কলকাতা, 9 ফেব্রুয়ারি : চুক্তির জট ছাড়াতে বিনিয়োগ সংস্থা এবং ইস্টবেঙ্গল ক্লাব দু'পক্ষই হাত বাড়ানোর উদ্যোগ নিল । ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার প্রণব দাশগুপ্তর সঙ্গে আলোচনায় বসবেন বাঙ্গুর গোষ্ঠীর চেয়ারম্যান হরিমোহন বাঙ্গুর । বৈঠকটি হবে হোলির সময়ে ।
ইস্টবেঙ্গল ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত এই বৈঠকের সত্যতা স্বীকার করে জানিয়েছেন,"হরিমোহন বাঙ্গুরের ছেলে প্রশান্ত আমার দীর্ঘদিনের পরিচিত। ওদের পরিবারের সঙ্গেও আমার পরিচয় রয়েছেন। বিনিয়োগ সংস্থার পক্ষ থেকে একটা বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে ।হোলির সময় বাঙ্গুর সিনিয়র এবং প্রশান্ত দেশে আসবেন । সেই সময় আমাদের কথা হবে। আমি যাবতীয় বিষয় মিটিয়ে একসঙ্গে পথচলার ব্যাপারে আত্মবিশ্বাসী ।"
একই সঙ্গে তিনি বলেছেন,"চুক্তি নিয়ে কোনও সমস্যা নেই। যেকোনও চুক্তিতে দুপক্ষের মধ্যে কিছু মতবিরোধ থাকে। তা আলোচনাতেই মিটিয়ে নেওয়া হয়।এক্ষেত্রেও তার অন্যথা হবে না। সমস্যার হাল মেটাতে আমি এবং আমাদের ক্লাব আশাবাদী। কোনও চিঠির কথা আমি জানি না।যা কিছু জেনেছি সংবাদ মাধ্যমে।"
আরও পড়ুন : ফাওলারের শাস্তি কমানোর আর্জি লাল-হলুদ কর্তাদের
আইএসএলে দল খেলছে তাই দলের সমালোচনা করতে ক্লাব আগ্রহী নয়। চুক্তির বিষয়ে অস্বস্তি রয়েছে, তা একটু টোকা দিলেই বেরিয়ে আসছে। লাল হলুদ কর্তারা কোনও অবস্থাতে ক্লাবের স্বার্থ বিকিয়ে চুক্তি চূড়ান্ত করবে না। ইতিমধ্যে ছয়টি বিষয়ে ক্লাব তাদের আপত্তির কথা জানিয়েছে। এবার দুপক্ষের বৈঠকে জট খোলার চেষ্টা শুরু হচ্ছে। ইতিমধ্যে বিনিয়োগ সংস্থা জানিয়েছে চুক্তির জটে ফুটবলারদের সঙ্গে চুক্তির নবীকরণে আটকাচ্ছে। তাই প্রতিক্ষিত বৈঠকের সময় ঠিক হয়েছে।এবার জট খোলা হবে।