ETV Bharat / state

Pujo Special Tram: নতুন সাজে ফিরছে শহরের 'ঐতিহ্য', পুজো স্পেশাল ট্রামে চড়ে জানালেন মদন - পুজো স্পেশাল ট্রামে চড়ে জানালেন মদন

পুজোর পরেই নতুন রঙে সেজে উঠবে ট্রাম ৷ আজ, বৃহস্পতিবার পুজো স্পেশাল ট্রাম উদ্বোধন করে, এমনটাই জানালেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মদন মিত্র।

পুজো স্পেশাল ট্রাম
Kolkata Tram
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 7:37 PM IST

নতুন সাজে ফিরছে শহরের ঐতিহ্য ট্রাম

কলকাতা, 19 অক্টোবর: শহর কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুরনো ট্রাম রুট ফোর্ট উইলয়াম হয়ে বেহালা খিদিরপুর ৷ বহুদিন তা বন্ধ হয়ে রয়েছে ওভারহেড তারের সমস্যার জন্য। কালীপুজোর আগেই ওই রুটটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পরিবহণ বিভাগ। পাশাপাশি পুজোর পরেই নতুন রঙে সেজে উঠবে শহরের ট্রাম ৷ পাশপাশি এই প্রথমবার দুর্গাপুজোর সময় ট্রামে করে পুজো দেখার ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। নতুন রঙে সেজে উঠবে কলকাতার ট্রাম, বৃহস্পতিবার পুজো স্পেশাল ট্রাম উদ্বোধন করে জানালেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মদন মিত্র।

যে ট্রামটি পুজোর সময় পথে ঘুরবে তাঁকে সাজিয়ে তোলা হয়েছে দুর্গাপুজোর সঙ্গে সম্পৃক্ত বেশকিছু খণ্ডচিত্র দিয়ে। বৃহস্পতিবার সেই ট্রামের উদ্বোধন করেন মদন মিত্র, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর। কলকাতার দুর্গাপুজো 2021 সালের ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি পায়। আর আজ এই বছর শহরে আরেকটি ঐতিহ্য ট্রাম তার সার্ধশতবর্ষ। এই দু'য়ের মেলবন্ধন ঘটিয়ে এবং ইউনেসকোর তরফে পাওয়া এই স্বীকৃতিকে উদযাপন করতে পুজো স্পেশাল ট্রামকে অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে।

মদন মিত্র জানান, ট্রামের মধ্যেই দুর্গা প্রতিমা রাখা হয়েছে। কারণ দুর্গাপুজোর মতো একটি ঐতিহ্যের পুজো করতে হলে হেরিটেজ প্যান্ডেলের প্রয়োজন। আর ট্রামের থেকে বড় হেরিটেজ শহরে আর নেই। তাই 'হেরিটেজ' ট্রামে 'ঐতিহ্য' পুজো। এভাবে আরও কয়েকটি ট্রামকে শহরবাসীর কাছে উপহার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফোর্ট উইলয়াম হয়ে বেহালা খিদিরপুর ট্রাম বহুদিন বন্ধ হয়ে রয়েছে ওভারহেড তারের সমস্যার জন্য। তাই কালীপুজোর আগেই ওই রুটটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পরিবহণ বিভাগ। এছাড়াও তিনি জানান, টালিগঞ্জ বালিগঞ্জ রুটটিকেও সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে।

পাশাপাশি পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, শহর কলকাতায় পরিবহণের জন্য মাত্র 4 শতাংশ রাস্তা বরাদ্দ আছে। ফলে সব রাস্তায় ট্রাম চালানো বর্তমানে আর সম্ভব নয়। তবে ট্রাম কলকাতাবাসীর কাছে একটা আবেগের জায়গা ৷ আর সেই আবেগকে মান্যতা দিতেই কলকাতা ট্রাম থাকবে ৷ ট্রামটি নাম দেওয়া হয়েছে 'পুজো স্পেশাল'। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত পরিষেবা দেবে এই ট্রামটি।

