ETV Bharat / state

"মা আসুক শান্তি রূপে ", অনুমতি পেয়েই পুজোর তোড়জোড় স্যাঁকরাপাড়া লেনে - বউবাজার

স্যাঁকরা পাড়া লেনে দুর্গাপুজোর অনুমতি দিল প্রশাসন ৷ তবে একাধিক বিধিনিষেধও থাকছে ৷

দুর্গাপুজো
author img

By

Published : Sep 22, 2019, 7:45 PM IST

Updated : Sep 22, 2019, 8:08 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : অবশেষে পাওয়া গেল অনুমতি ৷ ভগ্নস্তূপের মাঝেই স্যাঁকরা পাড়া লেনে হবে দুর্গাপুজো ৷ একাধিক বিধিনিষেধ থাকলেও তাতে অবশ্য আক্ষেপ নেই স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দাদের ৷ কারণ পুজোটা তো অন্তত হচ্ছে ৷ আর "মহাপ্রলয়ে ধ্বংসস্তূপে, মা আসুক শান্তি রূপে", এই আশা নিয়ে পুজোর তোড়জোড় শুরু করেছেন তাঁরা ৷

57 বছর ধরে ধুমধাম করে পাঁচ নম্বর স্যাঁকরা পাড়া লেনের সামনে দুর্গাপুজো করে আসছেন স্থানীয়রা ৷ 58 তম বছরেও শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি ৷ কিন্তু, 31 অগাস্ট রাতেই বদলে যায় ছবিটা ৷ বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে কয়েকটি বাড়ি । ক্ষতিগ্রস্ত হয় আরও অনেক । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । অনেকেরই ঠাঁই হয় হোটেলে । পরে এলাকার আরও কয়েকটি বাড়ি ভেঙে যায় ৷ সেই পরিস্থিতিতে পুজো হবে কি না তা নিয়ে দুশ্চিন্তার মেঘ তৈরি হয় বাসিন্দাদের মনে ৷ মেট্রো কর্তৃপক্ষ, পুলিশ, কলকাতা পৌরনিগমের কাছে পুজোর অনুমতি চেয়ে আবেদন করেন স্থানীয়রা ৷ কিন্তু, নিরাপত্তার কারণে সেখানে পুজো আয়োজনের অনুমতি দেওয়া নিয়ে দোটানায় ছিল সব পক্ষই ৷ বাধ্য হয়ে বিকল্প জায়গা দেওয়ার আবেদন করেন স্থানীয়রা ৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, বি বি গাঙ্গুলি স্ট্রিটের উলটো দিকের ফুটপাথে পুজো করা যেতে পারে ৷ কিন্তু, সেই পরিকল্পনাও ভেস্তে যায় ৷ ফলে দীর্ঘদিনের পুজো এবছর আদৌও করা যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন স্থানীয়রা ৷ পাড়ার দুর্গাপুজোর মধ্য দিয়েই ঘরভিটে হারানোর যন্ত্রণায় কিছুটা প্রলেপ লাগাতে চেয়েছিলেন তাঁরা ৷ তাই বারবার পুজো আয়োজনের জন্য দরবার করতে থাকেন ৷

এই সংক্রান্ত আরও খবর : বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ও মেট্রোর টানেল পরীক্ষা করলেন বিশেষজ্ঞরা

এরপর আজ সকালে এলাকা পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর সত্যেন্দ্রনাথ দে, মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার বিশ্বনাথ দেওয়ানজি সহ পুলিশ-প্রশাসনের কর্তারা ৷ একাধিক জায়গা ঘুরে দেখেন তাঁরা ৷ শেষপর্যন্ত আগের জায়গাতেই পুজোর অনুমতি দেওয়া হয় ৷ তবে নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ চলবে বাড়তি নজরদারি ৷ স্যাঁকরা পাড়া লেনে ঢোকার যে মূল পথ সেখানে কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ তাই কোনওরকম ঝুঁকি এড়াতে সেই রাস্তা দিয়ে চলাচল করা যাবে না বলে জানিয়েছে পুলিশ ৷ গৌর দে লেনের একটি ছোটো গলি দিয়ে ঢুকতে হবে ৷ শুধুমাত্র স্থানীয় বাসিন্দা ও কমিটির সদস্যরাই পুজোয় আসতে পারবেন ৷ দর্শনার্থীদের ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ উদ্যোক্তরা জানিয়েছেন, 14 নম্বর স্যাঁকরা পাড়া লেনের ক্লাব ঘরে পুজোর বাসন ও প্রতিমার গয়না রাখা আছে ৷ সেগুলি বের করার অনুমতিও দেওয়া হয়েছে ৷ কমানো হচ্ছে প্রতিমার উচ্চতাও ৷ 12 ফুটের পরিবর্তে এবার দেড় ফুটের প্রতিমাতেই পুজো হবে ৷

