ETV Bharat / state

Durga Puja 2023: মেলেনি অনুমতি, বোধনের আগেই কালো কাপড়ে প্রতিমার মুখ ঢেকে প্রতিবাদ উদ্যোক্তাদের - মেলেনি পুলিশের অনুমতি

বোধনের আগেই কালো কাপড়ে ঢেকে দেওয়া হল দেবী দুর্গার মুখ। পুলিশের থেকে অনুমতি না পেয়েই এই সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের। তাঁদের দাবি এর পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা ৷

Durga Puja Organizers Agitation
বোধনের আগেই কালো কাপড়ে ঢেকে দেওয়া হল দেবী দুর্গার মুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 9:03 PM IST

কালো কাপড়ে প্রতিমার মুখ ঢেকে প্রতিবাদ উদ্যোক্তাদের

কলকাতা, 18 অক্টোবর: চতুর্থীর দিন মণ্ডপে প্রতিমার মুখ কালো কাপড়ে ঢেকে দিলেন উদ্যোক্তারা ৷ নিউটাউনের এই পুজো কমিটির দাবি পুলিশ তাঁদের পুজোর অনুমতি দেয়নি ৷ অবৈধভাবে পুজো করতে তাঁরা চান না ৷ হাতিয়াড়া ঝাউতলার এই পুজোটি চলে আসছে সাত বছর ধরে ৷ তাদের অভিযোগ ইকোপার্ক থানা থেকে তাদেরকে পুজোর জন্য অনুমতি দেওয়া হয়নি ৷ অথচ অনলাইনে বিধাননগর কর্পোরেশন ও রাজ্য দূষণ দফতরের অনুমতি পেয়েছেন তাঁরা ৷

ছয় বছর ধরে চলে আসছে তিলোত্তমা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো ৷ কেন এবার মিলল না অনুমতি সেই প্রশ্নেই সরব উদ্যোক্তরা ৷ কমিটির সম্পাদক দিয়া পারভিন বলেন, "বিগত ছয় বছর ধরে আমরা এই পুজোটা করে আসছি ৷ পুলিশ-প্রশাসনের সমস্ত নিয়ম মেনেই আমরা পুজো করি ৷ আমরা অনুদানও পাই ৷ গতকাল যখন আমরা ওনাদের কাছে চেক আনতে গিয়েছিলাম তখন ওনারা জানান, এবছর অনুমতি দেওয়া যাবে না ৷ অথচ অনলাইনে বিধাননগর কর্পোরেশন ও রাজ্য দূষণ দফতর আমাদের অনুমতি দিয়েছে ৷ কিন্তু পুলিশ অনুমতি দিতে রাজি নয় ৷"

তাঁর দাবি, পুলিশ এই কাণ্ড ঘটিয়েছে রাজনৈতিক মদতে ৷ কমিটির তরফে সদস্য়া অনুশ্রী দত্ত এদিন বলেন, "গতবছর থেকে পুজো নিয়ে সমস্য়া চলে আসছে ৷ গতবছর পুজোর টাকা তছরূপ করায় কয়েকজনকে কমিটি থেকে বের করে দেওয়া হয় ৷ থানায় তাঁদের মুচলেকাও দিতে হয় ৷ এদেরকেই মদত দিচ্ছেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল ৷ আমরা বারবার থানায় জানিয়েছি ৷ স্থানীয় নেতৃত্বের চাপে থানা কিন্তু কোনও সহযোগিতা করছে না ৷"

আরও পড়ুন: 25 বছরের শিল্পচর্চাকেই 50তম মণ্ডপে তুলে ধরেছেন শিল্পী, চমক টালা প্রত্যয়ের পুজোয়

তৃতীয়ার দিন উদ্যোক্তাদের জানানো হয় তাঁদের পুজোর অনুমতি দেওয়া হবে না ৷ আর তাই চতুর্থীর দিন কালো কাপড়ে প্রতিমার মুখ ঢেকে দেয় তারা ৷ বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের কুশপুতুলও দাহ করা হয় ৷ চলে রাস্তা অবরোধও ৷ এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ ৷ তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় পুজো উদ্যোক্তারা ।

কালো কাপড়ে প্রতিমার মুখ ঢেকে প্রতিবাদ উদ্যোক্তাদের

কলকাতা, 18 অক্টোবর: চতুর্থীর দিন মণ্ডপে প্রতিমার মুখ কালো কাপড়ে ঢেকে দিলেন উদ্যোক্তারা ৷ নিউটাউনের এই পুজো কমিটির দাবি পুলিশ তাঁদের পুজোর অনুমতি দেয়নি ৷ অবৈধভাবে পুজো করতে তাঁরা চান না ৷ হাতিয়াড়া ঝাউতলার এই পুজোটি চলে আসছে সাত বছর ধরে ৷ তাদের অভিযোগ ইকোপার্ক থানা থেকে তাদেরকে পুজোর জন্য অনুমতি দেওয়া হয়নি ৷ অথচ অনলাইনে বিধাননগর কর্পোরেশন ও রাজ্য দূষণ দফতরের অনুমতি পেয়েছেন তাঁরা ৷

ছয় বছর ধরে চলে আসছে তিলোত্তমা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো ৷ কেন এবার মিলল না অনুমতি সেই প্রশ্নেই সরব উদ্যোক্তরা ৷ কমিটির সম্পাদক দিয়া পারভিন বলেন, "বিগত ছয় বছর ধরে আমরা এই পুজোটা করে আসছি ৷ পুলিশ-প্রশাসনের সমস্ত নিয়ম মেনেই আমরা পুজো করি ৷ আমরা অনুদানও পাই ৷ গতকাল যখন আমরা ওনাদের কাছে চেক আনতে গিয়েছিলাম তখন ওনারা জানান, এবছর অনুমতি দেওয়া যাবে না ৷ অথচ অনলাইনে বিধাননগর কর্পোরেশন ও রাজ্য দূষণ দফতর আমাদের অনুমতি দিয়েছে ৷ কিন্তু পুলিশ অনুমতি দিতে রাজি নয় ৷"

তাঁর দাবি, পুলিশ এই কাণ্ড ঘটিয়েছে রাজনৈতিক মদতে ৷ কমিটির তরফে সদস্য়া অনুশ্রী দত্ত এদিন বলেন, "গতবছর থেকে পুজো নিয়ে সমস্য়া চলে আসছে ৷ গতবছর পুজোর টাকা তছরূপ করায় কয়েকজনকে কমিটি থেকে বের করে দেওয়া হয় ৷ থানায় তাঁদের মুচলেকাও দিতে হয় ৷ এদেরকেই মদত দিচ্ছেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল ৷ আমরা বারবার থানায় জানিয়েছি ৷ স্থানীয় নেতৃত্বের চাপে থানা কিন্তু কোনও সহযোগিতা করছে না ৷"

আরও পড়ুন: 25 বছরের শিল্পচর্চাকেই 50তম মণ্ডপে তুলে ধরেছেন শিল্পী, চমক টালা প্রত্যয়ের পুজোয়

তৃতীয়ার দিন উদ্যোক্তাদের জানানো হয় তাঁদের পুজোর অনুমতি দেওয়া হবে না ৷ আর তাই চতুর্থীর দিন কালো কাপড়ে প্রতিমার মুখ ঢেকে দেয় তারা ৷ বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের কুশপুতুলও দাহ করা হয় ৷ চলে রাস্তা অবরোধও ৷ এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ ৷ তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় পুজো উদ্যোক্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.