ETV Bharat / state

পুজোর উন্মাদনায় মুগ্ধ হাবাস, বাঙালিয়ানায় সাজবেন অরিন্দমরা

author img

By

Published : Oct 19, 2020, 10:29 PM IST

কলকাতায় কোচিং করার অভিজ্ঞতার নিরিখে দুর্গাপুজো সম্বন্ধে ধারণা রয়েছে হাবাসের । গোয়াতে থাকলেও তিনি দুর্গাপুজা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন,"গত বছর কয়েকটা ঠাকুর দেখেছিলাম । এই উৎসবের আবহ আমার দারুণ লাগে । পুরো শহর যেন রাস্তায় নেমে পড়ে । এবার তাতে সামিল হতে পারব না ।"

durga puja plan of atk-mohunbagan
পূজার উন্মাদনায় মুগ্ধ হাবাস

কলকাতা, 19 অক্টোবর : স্বেচ্ছা নির্বাসনের গণ্ডি পেরিয়ে বল নিয়ে অনুশীলনে ATK-মোহনবাগানের ফুটবলাররা । গোয়ায় পা দেওয়ার প‍র আজ প্রথম পুরো দল নিয়ে মাঠে নামলেন ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । সামনের কয়েকদিনের মধ্যে ISL-র সূচি প্রকাশ হবে । ফলে হাতে সময় কম । পরিস্থিতি বুঝে প্রথম দিন থেকে দু'বেলা বল নিয়ে অনুশীলন শুরু করে দিলেন হাবাস । তবে বল নিয়ে অনুশীলনের পাশাপাশি হাবাসের মুখে আসন্ন শারদোৎসব নিয়ে ছিল নস্টালজিয়া ।

কলকাতায় কোচিং করার অভিজ্ঞতার নিরিখে দুর্গাপুজো সম্বন্ধে ধারণা রয়েছে স্প্যানিশ মানুষটির । গোয়াতে থাকলেও তিনি দুর্গাপুজা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন,"গতবছর কয়েকটা ঠাকুর দেখেছিলাম । এই উৎসবের আবহ আমার দারুন লাগে । পুরো শহর যেন রাস্তায় নেমে পড়ে । এবার তাতে সামিল হতে পারব না । ছেলেদের মত আমারও আফসোস হচ্ছে । সত্যি উন্মাদনাটা মিস করছি । যে স্বপ্ন নিয়ে আমরা গোয়ায় এসেছি সেটা সফল করতেই হবে । তাই পুজোর দিনগুলোতে কোনও ছুটি না নিয়ে অনুশীলন করব না ।"

ATK-মোহনবাগানের দলে একাধিক বাঙালি ফুটবলার রয়েছে । অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, শুভাশিস, প্রবীর দাস, প্রনয় হালদারের কাছে দূর্গাপূজায় না থাকতে পারার আক্ষেপ । গোয়ায় অনুশীলনের ব্যস্ততার ফাকে নিজেদের মত করে পুজো পালনের পরিকল্পনা । সেই জন্য অষ্টমীর দিন ধুতি পাঞ্জাবি পরে একসঙ্গে খাওয়া দাওয়ার পরিকল্পনা করছেন অরিন্দম । ATK-মোহনবাগানের ডিফেন্ডার প্রীতম কোটালেরও একসঙ্গে ডিনারের পরিকল্পনা । শুভাশিস বসু প্রবীর দাস একাধিকবার দুর্গাপুজোয় কলকাতার বাইরে ছিলেন । তবে আগের বছরগুলোতে তাঁরা সংশ্লিষ্ট শহরের বাঙালি মহল্লায় পূজো দেখেছেন, অঞ্জলি দিয়েছেন । এবার সেটাও সম্ভব নয় । তবে লক্ষ্য পূরনের জন্য যাবতীয় স্বার্থ বিসর্জন করে ফুটবলে মন ATK-মোহনবাগানের ফুটবলারদের ।

কলকাতা, 19 অক্টোবর : স্বেচ্ছা নির্বাসনের গণ্ডি পেরিয়ে বল নিয়ে অনুশীলনে ATK-মোহনবাগানের ফুটবলাররা । গোয়ায় পা দেওয়ার প‍র আজ প্রথম পুরো দল নিয়ে মাঠে নামলেন ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । সামনের কয়েকদিনের মধ্যে ISL-র সূচি প্রকাশ হবে । ফলে হাতে সময় কম । পরিস্থিতি বুঝে প্রথম দিন থেকে দু'বেলা বল নিয়ে অনুশীলন শুরু করে দিলেন হাবাস । তবে বল নিয়ে অনুশীলনের পাশাপাশি হাবাসের মুখে আসন্ন শারদোৎসব নিয়ে ছিল নস্টালজিয়া ।

কলকাতায় কোচিং করার অভিজ্ঞতার নিরিখে দুর্গাপুজো সম্বন্ধে ধারণা রয়েছে স্প্যানিশ মানুষটির । গোয়াতে থাকলেও তিনি দুর্গাপুজা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন,"গতবছর কয়েকটা ঠাকুর দেখেছিলাম । এই উৎসবের আবহ আমার দারুন লাগে । পুরো শহর যেন রাস্তায় নেমে পড়ে । এবার তাতে সামিল হতে পারব না । ছেলেদের মত আমারও আফসোস হচ্ছে । সত্যি উন্মাদনাটা মিস করছি । যে স্বপ্ন নিয়ে আমরা গোয়ায় এসেছি সেটা সফল করতেই হবে । তাই পুজোর দিনগুলোতে কোনও ছুটি না নিয়ে অনুশীলন করব না ।"

ATK-মোহনবাগানের দলে একাধিক বাঙালি ফুটবলার রয়েছে । অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, শুভাশিস, প্রবীর দাস, প্রনয় হালদারের কাছে দূর্গাপূজায় না থাকতে পারার আক্ষেপ । গোয়ায় অনুশীলনের ব্যস্ততার ফাকে নিজেদের মত করে পুজো পালনের পরিকল্পনা । সেই জন্য অষ্টমীর দিন ধুতি পাঞ্জাবি পরে একসঙ্গে খাওয়া দাওয়ার পরিকল্পনা করছেন অরিন্দম । ATK-মোহনবাগানের ডিফেন্ডার প্রীতম কোটালেরও একসঙ্গে ডিনারের পরিকল্পনা । শুভাশিস বসু প্রবীর দাস একাধিকবার দুর্গাপুজোয় কলকাতার বাইরে ছিলেন । তবে আগের বছরগুলোতে তাঁরা সংশ্লিষ্ট শহরের বাঙালি মহল্লায় পূজো দেখেছেন, অঞ্জলি দিয়েছেন । এবার সেটাও সম্ভব নয় । তবে লক্ষ্য পূরনের জন্য যাবতীয় স্বার্থ বিসর্জন করে ফুটবলে মন ATK-মোহনবাগানের ফুটবলারদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.