ETV Bharat / state

Durga Puja 2023: পুজোর আগেই কলকাতায় উৎসবের মেজাজ, শিল্প প্রদর্শনীতে ইউনেসকোর প্রতিনিধিরা - Durga Puja

পুজোর আবহেই শহরে শিল্প প্রদর্শনী, সঙ্গে বাছাই করা পুজো মণ্ডপ পরিদর্শনে বিদেশী প্রতিনিধিরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 9:45 PM IST

Updated : Oct 11, 2023, 11:07 PM IST

পুজোর আগেই কলকাতায় উৎসবের মেজাজ, শিল্প প্রদর্শনীতে বিদেশি প্রতিনিধিরা

কলকাতা, 11 অক্টোবর: পুজোর আগেই পুজো শহরে । মাস আর্ট, ইউনেসকো এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে টাউন হলে বুধবার থেকে শুরু হয়েছে পাঁচদিনের হস্তশিল্প প্রদর্শনী ও মেলা । রাজ্যের বিভিন্ন জেলার শিল্পকলা নিয়ে প্রদর্শনী চলছে এখথানে । আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা ও প্রদর্শনী । এদিন ব্রিটিশ কাউন্সিলের আধিকারিক এবং চার দেশের রাষ্ট্রদূতরা এসে ঘুরে যান এই প্রদর্শনী । তাঁদেরকে বরণ করে উদ্য়োক্তাদের তরফে আয়োজন করা হয়েছিল ছৌ-নাচের ৷ এছাড়াও বাংলার বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয় তাঁদের সামনে ৷

বাংলা ও বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো । দুর্গা পুজো ক্রমশ শিল্প প্রদর্শনীর মুক্ত মঞ্চ হয়ে উঠেছে । এই উৎসবকে কেন্দ্র করেই ফুটে উঠছে রাজ্যের নানা সংস্কৃতি ও শিল্পীদের অসাধারণ সব কাজ ৷ একদিকে ঐতিহ্য অন্য দিকে নতুন নতুন শিল্প, কলা ও ভাস্কর্যের উদ্ভাবনীর মিশেল ৷ এককথায় পুজোর কদিন শহরের নানা পুজো মণ্ডপ হয়ে ওঠে এক একটি শিল্প প্রদর্শশালা ৷

2 বছর আগে বাংলার দুর্গা পুজোর মাথায় উঠেছে বিশ্বজনীন মুকুট। ইউনেসকোর তরফে মিলেছে আবহমান ঐতিহ্যের স্বীকৃতি । আর এই উৎসব উপলক্ষ্যে আসন্ন দুর্গা পুজো ও তাকে ঘিরে বাংলার কৃষ্টি সংস্কৃতি, শিল্প বিদেশের প্রতিনিধিদের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে । পুজোর আগেই পুজো এই উদ্যোগ নিয়েছে ইউনেসকো, ব্রিটিশ কাউন্সিল ও মাস আর্ট। এদিন অনুষ্ঠানে অন্যতম উদ্যোক্তা ধ্রুবজ্যতি বসু বলেন, "আমরা আহ্বান করছি সকলকে প্রাক পুজোর এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে বিভিন্ন অঞ্চলের শিল্প, শিল্পীরা তুলে ধরেছেন।"

আরও পড়ুন: 'একাত্তরের মা তেইশেও কাঁদে', বর্ধমানের পুজো মণ্ডপে ওপার বাংলার মানুষদের করুণ কাহিনি

বুধবার থেকে এই প্রদর্শনীর সূচনার সঙ্গেই কলকাতার বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শন করবেন বিদেশি প্রতিনিধিরা । এই উৎসবকে কেন্দ্র করে কলকাতায় জার্মানি, বেলজিয়াম, মঙ্গোলিয়ার মতো একাধিক দেশের রাষ্ট্রদূত উপস্থিত হয়েছেন । 70 জন আন্তর্জাতিক প্রতিনিধি কলকাতা ঘুরে বুঝবেন দুর্গাপুজো কী, কেন এত জাঁকজমক। বৃদ্ধ, অনাথ, শারীরিক প্রতিবন্ধীদের একটি দল থাকবে মণ্ডপ পরিদর্শনে। উল্লেখ্য, কলকাতার বিভিন্ন প্রান্তে নানা বিষয় দেখতে প্রায় 20টির বেশি মণ্ডপে যাবেন এই যৌথ দলের প্রতিনিধিরা । দেখবেন কলকাতার বনেদি বাড়ির দুর্গা পুজোও । দেখবেন মহিলা শিল্পীর তৈরি মণ্ডপ থেকে বিদেশি শিল্পীর কাজ । চিত্রকলা বিষয় থেকে যারা পরবর্তী সময় নিজেদের থিম শিল্পী হিসেবে তুলে ধরেছেন তাঁদের কাজও দেখবেন এই বিদেশি প্রতিনিধিরা । আবার, অন্য বিষয় বা অন্য ক্ষেত্রে কাজ করলেও নিজেকে থিম শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এমন শিল্পীদের কাজও দেখবেন প্রতিনিধিরা ।

