ETV Bharat / state

আজও বাতিল পূর্ব রেলের একাধিক ট্রেন - eastern railway cancelled trains

পূর্ব রেলের একাধিক ট্রেন আজও বাতিল করা হল ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভের জেরে এখনও স্বাভাবিক হতে পারেনি পরিষেবা ৷

পূর্ব রেলের একাধিক ট্রেন
পূর্ব রেলের একাধিক ট্রেন
author img

By

Published : Dec 24, 2019, 8:13 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর : আজও বাতিল করা হল পূর্ব রেলের একাধিক ট্রেন ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদের ঝড় বয়ে গেছে সারা দেশে ৷ উত্তর-পূর্ব ভারতসহ পশ্চিমবঙ্গ, দিল্লি, বেঙ্গালুরুতেও চলে বিক্ষোভ ৷ কোথাও স্টেশনে ভাঙচুর, তো কোথাও ট্রেন আটকে বিক্ষোভ ৷ যার জেরে এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেনি রেল পরিষেবা ৷

বাতিল ট্রেনের তালিকা :

  • 13033/13034 হাওড়া কাটিহার হাওড়া এক্সপ্রেস
  • 13141/13142 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • 13145/13146 কলকাতা রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস
  • 13164 সহর্ষ শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস
  • 12526 ডিব্রুগড় কলকাতা উইকলি এক্সপ্রেস
  • 12525 কলকাতা ডিব্রুগড় উইকলি এক্সপ্রেস (ট্রেনটি 25 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 13063/13064 হাওড়া বালুরঘাট হাওড়া এক্সপ্রেস
  • 13104 লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস
  • 13113/13114 কলকাতা লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস
  • 13117 কলকাতা লালগোলা ধনধান্য এক্সপ্রেস
  • 15711 হাওড়া কাটিহার এক্সপ্রেস

কলকাতা, 24 ডিসেম্বর : আজও বাতিল করা হল পূর্ব রেলের একাধিক ট্রেন ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদের ঝড় বয়ে গেছে সারা দেশে ৷ উত্তর-পূর্ব ভারতসহ পশ্চিমবঙ্গ, দিল্লি, বেঙ্গালুরুতেও চলে বিক্ষোভ ৷ কোথাও স্টেশনে ভাঙচুর, তো কোথাও ট্রেন আটকে বিক্ষোভ ৷ যার জেরে এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেনি রেল পরিষেবা ৷

বাতিল ট্রেনের তালিকা :

  • 13033/13034 হাওড়া কাটিহার হাওড়া এক্সপ্রেস
  • 13141/13142 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • 13145/13146 কলকাতা রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস
  • 13164 সহর্ষ শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস
  • 12526 ডিব্রুগড় কলকাতা উইকলি এক্সপ্রেস
  • 12525 কলকাতা ডিব্রুগড় উইকলি এক্সপ্রেস (ট্রেনটি 25 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 13063/13064 হাওড়া বালুরঘাট হাওড়া এক্সপ্রেস
  • 13104 লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস
  • 13113/13114 কলকাতা লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস
  • 13117 কলকাতা লালগোলা ধনধান্য এক্সপ্রেস
  • 15711 হাওড়া কাটিহার এক্সপ্রেস
Intro:পূর্ব রেলের আবার এক গুচ্ছ ট্রেন বাতিল করা হল মঙ্গলবার (24 ডিসেম্বর)।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা:Body:13033/13034 হাওড়া কাটিহার হওড়া এক্সপ্রেস

13141/13142 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস

13145/13146 কলকাতা রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস

শিয়ালদা শহর হাটে বাজারে এক্সপ্রেস

13164 সহর্ষ শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস

12526 ডিব্রুগড় কলকাতা উইকলি এক্সপ্রেস

12525 কলকাতা ডিব্রুগড় উইকলি এক্সপ্রেস ট্রেন টি 25 তারিখ 25 ডিসেম্বর ছাড়বে ছাড়ার কথা ছিল

13063/13064 হাওড়া বালুরঘাট হাওড়া এক্সপ্রেস

13104 লালগোলা শিয়ালদা ভাগিরতি এক্সপ্রেস

13113/13114 কলকাতা লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস

13117 কলকাতা লালগোলা ধনধান্য এক্সপ্রেস

15711 হাওড়া কাটিহার এক্সপ্রেস Conclusion:Wb_kol_01_er trains cancelled on 24 december_copy_7206406
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.