ETV Bharat / state

দুর্গাপুজো নিয়ে ওয়েবিনারে অংশ নেবে কলকাতা-লন্ডনের পুজো কমিটিগুলি - ওয়েবিনারে আলোচনায় বসবে কলকাতা ও লন্ডনের দুর্গাপুজো কমিটিগুলি

এবারের দুর্গাপুজো নিয়ে ইন্টারনেটের মাধ্যমে সেমিনারে অংশ নেবে কলকাতা ও লন্ডনের পুজো কমিটিগুলি ৷

দুর্গাপুজোয় কতটা প্রভাব ফেলবে কোরোনা ? ওয়েবিনারে আলোচনায় বসবে কলকাতা ও লন্ডনের পুজো কমিটিগুলি
দুর্গাপুজোয় কতটা প্রভাব ফেলবে কোরোনা ? ওয়েবিনারে আলোচনায় বসবে কলকাতা ও লন্ডনের পুজো কমিটিগুলি
author img

By

Published : Jun 28, 2020, 1:09 PM IST

কলকাতা, 28 জুন: কোরোনার প্রভাব কি বাঙালির সবচেয়ে বড় উৎসবেও পড়বে? যত দিন গড়াচ্ছে বাঙালির মনে এই প্রশ্ন ততই প্রকট হচ্ছে ৷ দুর্গাপুজোয় কোরোনা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ওয়েবিনারে ( ইন্টারনেটে সেমিনার) অংশ নেবে কলকাতা ও লন্ডনের পুজো কমিটিগুলি ৷ লন্ডনে অবস্থিত বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের সুবীর দাস জানান, মধ্য জুলাইয়েই হবে এই ওয়েবিনার ৷

আর কয়েকমাস পরই শরতের আকাশে বাজবে আগমনীর সুর ৷ মর্ত্যে উমার আগমনের জন্য প্রতিবছরই মুখিয়ে থাকে বাঙালি ৷ কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা ৷ স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পুজো সম্ভব তা বুঝতে পারছে না পুজো কমিটিগুলি ৷ কারণ দুর্গাপুজো মানেই বিশাল থিমের প্যান্ডেল, হাজারো মানুষের ভিড়, মেলা ৷ যেখানে সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখা হবে তা একটা বড় প্রশ্ন ৷ আবার দেখতে গেলে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রতিমা শিল্পী, প্যান্ডেল কারিগর, পুরোহিত, ঢাকি সহ প্রচুর মানুষের রুজি-রোজগার ৷ তাই কলকাতা সহ লন্ডনের পুজো কমিটিগুলি একযোগে এই সমস্যার সমাধানে বসবে ৷ পাঁচদিনের উৎসবে কোরোনার প্রভাব নিয়ে আলোচনা হবে ৷

এই নিয়ে সুবীর দাস বলেছেন, "দুর্গাপুজোকে কেন্দ্র করে পুরোহিত, ঢাকি, প্রতিমা শিল্পী সহ প্রচুর মানুষের রুজি-রোজগার জড়িয়ে আছে ৷ এদের কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হবে ৷" চলতি বছরে 22 অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো ৷

কলকাতা, 28 জুন: কোরোনার প্রভাব কি বাঙালির সবচেয়ে বড় উৎসবেও পড়বে? যত দিন গড়াচ্ছে বাঙালির মনে এই প্রশ্ন ততই প্রকট হচ্ছে ৷ দুর্গাপুজোয় কোরোনা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ওয়েবিনারে ( ইন্টারনেটে সেমিনার) অংশ নেবে কলকাতা ও লন্ডনের পুজো কমিটিগুলি ৷ লন্ডনে অবস্থিত বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের সুবীর দাস জানান, মধ্য জুলাইয়েই হবে এই ওয়েবিনার ৷

আর কয়েকমাস পরই শরতের আকাশে বাজবে আগমনীর সুর ৷ মর্ত্যে উমার আগমনের জন্য প্রতিবছরই মুখিয়ে থাকে বাঙালি ৷ কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা ৷ স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পুজো সম্ভব তা বুঝতে পারছে না পুজো কমিটিগুলি ৷ কারণ দুর্গাপুজো মানেই বিশাল থিমের প্যান্ডেল, হাজারো মানুষের ভিড়, মেলা ৷ যেখানে সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখা হবে তা একটা বড় প্রশ্ন ৷ আবার দেখতে গেলে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রতিমা শিল্পী, প্যান্ডেল কারিগর, পুরোহিত, ঢাকি সহ প্রচুর মানুষের রুজি-রোজগার ৷ তাই কলকাতা সহ লন্ডনের পুজো কমিটিগুলি একযোগে এই সমস্যার সমাধানে বসবে ৷ পাঁচদিনের উৎসবে কোরোনার প্রভাব নিয়ে আলোচনা হবে ৷

এই নিয়ে সুবীর দাস বলেছেন, "দুর্গাপুজোকে কেন্দ্র করে পুরোহিত, ঢাকি, প্রতিমা শিল্পী সহ প্রচুর মানুষের রুজি-রোজগার জড়িয়ে আছে ৷ এদের কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হবে ৷" চলতি বছরে 22 অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.