বিধাননগর, 17 নভেম্বর : আজ অনশনের তৃতীয় দিন । অসুস্থ হয়ে পড়েছেন তিনজন পার্শ্বশিক্ষক । তাঁদের মধ্যে একজন শিক্ষিকা ও দু'জন শিক্ষক অসুস্থ হয়েছেন । বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে তিন জনকেই ৷
অসুস্থরা হলেন নিভা মণ্ডল, অরুণ জানা ও সত্যপ্রিয় মণ্ডল । নিভার অবস্থার অবনতি হয়েছে । তাঁর রক্তচাপজনিত সমস্যা হচ্ছে এবং স্যালাইন দিতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা ।
পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা ভট্টাচার্য বলেন, "সরকার উপেক্ষা করছে । শিক্ষামন্ত্রী এখনও অনড় ৷ কথা বলতে চাইছেন না । আমরা এখনও সরকারের কাছে আশাবাদী । গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিচ্ছেন শিক্ষকরা । অথচ সরকার চুপ করে আছে ।"
শুক্রবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন পার্শ্বশিক্ষকরা । পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে জানানো হয়, সরকার তাদের দাবি না মানায় প্রায় 30 জন শিক্ষক অনশনে বসেছেন । ঐক্য মঞ্চের দাবি কেন্দ্রীয় সরকার শিক্ষক পিছু 20 হাজার টাকা বরাদ্দ করে এবং রাজ্য সরকার দেয় 13 হাজার টাকা । কেন্দ্রীয় সরকারের বরাদ্দ পুরো টাকাটাই না কি আত্মসাৎ করে নেওয়া হয় । বেতনের বদলে দেওয়া হয় শুধুমাত্র সাম্মানিক । সমকাজে সম বেতন পান না তাঁরা । এরই প্রতিবাদে অনির্দিষ্টকালীন অনশন করছেন তাঁরা ।