এই সংক্রান্ত আরও খবর : মেট্রোর কাজে বাড়িতে ধস, কাল নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

পুজোর খবর যেন আজ স্যাঁকরা পাড়া লেনে কিছুটা খুশির হাওয়া বয়ে এনেছে ৷ দীর্ঘদিনের একটা গুমোট, আতঙ্কের পরিবেশ থেকে কিছুটা মুক্তি পেয়েছেন বলে বক্তব্য স্থানীয় বাসিন্দাদের ৷ স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমাদের একান্ত অনুরোধ কাজ এসেছে ৷ এটা তো শুধু স্যাঁকরা পাড়ার পুজো নয়, তিনটি পাড়ার পুজো ৷ তাই আমরা ছোটো করে হলেও পুজো করব ৷ স্যাঁকরা পাড়ার অস্তিত্ব আজ বিপন্ন ৷ এটা আমাদের অস্তিত্বের লড়াই ৷" আর পুজোটার জন্য কতটা যে স্থানীয়রা হাপিত্যেশ করে বসেছিলেন, তার প্রমাণ পাওয়া গেল গৌর দে লেনের ঢোকার মুখের বড় একটা হোর্ডিংয়েই ৷ তাতে লেখা "মহাপ্রলয়ে ধ্বংসস্তূপে, মা আসুক শান্তি রূপে ৷" আর সেই ধ্বংসস্তূপের মাঝে দুর্গাপুজোকেই সম্বল করেই আশার আলো খুঁজছেন স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দারা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : "কাগজে কোনও স্ট্যাম্প ছাড়াই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি, কীভাবে বিশ্বাস করব"

কলকাতা, 22 সেপ্টেম্বর : অবশেষে পাওয়া গেল অনুমতি ৷ ভগ্নস্তূপের মাঝেই স্যাঁকরা পাড়া লেনে হবে দুর্গাপুজো ৷ একাধিক বিধিনিষেধ থাকলেও তাতে অবশ্য আক্ষেপ নেই স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দাদের ৷ কারণ পুজোটা তো অন্তত হচ্ছে ৷ আর "মহাপ্রলয়ে ধ্বংসস্তূপে, মা আসুক শান্তি রূপে", এই আশা নিয়ে পুজোর তোড়জোড় শুরু করেছেন তাঁরা ৷

57 বছর ধরে ধুমধাম করে পাঁচ নম্বর স্যাঁকরা পাড়া লেনের সামনে দুর্গাপুজো করে আসছেন স্থানীয়রা ৷ 58 তম বছরেও শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি ৷ কিন্তু, 31 অগাস্ট রাতেই বদলে যায় ছবিটা ৷ বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে কয়েকটি বাড়ি । ক্ষতিগ্রস্ত হয় আরও অনেক । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । অনেকেরই ঠাঁই হয় হোটেলে । পরে এলাকার আরও কয়েকটি বাড়ি ভেঙে যায় ৷ সেই পরিস্থিতিতে পুজো হবে কি না তা নিয়ে দুশ্চিন্তার মেঘ তৈরি হয় বাসিন্দাদের মনে ৷ মেট্রো কর্তৃপক্ষ, পুলিশ, কলকাতা পৌরনিগমের কাছে পুজোর অনুমতি চেয়ে আবেদন করেন স্থানীয়রা ৷ কিন্তু, নিরাপত্তার কারণে সেখানে পুজো আয়োজনের অনুমতি দেওয়া নিয়ে দোটানায় ছিল সব পক্ষই ৷ বাধ্য হয়ে বিকল্প জায়গা দেওয়ার আবেদন করেন স্থানীয়রা ৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, বি বি গাঙ্গুলি স্ট্রিটের উলটো দিকের ফুটপাথে পুজো করা যেতে পারে ৷ কিন্তু, সেই পরিকল্পনাও ভেস্তে যায় ৷ ফলে দীর্ঘদিনের পুজো এবছর আদৌও করা যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন স্থানীয়রা ৷ পাড়ার দুর্গাপুজোর মধ্য দিয়েই ঘরভিটে হারানোর যন্ত্রণায় কিছুটা প্রলেপ লাগাতে চেয়েছিলেন তাঁরা ৷ তাই বারবার পুজো আয়োজনের জন্য দরবার করতে থাকেন ৷

