ETV Bharat / state

East Bengal Derby Preparation: সমর্থকদের ডার্বি জয় উপহার দিয়ে মরশুম শেষ করাই লক্ষ্য ইস্টবেঙ্গলের - Calcutta Derby

ডার্বি ম্যাচ জিতে মরশুম শেষ করাই লক্ষ্য মোবাসির, সুহের ভিপিদের (East Bengal Derby Preparation) ৷ জানালেন, প্লে-অফে উঠে পারেননি ৷ তাই বড় ম্যাচ জিতে সমর্থকদের মনে আনন্দ দিতে চান তাঁরা ৷

East Bengal Derby Preparation ETV BHARAT
East Bengal Derby Preparation
author img

By

Published : Feb 24, 2023, 6:57 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় ইস্টবেঙ্গল ৷ এই মরশুমের আইএসএল এর শেষ ম্যাচ কলকাতা ডার্বি ৷ আয়োজক ইস্টবেঙ্গল ৷ প্লে-অফে ওঠা না-হলেও, সমর্থকদের মনে আগামী মরশুমের জন্য আশা জাগাতে তাই ডার্বি জিততে মরিয়া মোবাসির ৷ ইস্টবেঙ্গলের মাঝমাঠে ভরসা যোগাচ্ছেন তিনি ৷ জানালেন প্রথমবার কলকাতা ডার্বিতে মাঠে নেমে ভালো অভিজ্ঞতা হয়নি ৷ এবার সেই অধরা জয় পেতে চান মোবাসির, সুহের ভিপিরা (East Bengal Team Want to Win Derby for Fans) ৷

মোবাসির জানিয়েছেন, ডার্বি আইএসএলের শেষ ম্যাচ। তাই সমর্থকদের মুখে হাসি ফেরাতে ডার্বির পারফরম্যান্সই ভরসা তাঁদের ৷ তাই শনিবার নিজেদের উজার করে দিতে চাইছেন মোবাসিররা ৷ সুহের ভিপি জানালেন, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে তাঁরা মুখিয়ে রয়েছেন ৷ ডার্বি জিতে মরশুম ইতিবাচকভাবে শুরু করতে চান তাঁরা ৷ তাই মাঠে প্রতিপক্ষকে ছেড়ে দেবেন না বলে জানালেন সুহের ৷ ইভান গঞ্জালেসকেও দেখা গেল ডার্বির প্রস্তুতিতে নেমে পড়েছেন ৷ জানালেন তিনি খেলার জন্য তৈরি ৷

কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলছেন, ‘‘ডার্বি আমাদের শেষ ম্যাচ ৷ ছ’টি ম্যাচ জিতেছি ৷ আরও বেশি ম্যাচ জিততে পারতাম ৷ প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ ছিল ৷ তবে যা হয়নি ভেবে লাভ নেই ৷ বরং ডার্বি জেতার দিকেই নজর দেওয়াটা ভালো ৷ আমরা সেভাবে তৈরি হচ্ছি ৷’’ এই পরিস্থিতিতে ডার্বির টিকিট নিয়েও উত্তাপ্ত বাড়ছে ৷ জানা গিয়েছে, ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচে টিকিট নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব ও বিনিয়োগকারী সংস্থা ইমামির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে ৷ তবে, আলোচনার মাধ্যমে দু’পক্ষ ঠিক করেছে ক্লাব সদস্যদের আগে আসার ভিত্তিতে টিকিট দেওয়া হবে ৷

তা সত্ত্বেও টিকিট বিতর্ক থেকে যাচ্ছে ৷ শনিবারের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ৷ লগ্নিকারীদের তরফে যে সংখ্যক টিকিট ইস্টবেঙ্গল ক্লাবে পাঠানো হয়েছে তা কর্তারা নিতে রাজি নন ৷ কারণ, ক্লাবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চাহিদা কুলানো সম্ভব নয় ওই টিকিটে ৷ তাই ‘টিকিট দিতে হবে না’ বলে,ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ কম টিকিট পাঠানোকে 'অপমান' হিসেবেই দেখছেন ক্লাব কর্তারা ৷ পালটা যুক্তি দিয়েছে ইমামিও ৷

