ETV Bharat / state

অসুস্থ অনশনরত 3 পার্শ্বশিক্ষক, ভরতি হাসপাতালে - বিধাননগর

আজ অনশনের তৃতীয় দিন । অসুস্থ হয়ে পড়েন তিনজন পার্শ্বশিক্ষক । বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে তিনজনকেই ৷

অনশনরত 3 পার্শ্বশিক্ষক
author img

By

Published : Nov 17, 2019, 11:23 PM IST

বিধাননগর, 17 নভেম্বর : আজ অনশনের তৃতীয় দিন । অসুস্থ হয়ে পড়েছেন তিনজন পার্শ্বশিক্ষক । তাঁদের মধ্যে একজন শিক্ষিকা ও দু'জন শিক্ষক অসুস্থ হয়েছেন । বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে তিন জনকেই ৷

অসুস্থরা হলেন নিভা মণ্ডল, অরুণ জানা ও সত্যপ্রিয় মণ্ডল । নিভার অবস্থার অবনতি হয়েছে । তাঁর রক্তচাপজনিত সমস্যা হচ্ছে এবং স্যালাইন দিতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা ।

পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা ভট্টাচার্য বলেন, "সরকার উপেক্ষা করছে । শিক্ষামন্ত্রী এখনও অনড় ৷ কথা বলতে চাইছেন না । আমরা এখনও সরকারের কাছে আশাবাদী । গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিচ্ছেন শিক্ষকরা । অথচ সরকার চুপ করে আছে ।"

শুক্রবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন পার্শ্বশিক্ষকরা । পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে জানানো হয়, সরকার তাদের দাবি না মানায় প্রায় 30 জন শিক্ষক অনশনে বসেছেন । ঐক্য মঞ্চের দাবি কেন্দ্রীয় সরকার শিক্ষক পিছু 20 হাজার টাকা বরাদ্দ করে এবং রাজ্য সরকার দেয় 13 হাজার টাকা । কেন্দ্রীয় সরকারের বরাদ্দ পুরো টাকাটাই না কি আত্মসাৎ করে নেওয়া হয় । বেতনের বদলে দেওয়া হয় শুধুমাত্র সাম্মানিক । সমকাজে সম বেতন পান না তাঁরা । এরই প্রতিবাদে অনির্দিষ্টকালীন অনশন করছেন তাঁরা ।

বিধাননগর, 17 নভেম্বর : আজ অনশনের তৃতীয় দিন । অসুস্থ হয়ে পড়েছেন তিনজন পার্শ্বশিক্ষক । তাঁদের মধ্যে একজন শিক্ষিকা ও দু'জন শিক্ষক অসুস্থ হয়েছেন । বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে তিন জনকেই ৷

অসুস্থরা হলেন নিভা মণ্ডল, অরুণ জানা ও সত্যপ্রিয় মণ্ডল । নিভার অবস্থার অবনতি হয়েছে । তাঁর রক্তচাপজনিত সমস্যা হচ্ছে এবং স্যালাইন দিতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা ।

পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা ভট্টাচার্য বলেন, "সরকার উপেক্ষা করছে । শিক্ষামন্ত্রী এখনও অনড় ৷ কথা বলতে চাইছেন না । আমরা এখনও সরকারের কাছে আশাবাদী । গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিচ্ছেন শিক্ষকরা । অথচ সরকার চুপ করে আছে ।"

শুক্রবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন পার্শ্বশিক্ষকরা । পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে জানানো হয়, সরকার তাদের দাবি না মানায় প্রায় 30 জন শিক্ষক অনশনে বসেছেন । ঐক্য মঞ্চের দাবি কেন্দ্রীয় সরকার শিক্ষক পিছু 20 হাজার টাকা বরাদ্দ করে এবং রাজ্য সরকার দেয় 13 হাজার টাকা । কেন্দ্রীয় সরকারের বরাদ্দ পুরো টাকাটাই না কি আত্মসাৎ করে নেওয়া হয় । বেতনের বদলে দেওয়া হয় শুধুমাত্র সাম্মানিক । সমকাজে সম বেতন পান না তাঁরা । এরই প্রতিবাদে অনির্দিষ্টকালীন অনশন করছেন তাঁরা ।

Intro:বিধাননগর, ১৭ নভেম্বর: অনশনের তৃতীয় দিন রবিবার। এদিন তিনজন পার্শ্বশিক্ষক অসুস্থ হয়ে পড়লেন। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহবায়ক মধুমিতা ভট্টাচার্য জানান এক মহিলা শিক্ষিকা ও দুই পুরুষ শিক্ষক অসুস্থ হয়েছেন। এরা হলেন, নিভা মন্ডল, অরুন জানা ও সত্যপ্রিয় মন্ডল। নিভার অবস্থার অবনতি হয়েছে। তার রক্তচাপজনিত সমস্যা হচ্ছে এবং স্যালাইন দিতে হচ্ছে। তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Body:এদিন মধুমিতা ভট্টাচার্য বলেন, "সরকার তাদের উপেক্ষা করছে অভিযোগ। শিক্ষামন্ত্রী এখনো অনড় কথা বলতে চাইছেন না। আমরা এখনো সরকার বাহাদুরের কাছে আশাবাদী। গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করাতে গিয়ে প্রানের ঝুঁকি নিচ্ছে শিক্ষকরা। অথচ সরকার চুপ করে আছে। প্রসঙ্গত শুক্রবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন পার্শ্বশিক্ষকরা। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে জানানো হয় সরকার তাদের দাবি না মানায় প্রায় ৩০ জন শিক্ষক অনশনে বসেছেন। ঐক্য মঞ্চের দাবী কেন্দ্র সরকার শিক্ষকপিছু কুড়ি হাজার টাকা বরাদ্দ করে এবং রাজ্য সরকার দেয় তেরো হাজার টাকা। কেন্দ্র সরকারের বরাদ্দ পুরো টাকাটাই নাকি আত্মসাৎ করে নেওয়া হয়। তাদের বেতনের বদলে দেওয়া হয় শুধুমাত্র সাম্মানিক। সমকাজে সম বেতন পান না তারা। এরই প্রতিবাদে তাদের অনির্দিষ্টকালীন অনশন চলছে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.