কলকাতা, 1 অগস্ট: কোভিড বিধিনিষেধের গণ্ডি সরিয়ে ইস্টবেঙ্গলে এবার প্রতিষ্টা বার্ষিকী পালন (Eastbengal Foundation Day)। 103 বছরে পা দিল লাল-হলুদ । একশো বছরের জন্মদিন উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠানে বাধা হয়েছিল করোনা ভাইরাস । সমাপ্তি অনুষ্ঠান সেভাবে করা যায়নি । তবে এবার 103তম জন্মদিন জাকজমকপূর্নভাবে করতে চায় ইস্টবেঙ্গল ।
দিনভর অনুষ্ঠান । সকালে প্রতিষ্ঠাতা সদস্য সুরেশচন্দ্র মজুমদারের ছবিতে মাল্যদান এবং পতাকা উত্তোলন । তারপর ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন । সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । জন্মদিন উপলক্ষে গত কয়েকদিন ধরেই আলোকমালায় সাজানো হয়েছে । বাজছে সানাই । সব অর্থেই উৎসবের মেজাজ ।
তারমধ্যে চলছে নতুন মরশুমের দলগঠনের কাজ । কোচ হিসেবে স্টিফেন কনস্ট্যান্টাইন যুক্ত হয়েছেন । আসন্ন কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য দলের দায়িত্বে বিনো জর্জ । তিনি শহরে চলে এসেছেন। 4 অগষ্ট থেকে অনুশীলন শুরু । আইএসএলে স্টিফেন কনস্ট্যান্টাইনের সহকারী হিসেবে কাজ করবেন বিনো জর্জ । লগ্নিকারী ইমামি গ্রুপের সঙ্গে বহু প্রতিক্ষিত চুড়ান্ত চুক্তি সই মঙ্গলবার শহরের নামজাদা হোটেলে হবে । তাই সবদিক থেকেই ফিলগুড পরিবেশ লেসলি ক্লডিয়াস সরণিতে ।
আরও পড়ুন: লাল-হলুদ জার্সির ঐতিহ্য এখনও বুঝে উঠতে পারেননি চিমারা, আক্ষেপ প্রাক্তনদের
সোমবার ক্লাবের জন্মদিনের মূল অনুষ্ঠান বিকেলে । ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভারত গৌরব সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ এবং ঝুলন গোস্বামী । রমেশ চন্দ্র সেন ও ব্যোমকেশ বসু জীবন কৃতি সম্মান পাচ্ছেন গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্ত । সেরা রেফারি পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল সম্মান দুই রেফারি সুপ্রিয় ভট্টাচার্য ও তপন হালদারের হাতে উঠছে । সেরা সাংবাদিকের পুরস্কার পাচ্ছেন এলপি শাহি এবং সেরা চিত্র সাংবাদিক সুবীর মজুমদার ।