কলকাতা, 8 অগাস্ট : গোষ্ঠপাল সরণি ও লেসলি ক্লডিয়াস সরণির সংযোগস্থানে ইস্টবেঙ্গলের অস্থায়ী শতবর্ষের গেট ভাঙল সবুজ-মেরুন জার্সি পরিহিত একদল যুবক । ঘটনার প্রতিবাদে সরব ক্রীড়ামহলের সকলেই ।
কলকাতা ময়দানের চির প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান-ইস্টবেঙ্গল । দল নিয়ে সমর্থকদের উল্লাস প্রতিহিংসায় পরিণত হয়েছে এমন নজির কম নয় । তবে, আজ অন্য চিত্র দেখল শহরবাসী । ডুরান্ড কাপে মোহনবাগান- ATK ম্যাচ শেষে ফেরার সময় এই ঘটনা ঘটে । যারা ভাঙচুর চালায় তাদের সবুজ-মেরুন জার্সিতে দেখা যায় । ঘটনাটির তীব্র নিন্দা করেছেন মোহনবাগান কর্তারা । সহসচিব সৃঞ্জয় বসু বলেছেন, "সবুজ মেরুন জার্সি পরে কিছু লোক এই কাজ করেছে । যাদের সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই । সমর্থন নেই । সেকারণে ময়দান থানায় অভিযোগ জানিয়ে এই নিন্দনীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছি ।"
এবিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষস্থানীয় কর্তা দেবব্রত সরকার বলেন, "এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি । এই কাজ নিন্দনীয়, নিকৃষ্টজনক । যারা এই কাজ করেছে তারা কোনও ক্লাবের সমর্থক হতে পারে না । ফুটবল প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা এদের নেই । প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি সকলকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক । একই সঙ্গে ইস্টবেঙ্গল জনতার কাছে আবেদন, আগামীকাল নিজেদের ক্লাবের খেলা দেখতে এসে কোনও প্ররোচনায় পা দেবেন না ।"