ETV Bharat / state

Durga Puja Grant: এবছরও দুর্গাপুজো কমিটিগুলিকে ₹50 হাজার করে অনুদান রাজ্যের - হরিকৃষ্ণ দ্বিবেদী

গতবারের মতো এ বছরও দুর্গাপুজো কমিটিগুলিকে (Durga Puja committees) 50 হাজার টাকা করে অনুদান (Rs 50,000 Grant) দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ৷ এ কথা ঘোষণা করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

Durga Puja committees to get Rs 50,000 grant each in this year also: bengal govt
গতবারের মতোই এবারও পুজো কমিটিগুলিকে ₹50 হাজার করে অনুদান রাজ্যের
author img

By

Published : Sep 7, 2021, 7:38 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: গতবারের মতো এবারও পুজো কমিটিগুলিকে (Durga Puja committees) 50 হাজার টাকা করে অনুদান (Rs 50,000 Grant) দেবে রাজ্য সরকার ৷ মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশ ও পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

প্রতিবছরই পুজো কমিটিকে উপহার দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার ভবানীপুর উপনির্বাচনের কারণে মুখ্যমন্ত্রী কোনও ঘোষণা করলে তা নির্বাচনবিধি লঙ্ঘনের শামিল হতে পারে । সেই কারণেই এদিন মুখ্যমন্ত্রীর বদলে রাজ্যের মুখ্যসচিব ক্লাব তথা পুজো কমিটিগুলিকে অনুদানের কথা ঘোষণা করেন ।

মঙ্গলবার মুখ্যসচিবের ঘোষণা অনুযায়ী, গত বছরের মতোই করোনা পরিস্থিতিতে পুজো কমিটিগুলিকে সাহায্যের জন্য এগিয়ে আসছে রাজ্য সরকার । যেহেতু এ বার করোনাকালে বিজ্ঞাপন-সহ ক্লাবগুলির অন্যান্য আয় কমে গিয়েছে, তাই সরকারি টাকায় তাদের সাহায্য করা হবে ।

Durga Puja committees to get Rs 50,000 grant each in this year also: bengal govt
গতবারের মতোই এবারও পুজো কমিটিগুলিকে ₹50 হাজার করে অনুদান রাজ্যের

আরও পড়ুন: Durga Puja : কোভিড বিধি মেনে পুজোতে সায় রাজ্য সরকারের

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে রাজ্য প্রশাসন । ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । আর ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা । সেখানেই সংক্রমণের মাঝে পুজো করতে কী কী নিয়ম-বিধি মানতে হবে তা খোলসা করেন মমতা । তবে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যসচিব ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুকে রক্ষাকবচ ! সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের

করোনার আবহে অনেক পুজো কমিটিরই অর্থনৈতিক অবস্থা সঙ্গীন । সে কথা বিবেচনা করে গত বছর রাজ্য সরকার নথিভুক্ত পুজো কমিটিগুলিকে 50 হাজার করে অনুদান দিয়েছিল । এ বারও সেই অনুদান মিলবে বলে জানিয়েছেন মুখ্যসচিব । তাঁর কথায়, ‘'উত্‍সব সবার । তাই নৈতিকতা ও মানবিকতার বিচারে উত্‍সবের দিনগুলিতে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে রাজ্য সরকার ।'‘

আরও পড়ুন : School Service Commission: স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই, ক্ষোভে মামলা থেকে সরলেন বিচারপতি

গত বছর পুজো কমিটিগুলির বিজ্ঞাপন না-থাকায় দুর্গাপুজোর আয়োজনে অনেক সমস্যা হয়েছিল । সে ক্ষেত্রে গতবছর রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে যে যে সাহায্য করেছিল, এ বছরও একই নিয়ম বলবৎ থাকবে ।

আরও পড়ুন : Kalyan Banerjee : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল, মন্তব্য কল্যাণের

কলকাতা, 7 সেপ্টেম্বর: গতবারের মতো এবারও পুজো কমিটিগুলিকে (Durga Puja committees) 50 হাজার টাকা করে অনুদান (Rs 50,000 Grant) দেবে রাজ্য সরকার ৷ মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশ ও পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

প্রতিবছরই পুজো কমিটিকে উপহার দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার ভবানীপুর উপনির্বাচনের কারণে মুখ্যমন্ত্রী কোনও ঘোষণা করলে তা নির্বাচনবিধি লঙ্ঘনের শামিল হতে পারে । সেই কারণেই এদিন মুখ্যমন্ত্রীর বদলে রাজ্যের মুখ্যসচিব ক্লাব তথা পুজো কমিটিগুলিকে অনুদানের কথা ঘোষণা করেন ।

মঙ্গলবার মুখ্যসচিবের ঘোষণা অনুযায়ী, গত বছরের মতোই করোনা পরিস্থিতিতে পুজো কমিটিগুলিকে সাহায্যের জন্য এগিয়ে আসছে রাজ্য সরকার । যেহেতু এ বার করোনাকালে বিজ্ঞাপন-সহ ক্লাবগুলির অন্যান্য আয় কমে গিয়েছে, তাই সরকারি টাকায় তাদের সাহায্য করা হবে ।

Durga Puja committees to get Rs 50,000 grant each in this year also: bengal govt
গতবারের মতোই এবারও পুজো কমিটিগুলিকে ₹50 হাজার করে অনুদান রাজ্যের

আরও পড়ুন: Durga Puja : কোভিড বিধি মেনে পুজোতে সায় রাজ্য সরকারের

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে রাজ্য প্রশাসন । ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । আর ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা । সেখানেই সংক্রমণের মাঝে পুজো করতে কী কী নিয়ম-বিধি মানতে হবে তা খোলসা করেন মমতা । তবে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যসচিব ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুকে রক্ষাকবচ ! সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের

করোনার আবহে অনেক পুজো কমিটিরই অর্থনৈতিক অবস্থা সঙ্গীন । সে কথা বিবেচনা করে গত বছর রাজ্য সরকার নথিভুক্ত পুজো কমিটিগুলিকে 50 হাজার করে অনুদান দিয়েছিল । এ বারও সেই অনুদান মিলবে বলে জানিয়েছেন মুখ্যসচিব । তাঁর কথায়, ‘'উত্‍সব সবার । তাই নৈতিকতা ও মানবিকতার বিচারে উত্‍সবের দিনগুলিতে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে রাজ্য সরকার ।'‘

আরও পড়ুন : School Service Commission: স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই, ক্ষোভে মামলা থেকে সরলেন বিচারপতি

গত বছর পুজো কমিটিগুলির বিজ্ঞাপন না-থাকায় দুর্গাপুজোর আয়োজনে অনেক সমস্যা হয়েছিল । সে ক্ষেত্রে গতবছর রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে যে যে সাহায্য করেছিল, এ বছরও একই নিয়ম বলবৎ থাকবে ।

আরও পড়ুন : Kalyan Banerjee : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল, মন্তব্য কল্যাণের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.