এই সংক্রান্ত আরও খবর : বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ও মেট্রোর টানেল পরীক্ষা করলেন বিশেষজ্ঞরা

এরপর আজ সকালে এলাকা পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর সত্যেন্দ্রনাথ দে, মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার বিশ্বনাথ দেওয়ানজি সহ পুলিশ-প্রশাসনের কর্তারা ৷ একাধিক জায়গা ঘুরে দেখেন তাঁরা ৷ শেষপর্যন্ত আগের জায়গাতেই পুজোর অনুমতি দেওয়া হয় ৷ তবে নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ চলবে বাড়তি নজরদারি ৷ স্যাঁকরা পাড়া লেনে ঢোকার যে মূল পথ সেখানে কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ তাই কোনওরকম ঝুঁকি এড়াতে সেই রাস্তা দিয়ে চলাচল করা যাবে না বলে জানিয়েছে পুলিশ ৷ গৌর দে লেনের একটি ছোটো গলি দিয়ে ঢুকতে হবে ৷ শুধুমাত্র স্থানীয় বাসিন্দা ও কমিটির সদস্যরাই পুজোয় আসতে পারবেন ৷ দর্শনার্থীদের ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ উদ্যোক্তরা জানিয়েছেন, 14 নম্বর স্যাঁকরা পাড়া লেনের ক্লাব ঘরে পুজোর বাসন ও প্রতিমার গয়না রাখা আছে ৷ সেগুলি বের করার অনুমতিও দেওয়া হয়েছে ৷ কমানো হচ্ছে প্রতিমার উচ্চতাও ৷ 12 ফুটের পরিবর্তে এবার দেড় ফুটের প্রতিমাতেই পুজো হবে ৷

এই সংক্রান্ত আরও খবর : মেট্রোর কাজে বাড়িতে ধস, কাল নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

পুজোর খবর যেন আজ স্যাঁকরা পাড়া লেনে কিছুটা খুশির হাওয়া বয়ে এনেছে ৷ দীর্ঘদিনের একটা গুমোট, আতঙ্কের পরিবেশ থেকে কিছুটা মুক্তি পেয়েছেন বলে বক্তব্য স্থানীয় বাসিন্দাদের ৷ স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমাদের একান্ত অনুরোধ কাজ এসেছে ৷ এটা তো শুধু স্যাঁকরা পাড়ার পুজো নয়, তিনটি পাড়ার পুজো ৷ তাই আমরা ছোটো করে হলেও পুজো করব ৷ স্যাঁকরা পাড়ার অস্তিত্ব আজ বিপন্ন ৷ এটা আমাদের অস্তিত্বের লড়াই ৷" আর পুজোটার জন্য কতটা যে স্থানীয়রা হাপিত্যেশ করে বসেছিলেন, তার প্রমাণ পাওয়া গেল গৌর দে লেনের ঢোকার মুখের বড় একটা হোর্ডিংয়েই ৷ তাতে লেখা "মহাপ্রলয়ে ধ্বংসস্তূপে, মা আসুক শান্তি রূপে ৷" আর সেই ধ্বংসস্তূপের মাঝে দুর্গাপুজোকেই সম্বল করেই আশার আলো খুঁজছেন স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দারা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : "কাগজে কোনও স্ট্যাম্প ছাড়াই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি, কীভাবে বিশ্বাস করব"