আরও পড়ুন: পুজোয় বর্ধমানে বসেই মিলছে বেনারসের সন্ধ্যারতির স্বাদ! সৌজন্যে ইছলাবাদ কিরণ সংঘ

নতুন সাজে ফিরছে শহরের ঐতিহ্য ট্রাম

কলকাতা, 19 অক্টোবর: শহর কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুরনো ট্রাম রুট ফোর্ট উইলয়াম হয়ে বেহালা খিদিরপুর ৷ বহুদিন তা বন্ধ হয়ে রয়েছে ওভারহেড তারের সমস্যার জন্য। কালীপুজোর আগেই ওই রুটটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পরিবহণ বিভাগ। পাশাপাশি পুজোর পরেই নতুন রঙে সেজে উঠবে শহরের ট্রাম ৷ পাশপাশি এই প্রথমবার দুর্গাপুজোর সময় ট্রামে করে পুজো দেখার ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। নতুন রঙে সেজে উঠবে কলকাতার ট্রাম, বৃহস্পতিবার পুজো স্পেশাল ট্রাম উদ্বোধন করে জানালেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মদন মিত্র।

যে ট্রামটি পুজোর সময় পথে ঘুরবে তাঁকে সাজিয়ে তোলা হয়েছে দুর্গাপুজোর সঙ্গে সম্পৃক্ত বেশকিছু খণ্ডচিত্র দিয়ে। বৃহস্পতিবার সেই ট্রামের উদ্বোধন করেন মদন মিত্র, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর। কলকাতার দুর্গাপুজো 2021 সালের ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি পায়। আর আজ এই বছর শহরে আরেকটি ঐতিহ্য ট্রাম তার সার্ধশতবর্ষ। এই দু'য়ের মেলবন্ধন ঘটিয়ে এবং ইউনেসকোর তরফে পাওয়া এই স্বীকৃতিকে উদযাপন করতে পুজো স্পেশাল ট্রামকে অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে।

মদন মিত্র জানান, ট্রামের মধ্যেই দুর্গা প্রতিমা রাখা হয়েছে। কারণ দুর্গাপুজোর মতো একটি ঐতিহ্যের পুজো করতে হলে হেরিটেজ প্যান্ডেলের প্রয়োজন। আর ট্রামের থেকে বড় হেরিটেজ শহরে আর নেই। তাই 'হেরিটেজ' ট্রামে 'ঐতিহ্য' পুজো। এভাবে আরও কয়েকটি ট্রামকে শহরবাসীর কাছে উপহার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফোর্ট উইলয়াম হয়ে বেহালা খিদিরপুর ট্রাম বহুদিন বন্ধ হয়ে রয়েছে ওভারহেড তারের সমস্যার জন্য। তাই কালীপুজোর আগেই ওই রুটটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পরিবহণ বিভাগ। এছাড়াও তিনি জানান, টালিগঞ্জ বালিগঞ্জ রুটটিকেও সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে।

পাশাপাশি পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, শহর কলকাতায় পরিবহণের জন্য মাত্র 4 শতাংশ রাস্তা বরাদ্দ আছে। ফলে সব রাস্তায় ট্রাম চালানো বর্তমানে আর সম্ভব নয়। তবে ট্রাম কলকাতাবাসীর কাছে একটা আবেগের জায়গা ৷ আর সেই আবেগকে মান্যতা দিতেই কলকাতা ট্রাম থাকবে ৷ ট্রামটি নাম দেওয়া হয়েছে 'পুজো স্পেশাল'। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত পরিষেবা দেবে এই ট্রামটি।

আরও পড়ুন: পুজোয় বর্ধমানে বসেই মিলছে বেনারসের সন্ধ্যারতির স্বাদ! সৌজন্যে ইছলাবাদ কিরণ সংঘ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.