট্রেন চালু করা হবে । শিয়ালদা ডিভিশনে 413 টির মধ্যে 270টি ট্রেন শিয়ালদা মেন ও নর্থ (সার্কুলার রেল) ও 143 টি ট্রেন শিয়ালদা দক্ষিণ শাখায় চালু করা হবে ।

শিয়ালদা মেন ও নর্থ সেকশনে সার্কুলার রেল মিলিয়ে মোট 270 টি EMU-র মধ্যে 22 টি ট্রেন শিয়ালদা-কৃষ্ণনগর সেকশনে, 24 টি ট্রেন শিয়ালদা-নৈহাটি সেকশনে , 10 টি শিয়ালদা-রানাঘাট-লালগোলা সেকশনে, 26 টি শিয়ালদা-হাসনাবাদ সেকশনে, 8 টি শিয়ালদা-বারাসাত-দত্তপুকুর সেকশনে, 14 টি শিয়ালদা-শান্তিপুর সেকশনে, 14 টি শিয়ালদা-কল্যাণী সীমান্ত সেকশনে, 18 টি শিয়ালদা-ব্যারাকপুর সেকশনে, 32 টি শিয়ালদা-ডানকুনি-বারুইপুর সেকশনে, 24 টি শিয়ালদা-রানাঘাটের সেকশনে, 13 টি শিয়ালদা-রানাঘাট সেকশনে, 17 টি রানাঘাট-বনগাঁ সেকশনে, 39 টি শিয়ালদা-বনগাঁ সেকশনে, 7 টি বনগাঁ-নৈহাটি-দমদম জংশন-মাঝেরহাট সেকশনে ও 2 টি শিয়ালদা-বিবাদি বাগ সেকশনে চলাচল করবে।

শিয়ালদা দক্ষিণ শাখায় মোট 143 টি ট্রেনের মধ্যে 27 টি ট্রেন শিয়ালদা-কোমাগাতামারু-বজ বজ সেকশনে, 21 টি ট্রেন শিয়ালদা-লক্ষীকান্তপুর-নামখানা সেকশনে, 24 টি শিয়ালদা-ডায়মন্ডহারবার সেকশনে, 31 টি শিয়ালদা-ক্যানিং সেকশনে, 19 টি শিয়ালদা-সোনারপুর সেকশনে ও 21 টি ট্রেন শিয়ালদা-সোনারপুর-বারুইপুর সেকশনে যাতায়াত করবে।

হাওড়া ডিভিশনে চলাচল করবে মোট 202 টি সাবআর্বান ট্রেন । এর মধ্যে 38 টি ট্রেন হাওড়া-ব্যান্ডেল সেকশনে, 10 টি হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-গোঘাট সেকশনে, 12 টি হাওড়া-কাটোয়া সেকশনে, 8 টি ব্যান্ডেল-কাটোয়া সেকশনে, 19 টি হাওড়া-তারকেশ্বর সেকশনে, 20 টি হাওড়া-বর্ধমান মেন লাইন সেকশনে, 22 টি হাওড়া-বর্ধমান কর্ড লাইন সেকশনে, 18 টি ব্যান্ডেল-নৈহাটি সেকশনে, 2 টি হাওড়া-বারুইপুর সেকশনে, 4 টি হাওড়া-মশাগ্রাম সেকশনে, 2 টি হাওড়া- হরিপাল সেকশনে, 6 টি হাওড়া- শ্রীরামপুর সেকশনে, 2 টি হাওড়া-পান্ডুয়া সেকশনে, 1 টি ব্যান্ডেল-পান্ডুয়া সেকশনে, 8 টি বর্ধমান-কাটোয়া সেকশনে, 4 টি হাওড়া- চন্দ্রপুর সেকশনে, 2 টি হাওড়া-গুড়াপ সেকশনে, 14 টি হাওড়া-শেওড়াফুলি সেকশনে, 4 টি হাওড়া-বেলুড় মঠ সেকশনে, 4 টি হাওড়া-সিঙ্গুর সেকশনে ও 2 টি ট্রেন ব্যান্ডেল-বালি সেকশনে চলাচল করবে।

রেলের ওয়েবসাইটে ও প্লাটফর্মগুলিতে টাইম টেবিল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে । লকডাউনের মধ্যেই যাঁদের মান্থলি টিকিটের মেয়াদ ফুরিয়ে গেছে তাঁরা আগামী 9 নভেম্বর সকাল 8 টা থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন । 11 তারিখ থেকে যাত্রীরা কাউন্টার থেকেই আগের মতো টিকিট সংগ্রহ করতে পারবেন।

Last Updated : Nov 9, 2020, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.