Intro:ভগ্নস্তূপে পাশেই বউবাজারের স‍্যাকরা পাড়া লেনের পুজোর অনুমতি মিলেছে অবশেষে। দীর্ঘ টালবাহানার পর আজ পুলিশ ও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স‍্যাকরা পাড়া লেনেই দুর্গা পুজো করা যাবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশের উপস্থিতিতে করতে হবে এই পুজো। সাধারণ মানুষের প্রবেশ করা অনুমতি থাকবেনা পূজো দর্শন করার জন‍্য। পুজো কমিটির সদস্য ও পাড়ার স্থানীয় বাসিন্দাদের জন‍্য দেওয়া হবে ছাড় পত্র। সেই ছাড়পত্র দেখি একমাত্র প্রবেশ করতে পারবেন মন্ডবে। এছাড়াও একাধিক বিধি-নিষেধের মধ্যেই এই পুজো করার অনুমতি মিলেছে বউবাজারের সাকরা পাড়ার দুর্গা পুজো কমিটিকে। আজ সকালে স্থানীয় কাউন্সিলর সত্যেন্দ্রনাথ দে, মেট্রোরেল কর্তৃপক্ষ, মেট্রোরেলের চিফ ইঞ্জিনিয়ার বিশ্বনাথ দেওয়ানজী ও পুলিশ প্রশাসন পরিদর্শনে যায়। পুজো কমিটি এভাবেই পুজো করার আবেদন জানিয়েছিল পুলিশ ও প্রশাসনের কাছে। আজ একাধিক জায়গা পরিদর্শন করার পর কলকাতা পুলিশ ও প্রশাসন আগে যেখানে পুজো হত সেখানে এর অনুমতি দিল এই পুজোর জন্য। 5 নম্বর সাকরা পাড়া লেন এর সামনে এই পুজোটা হয়ে আসছে 57 বছর ধরে। 14 নম্বর স‍্যাকরা পাড়া লেনে ক্লাব ঘর। এই ক্লাব ঘরে রয়েছে পূজোর বাসন ও গয়না। মেট্রোরেল কর্তৃপক্ষ ক্লাব সদস্যদের জানিয়েছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে গয়না ও বাসন বার করার জন্য অনুমতি দেওয়া হবে ক্লাব সদস্যদের।


Body:অবশেষে পূজোর অনুমতি মেলাতেই খুশির হাওয়া বউবাজারের স‍্যাকরা পাড়া বাসিন্দাদের। বাসিন্দারা জানিয়েছেন ভালো লাগছে অবশ্যই সে অন্তত পুজো করার অনুমতি পেয়েছি। আড়ম্বরতা থাকবে না তবে পুজোটা বন্ধ হচ্ছে না সেটা জেনেও ভালো লাগছে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবছর এই পুজোর প্রতিমার উচ্চতাকে 12 ফুট সেখানে প্রতিমা উচ্চতা কমান হচ্ছে। প্রতিমার উচ্চতা করা হচ্ছে দেড় ফুটের। এই দুর্গা পুজো কমিটির সদস্য আসেন জানিয়েছেন পুজো উদ্যোক্তাদের সদস্য আসিসেন জানিয়েছেন সাধারণ মানুষ চেয়েছিল এই পুজোটা যাতে বন্ধ না হয়। এই পুজোর অনুমতির জন্য দীর্ঘদিন ধরে অনেক দৌড়াদৌড়ি করেছি। অবশেষে পুজোটা হচ্ছে সেটাই অনেক বড় পাওনা আমাদের আমাদের কাছে। তারচেয়েও বড় কথা পুজোটা যেখানে হত এত বছর ধরে সেই 58 তম বর্ষ 5 নম্বর স‍্যাকরা পাড়া লেন এর একই জায়গায় পুজোটা হতে চলেছে।


Conclusion:ভগ্নস্তূপে পাশেই যেহেতু দুর্গাপুজো টি হবে তার জন্য বাড়তি নজরদারি থাকবে । একদিকে যেমন স্থানীয় বাসিন্দা ও পূজা কমিটির সদস্য ছাড়া এই পুজোতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিমার উচ্চতা কমানো হয়েছে। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসন তাকে জানিয়েছে স‍্যাকরা পাড়া দিয়ে প্রবেশ করা যাবে না। গৌড় দে মধ‍্য দিয়ে স‍্যাকরা পাড়া যাওয়ার আরো একটি সরু গলি রয়েছে। সেই সরু গলি দিয়েই কমিটির সদস্যরা পুজোর সময় যাতায়াত করবেন। মেইন রোড দিয়ে স‍্যাকরা পাড়া লেন এ প্রবেশ করা যাবে না । বড় রাস্তা থেকে গরিত প্রবেশ করতে গেলেই দু'ধারে ভগ্নস্তুপ পড়ে রয়েছে। এবং স‍্যাকরা পাড়া লেনের কিছু বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে তাই যাতায়াতের উপর নিষেধ জারি করেছে পুলিশ প্রশাসন।
Last Updated : Sep 22, 2019, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.