ETV Bharat / state

অফিস টাইমে 100 শতাংশ লোকাল ট্রেন চালানোর চেষ্টা করবে রেল - ভবানীভবনে

অফিস টাইমে রাজ্যে 100 শতাংশ লোকাল ট্রেন চালানোর চেষ্টা করবে রেল ৷ রাজ্য ও রেলের বৈঠকের পর ঘোষণা মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ৷

আলাপন বন্দ্যোপাধায়
আলাপন বন্দ্যোপাধায়
author img

By

Published : Nov 12, 2020, 4:17 PM IST

Updated : Nov 12, 2020, 5:00 PM IST

কলকাতা, 12 নভেম্বর : প্রায় সাড়ে সাত মাস পর ফের রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ তবে আশঙ্কা করা হচ্ছিল এতে বাড়তে পারে কোরোনা সংক্রমণ ৷ তাই একগুচ্ছ নির্দেশিকা দিয়েই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল ৷ তবে প্রথম দিনের বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই কোরোনা বিধি নিষেধ শিকেয় ওঠে ৷ স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায় ৷ রেলের নির্দেশিকা ছিল ৷ ট্রেনে আসনও নির্দিষ্ট করে দেওয়া ছিল ৷ ছিল রেল পুলিশের টহলদারি ৷ কিন্তু নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেনে সফর করতে দেখা যায় যাত্রীদের ৷ আর সামাজিক দূরত্ব? ট্রেনের ভিড়ে কার্যত তা শিকেয় ওঠে ৷ তখনই দাবি উঠেছিল এই সমস্যার সমাধান হতে পারে লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে ৷ সেই মতো আজ ভবানীভবনে বৈঠকে বসে রেল ও রাজ্য প্রশাসন ৷

আজ বৈঠকের পর রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এবার থেকে অফিস টাইমে 100 শতাংশ লোকাল ট্রেন চালানোর চেষ্টা করবে রেল ৷ গতকাল দেখা গেছে অফিস টাইমেই লোকাল ট্রেনে ভিড় বেড়েছে ৷ গতকাল অফিস টাইমে 75 শতাংশ ট্রেন চালিয়েছিল রেল ৷ যদিও রেল জানায়, রাজ্যের সঙ্গে আগের বৈঠকে ঠিক করা হয়েছিল রাজ্যে আপাতত 46 শতাংশ ট্রেন চালু করা হবে ৷ পরে পরিস্থিতি দেখে ধীরে ধীরে তা বাড়ানো হবে ৷ কিন্তু প্রথম দিন বেলা গড়ানোর পর পরিস্থিতি বুঝে তাঁরা আরও কয়েকটি অতিরিক্ত ট্রেন চালান বলে জানান রেলের আধিকারিকরা ৷

রেলের পরিসংখ্যান অনুযায়ী গতকাল হাওড়া ও শিয়ালদা ডিভিশনে প্রায় 10 লাখ যাত্রী যাওয়া আসা করেছে ৷ সাধারণ দিনে এই সংখ্যাটি হয় প্রায় 30 লাখ ৷ এছাড়া রেলের তরফে আরও জানা গেছে, আগে একটি ট্রেনে গড়ে 2200 যাত্রী সফর করতেন ৷ কিন্তু গতকাল সেখানে মাত্র 1200 লোক যাত্রা করেছেন ৷

গতকাল ঝুঁকির রেল যাত্রা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল ট্রেন সংখ্যা বাড়ানোর কথা ৷ তারপরই রেল ও রাজ্যের এই বৈঠক হয় ৷ আর সেখানই সিদ্ধান্ত নেওয়া হয়, অফিস টাইমে 100 শতাংশ ট্রেন চালানোর চেষ্টা করা হবে ৷

কলকাতা, 12 নভেম্বর : প্রায় সাড়ে সাত মাস পর ফের রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ তবে আশঙ্কা করা হচ্ছিল এতে বাড়তে পারে কোরোনা সংক্রমণ ৷ তাই একগুচ্ছ নির্দেশিকা দিয়েই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল ৷ তবে প্রথম দিনের বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই কোরোনা বিধি নিষেধ শিকেয় ওঠে ৷ স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায় ৷ রেলের নির্দেশিকা ছিল ৷ ট্রেনে আসনও নির্দিষ্ট করে দেওয়া ছিল ৷ ছিল রেল পুলিশের টহলদারি ৷ কিন্তু নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেনে সফর করতে দেখা যায় যাত্রীদের ৷ আর সামাজিক দূরত্ব? ট্রেনের ভিড়ে কার্যত তা শিকেয় ওঠে ৷ তখনই দাবি উঠেছিল এই সমস্যার সমাধান হতে পারে লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে ৷ সেই মতো আজ ভবানীভবনে বৈঠকে বসে রেল ও রাজ্য প্রশাসন ৷

আজ বৈঠকের পর রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এবার থেকে অফিস টাইমে 100 শতাংশ লোকাল ট্রেন চালানোর চেষ্টা করবে রেল ৷ গতকাল দেখা গেছে অফিস টাইমেই লোকাল ট্রেনে ভিড় বেড়েছে ৷ গতকাল অফিস টাইমে 75 শতাংশ ট্রেন চালিয়েছিল রেল ৷ যদিও রেল জানায়, রাজ্যের সঙ্গে আগের বৈঠকে ঠিক করা হয়েছিল রাজ্যে আপাতত 46 শতাংশ ট্রেন চালু করা হবে ৷ পরে পরিস্থিতি দেখে ধীরে ধীরে তা বাড়ানো হবে ৷ কিন্তু প্রথম দিন বেলা গড়ানোর পর পরিস্থিতি বুঝে তাঁরা আরও কয়েকটি অতিরিক্ত ট্রেন চালান বলে জানান রেলের আধিকারিকরা ৷

রেলের পরিসংখ্যান অনুযায়ী গতকাল হাওড়া ও শিয়ালদা ডিভিশনে প্রায় 10 লাখ যাত্রী যাওয়া আসা করেছে ৷ সাধারণ দিনে এই সংখ্যাটি হয় প্রায় 30 লাখ ৷ এছাড়া রেলের তরফে আরও জানা গেছে, আগে একটি ট্রেনে গড়ে 2200 যাত্রী সফর করতেন ৷ কিন্তু গতকাল সেখানে মাত্র 1200 লোক যাত্রা করেছেন ৷

গতকাল ঝুঁকির রেল যাত্রা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল ট্রেন সংখ্যা বাড়ানোর কথা ৷ তারপরই রেল ও রাজ্যের এই বৈঠক হয় ৷ আর সেখানই সিদ্ধান্ত নেওয়া হয়, অফিস টাইমে 100 শতাংশ ট্রেন চালানোর চেষ্টা করা হবে ৷

Last Updated : Nov 12, 2020, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.