দমদম, 20 অক্টোবর: দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোতেও শুরু হয়েছে থিমের চলন (Kali Puja theme 2022) । প্যাণ্ডেলে আনা হচ্ছে থিমের বৈচিত্র্য । একইসঙ্গে প্রতিমাতেও থাকছে বৈচিত্র্য । দমদম মিলন সংঘের এবছরের থিম 'কৃষ্ণকালী' (Dum Dum Milan Sangh Kali Puja) ।
এবার 49তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো । সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রাক্কালেই এক দারুণ থিম নিয়ে হাজির তারা । যিনি কৃষ্ণ তিনিই কালী, এই মন্ত্রেই বিশ্বাসী আপামর ভারতবাসী । এবার সেই বিশ্বাসকে পাথেয় করেই থিম রচিত হয়েছে দমদম মিলন সংঘে ।
প্রসঙ্গত, রাধাকৃষ্ণের প্রেমকাহিনি অজানা নয় কারোরই । আপামোর মানবজাতি জানে তাদের প্রেমলীলার নানা দিক । রাধারানি সম্পর্কে ছিলেন কৃষ্ণের মামি । আয়ান গোয়ালার স্ত্রী রাধার ঘুম ভেঙে যেত কৃষ্ণের বাঁশির সুরে । গভীর রাতেও বাঁশির আওয়াজ শুনে তিনি ছুটে চলে যেতেন জঙ্গলে । সেখানেই কাটত সময় দু'জনের ।
একদিন তাঁদের সাক্ষাতের দৃশ্য চোখে পড়ে আয়ানের দুই বোন জটিলা ও কুটিলার । তারা আয়ানকে গিয়ে রাধা এবং কৃষ্ণের প্রেমলীলার কথা জানায় । কৃষ্ণ ততক্ষণে জেনে গিয়েছে সবটা । তিনি রাধাকে বনের মধ্যে ফুল, ফল তুলে আরাধ্য দেবী কালীর পুজোয় বসতে বলে জঙ্গলের মধ্যেই । রাধাও তাঁর কথা মতো সেটাই করেন । আর কৃষ্ণ রাধার সামনে বসে পড়েন কালীরূপে । আয়ান গোয়ালা জঙ্গলে এসে স্ত্রী রাধাকে দেখেন তাঁদের আরাধ্য দেবীর পুজো করতে । এই গল্পই এবার থিম হিসেবে তুলে ধরা হবে মিলন সংঘে (Kali Puja 2022) ।
আরও পড়ুন: কেদারনাথ থেকে কোটি লিঙ্গেশ্বর মন্দির, বারাসতের কালীপুজো মণ্ডপগুলিতে থিমের রমরমা
এয়ারপোর্ট 1 নম্বরের গেটের কাছে হয় মিলন সংঘের এই পুজো । এখন জোরকদমে চলছে মণ্ডপ এবং প্রতিমা তৈরির কাজ । শুক্রবার এই পুজোর শুভ উদ্বোধন হবে । হাজির থাকবেন অভিনেতা তৃণা সাহা, সৌরভ সাহা-সহ আরও অনেকে ।