শীর্ষকর্তা দেবব্রত সরকার এনিয়ে জানিয়েছেন, প্রথম ডার্বির আয়োজক তাঁরা ছিলেন না ৷ সেক্ষেত্রে কম টিকিট পাওয়ার যৌক্তিকতা মেনে নিয়েছিলেন ৷ এবার ইস্টবেঙ্গল আয়োজক ৷ সেখানেও টিকিট কম কেন ? প্রশ্ন তুলেছেন দেবব্রত সরকার ৷ তাই টিকিট ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি ৷ ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য রাজা গুহ'র মতে, আগে তাঁরা গরিব ছিলেন, সেটা ভালো ছিল ৷ কিন্তু, বর্তমানে তাঁদের অপমান করা হচ্ছে ৷ তাই টাকা দিয়ে টিকিট কাটার সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদ কর্তারা ৷ অফলাইনে টিকিট বিক্রি শুরু হলে, তাঁরা টাকা খরচ কেটে নেবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: দুর্ঘটনা এড়ালেন বাগান ফুটবলাররা, বড় ম্যাচের আগে সৌভ্রাতৃত্বের ছবি দু'দলের অনুশীলনে

ডার্বির টিকিট ফিরিয়ে দিয়েছে মোহনবাগানও ৷ ক্লাব সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, তাঁদের শুধু কম টিকিট নয় ৷ গাড়ি রাখার জন্য প্রয়োজনীয় কাগজও দেয়নি ইমামি কর্তৃপক্ষ ৷ বিশেষ বক্সে বসার ব্যবস্থাও নেই এটিকে মোহনবাগানের কর্তাদের ৷ আর এখানেও সেই অপমানের অভিযোগ ৷ আর তাই টিকিট ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন সচিব দেবাশিস দত্ত ৷

ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, ডার্বির টিকিট সমানভাবে ভাগ হবে দুই ক্লাবের মধ্যে ৷ সেই নির্দেশ মানতে গিয়ে সমস্যা মেটার চেয়ে, বেড়েছে ৷ ইস্টবেঙ্গল সিইও নম্রতা পারেখ বলেন, ‘‘আমরা সমস্ত টিকিট দু-ভাগে ভাগ করেছি ৷ সেখানে দেখা যাচ্ছে, খুব কম টিকিট থাকছে আমাদের কাছে ৷ আমাদেরও অনেককে টিকিট দিতে হবে ৷’’ মরসুম শেষের পথে। গত তিনবছরে ইস্টবেঙ্গল ক্লাব বনাম লগ্নিকারী দ্বন্দ্ব পরিচিত ছবি ৷ ডার্বির টিকিট বণ্টন বিতর্ক কি সেই ছবির সিক্যুয়েলের প্রস্তুতি ? প্রশ্ন উঠছে লেসলি ক্লডিয়াস সরণিতে ৷

কলকাতা, 24 ফেব্রুয়ারি: ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় ইস্টবেঙ্গল ৷ এই মরশুমের আইএসএল এর শেষ ম্যাচ কলকাতা ডার্বি ৷ আয়োজক ইস্টবেঙ্গল ৷ প্লে-অফে ওঠা না-হলেও, সমর্থকদের মনে আগামী মরশুমের জন্য আশা জাগাতে তাই ডার্বি জিততে মরিয়া মোবাসির ৷ ইস্টবেঙ্গলের মাঝমাঠে ভরসা যোগাচ্ছেন তিনি ৷ জানালেন প্রথমবার কলকাতা ডার্বিতে মাঠে নেমে ভালো অভিজ্ঞতা হয়নি ৷ এবার সেই অধরা জয় পেতে চান মোবাসির, সুহের ভিপিরা (East Bengal Team Want to Win Derby for Fans) ৷

মোবাসির জানিয়েছেন, ডার্বি আইএসএলের শেষ ম্যাচ। তাই সমর্থকদের মুখে হাসি ফেরাতে ডার্বির পারফরম্যান্সই ভরসা তাঁদের ৷ তাই শনিবার নিজেদের উজার করে দিতে চাইছেন মোবাসিররা ৷ সুহের ভিপি জানালেন, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে তাঁরা মুখিয়ে রয়েছেন ৷ ডার্বি জিতে মরশুম ইতিবাচকভাবে শুরু করতে চান তাঁরা ৷ তাই মাঠে প্রতিপক্ষকে ছেড়ে দেবেন না বলে জানালেন সুহের ৷ ইভান গঞ্জালেসকেও দেখা গেল ডার্বির প্রস্তুতিতে নেমে পড়েছেন ৷ জানালেন তিনি খেলার জন্য তৈরি ৷

কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলছেন, ‘‘ডার্বি আমাদের শেষ ম্যাচ ৷ ছ’টি ম্যাচ জিতেছি ৷ আরও বেশি ম্যাচ জিততে পারতাম ৷ প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ ছিল ৷ তবে যা হয়নি ভেবে লাভ নেই ৷ বরং ডার্বি জেতার দিকেই নজর দেওয়াটা ভালো ৷ আমরা সেভাবে তৈরি হচ্ছি ৷’’ এই পরিস্থিতিতে ডার্বির টিকিট নিয়েও উত্তাপ্ত বাড়ছে ৷ জানা গিয়েছে, ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচে টিকিট নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব ও বিনিয়োগকারী সংস্থা ইমামির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে ৷ তবে, আলোচনার মাধ্যমে দু’পক্ষ ঠিক করেছে ক্লাব সদস্যদের আগে আসার ভিত্তিতে টিকিট দেওয়া হবে ৷

তা সত্ত্বেও টিকিট বিতর্ক থেকে যাচ্ছে ৷ শনিবারের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ৷ লগ্নিকারীদের তরফে যে সংখ্যক টিকিট ইস্টবেঙ্গল ক্লাবে পাঠানো হয়েছে তা কর্তারা নিতে রাজি নন ৷ কারণ, ক্লাবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চাহিদা কুলানো সম্ভব নয় ওই টিকিটে ৷ তাই ‘টিকিট দিতে হবে না’ বলে,ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ কম টিকিট পাঠানোকে 'অপমান' হিসেবেই দেখছেন ক্লাব কর্তারা ৷ পালটা যুক্তি দিয়েছে ইমামিও ৷

শীর্ষকর্তা দেবব্রত সরকার এনিয়ে জানিয়েছেন, প্রথম ডার্বির আয়োজক তাঁরা ছিলেন না ৷ সেক্ষেত্রে কম টিকিট পাওয়ার যৌক্তিকতা মেনে নিয়েছিলেন ৷ এবার ইস্টবেঙ্গল আয়োজক ৷ সেখানেও টিকিট কম কেন ? প্রশ্ন তুলেছেন দেবব্রত সরকার ৷ তাই টিকিট ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি ৷ ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য রাজা গুহ'র মতে, আগে তাঁরা গরিব ছিলেন, সেটা ভালো ছিল ৷ কিন্তু, বর্তমানে তাঁদের অপমান করা হচ্ছে ৷ তাই টাকা দিয়ে টিকিট কাটার সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদ কর্তারা ৷ অফলাইনে টিকিট বিক্রি শুরু হলে, তাঁরা টাকা খরচ কেটে নেবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: দুর্ঘটনা এড়ালেন বাগান ফুটবলাররা, বড় ম্যাচের আগে সৌভ্রাতৃত্বের ছবি দু'দলের অনুশীলনে

ডার্বির টিকিট ফিরিয়ে দিয়েছে মোহনবাগানও ৷ ক্লাব সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, তাঁদের শুধু কম টিকিট নয় ৷ গাড়ি রাখার জন্য প্রয়োজনীয় কাগজও দেয়নি ইমামি কর্তৃপক্ষ ৷ বিশেষ বক্সে বসার ব্যবস্থাও নেই এটিকে মোহনবাগানের কর্তাদের ৷ আর এখানেও সেই অপমানের অভিযোগ ৷ আর তাই টিকিট ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন সচিব দেবাশিস দত্ত ৷

ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, ডার্বির টিকিট সমানভাবে ভাগ হবে দুই ক্লাবের মধ্যে ৷ সেই নির্দেশ মানতে গিয়ে সমস্যা মেটার চেয়ে, বেড়েছে ৷ ইস্টবেঙ্গল সিইও নম্রতা পারেখ বলেন, ‘‘আমরা সমস্ত টিকিট দু-ভাগে ভাগ করেছি ৷ সেখানে দেখা যাচ্ছে, খুব কম টিকিট থাকছে আমাদের কাছে ৷ আমাদেরও অনেককে টিকিট দিতে হবে ৷’’ মরসুম শেষের পথে। গত তিনবছরে ইস্টবেঙ্গল ক্লাব বনাম লগ্নিকারী দ্বন্দ্ব পরিচিত ছবি ৷ ডার্বির টিকিট বণ্টন বিতর্ক কি সেই ছবির সিক্যুয়েলের প্রস্তুতি ? প্রশ্ন উঠছে লেসলি ক্লডিয়াস সরণিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.