পুজোর আগেই কলকাতায় উৎসবের মেজাজ, শিল্প প্রদর্শনীতে বিদেশি প্রতিনিধিরা

কলকাতা, 11 অক্টোবর: পুজোর আগেই পুজো শহরে । মাস আর্ট, ইউনেসকো এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে টাউন হলে বুধবার থেকে শুরু হয়েছে পাঁচদিনের হস্তশিল্প প্রদর্শনী ও মেলা । রাজ্যের বিভিন্ন জেলার শিল্পকলা নিয়ে প্রদর্শনী চলছে এখথানে । আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা ও প্রদর্শনী । এদিন ব্রিটিশ কাউন্সিলের আধিকারিক এবং চার দেশের রাষ্ট্রদূতরা এসে ঘুরে যান এই প্রদর্শনী । তাঁদেরকে বরণ করে উদ্য়োক্তাদের তরফে আয়োজন করা হয়েছিল ছৌ-নাচের ৷ এছাড়াও বাংলার বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয় তাঁদের সামনে ৷

বাংলা ও বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো । দুর্গা পুজো ক্রমশ শিল্প প্রদর্শনীর মুক্ত মঞ্চ হয়ে উঠেছে । এই উৎসবকে কেন্দ্র করেই ফুটে উঠছে রাজ্যের নানা সংস্কৃতি ও শিল্পীদের অসাধারণ সব কাজ ৷ একদিকে ঐতিহ্য অন্য দিকে নতুন নতুন শিল্প, কলা ও ভাস্কর্যের উদ্ভাবনীর মিশেল ৷ এককথায় পুজোর কদিন শহরের নানা পুজো মণ্ডপ হয়ে ওঠে এক একটি শিল্প প্রদর্শশালা ৷

2 বছর আগে বাংলার দুর্গা পুজোর মাথায় উঠেছে বিশ্বজনীন মুকুট। ইউনেসকোর তরফে মিলেছে আবহমান ঐতিহ্যের স্বীকৃতি । আর এই উৎসব উপলক্ষ্যে আসন্ন দুর্গা পুজো ও তাকে ঘিরে বাংলার কৃষ্টি সংস্কৃতি, শিল্প বিদেশের প্রতিনিধিদের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে । পুজোর আগেই পুজো এই উদ্যোগ নিয়েছে ইউনেসকো, ব্রিটিশ কাউন্সিল ও মাস আর্ট। এদিন অনুষ্ঠানে অন্যতম উদ্যোক্তা ধ্রুবজ্যতি বসু বলেন, "আমরা আহ্বান করছি সকলকে প্রাক পুজোর এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে বিভিন্ন অঞ্চলের শিল্প, শিল্পীরা তুলে ধরেছেন।"

আরও পড়ুন: 'একাত্তরের মা তেইশেও কাঁদে', বর্ধমানের পুজো মণ্ডপে ওপার বাংলার মানুষদের করুণ কাহিনি

বুধবার থেকে এই প্রদর্শনীর সূচনার সঙ্গেই কলকাতার বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শন করবেন বিদেশি প্রতিনিধিরা । এই উৎসবকে কেন্দ্র করে কলকাতায় জার্মানি, বেলজিয়াম, মঙ্গোলিয়ার মতো একাধিক দেশের রাষ্ট্রদূত উপস্থিত হয়েছেন । 70 জন আন্তর্জাতিক প্রতিনিধি কলকাতা ঘুরে বুঝবেন দুর্গাপুজো কী, কেন এত জাঁকজমক। বৃদ্ধ, অনাথ, শারীরিক প্রতিবন্ধীদের একটি দল থাকবে মণ্ডপ পরিদর্শনে। উল্লেখ্য, কলকাতার বিভিন্ন প্রান্তে নানা বিষয় দেখতে প্রায় 20টির বেশি মণ্ডপে যাবেন এই যৌথ দলের প্রতিনিধিরা । দেখবেন কলকাতার বনেদি বাড়ির দুর্গা পুজোও । দেখবেন মহিলা শিল্পীর তৈরি মণ্ডপ থেকে বিদেশি শিল্পীর কাজ । চিত্রকলা বিষয় থেকে যারা পরবর্তী সময় নিজেদের থিম শিল্পী হিসেবে তুলে ধরেছেন তাঁদের কাজও দেখবেন এই বিদেশি প্রতিনিধিরা । আবার, অন্য বিষয় বা অন্য ক্ষেত্রে কাজ করলেও নিজেকে থিম শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এমন শিল্পীদের কাজও দেখবেন প্রতিনিধিরা ।

Last Updated : Oct 11, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.