ETV Bharat / state

Duare Sarkar: দুয়ারে সরকারে ব্যস্ত প্রায় 600 শিক্ষক, পৌরস্কুলে লাটে শিক্ষা ! - কেএমসি

দুয়ারে সরকারে (Duare Sarkar) ব্যস্ত রয়েছেন কলকাতা পৌরনিগম (KMC) পরিচালিত স্কুলগুলির প্রায় 600 শিক্ষক ৷ ফলে পৌরস্কুলের (Corporation Schools) পঠনপাঠন শিকেয় উঠেছে বলে অভিযোগ ৷

Duare Sarkar camps affecting classes of Corporation Schools
Duare Sarkar: দুয়ারে সরকারে ব্যস্ত প্রায় 600 শিক্ষক, পৌরস্কুলে লাটে শিক্ষা !
author img

By

Published : Dec 5, 2022, 8:36 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে সরকারি পরিষেবা সংক্রান্ত মানুষের সমস্ত অভাব-অভিযোগ দূর করতে বদ্ধপরিকর রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ আর সেই কারণেই এবার দুয়ারে সরকারের সময়সীমা আরও বাড়ানো হয়েছে ৷ তাতে উপভোক্তারা সুবিধা পেলেও খেসারত দিতে হচ্ছে বিভিন্ন পৌরস্কুলের (Corporation Schools) পড়ুয়াদের ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের ৷

কেন একথা বলা হচ্ছে ? সূত্রের খবর, অন্য়ান্য সরকারি কর্মসূচি রূপায়নের মতো দুয়ারে সরকারের শিবিরও করা হচ্ছে স্কুলশিক্ষকদের সহযোগিতা ৷ দুয়ারে সরকার সচল রাখতে ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) পরিচালিত স্কুলগুলি থেকে প্রায় 600 শিক্ষককে তুলে নেওয়া হয়েছে ৷ এদিকে, করোনার প্রকোপ কমায় সবেমাত্র স্কুলগুলিতে পঠনপাঠন শুরু হয়েছিল ৷ কিন্তু, শিক্ষকরা দুয়ারে সরকার নিয়ে ব্যস্ত থাকায় পৌরস্কুলগুলি পড়াশোনা লাটে উঠেছে !

আরও পড়ুন: দুয়ারে সরকার কতটা সুরাহা করছে সাধারণ মানুষের, জানতে বৈঠকে মুখ্যসচিব

কেএমসি (KMC) সূত্রে খবর, গত কয়েক বছর পৌরস্কুলগুলিতে স্থায়ী শিক্ষক পদে তেমন কোনও নিয়োগ হয়নি ৷ এই মুহূর্তে কেএমসি পরিচালিত স্কুলগুলিতে সব মিলিয়ে প্রায় 700 স্থায়ী শিক্ষক এবং আনুমানিক 100 জন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন ৷ এর মধ্য়ে দুয়ারে সরকারের শিবিরের দায়িত্ব রয়েছেন প্রায় 600 শিক্ষক ! এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, পৌরস্কুলগুলিতে এই মুহূর্তে পঠনপাঠনের কী হাল ! কোনও স্কুলে একজন, তো কোনও স্কুলে দু'জন শিক্ষক কোনও মতে সমস্ত ক্লাস সামাল দেওয়ার চেষ্টা করছেন ! যা কার্যত অসম্ভব বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "ডিসেম্বরের শুরুতে অনেক শিক্ষককেই দুয়ারে সরকার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাই এখন আর খুব বেশি সমস্যা নেই ৷ আমরা বিষয়টি ইতিমধ্যেই কর্তৃপক্ষককে জানিয়েছি, যাতে শিক্ষকদের দ্রুত দুয়ারে সরকার থেকে 'রিলিজ' করে দেওয়া হয় ৷"

কলকাতা, 5 ডিসেম্বর: রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে সরকারি পরিষেবা সংক্রান্ত মানুষের সমস্ত অভাব-অভিযোগ দূর করতে বদ্ধপরিকর রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ আর সেই কারণেই এবার দুয়ারে সরকারের সময়সীমা আরও বাড়ানো হয়েছে ৷ তাতে উপভোক্তারা সুবিধা পেলেও খেসারত দিতে হচ্ছে বিভিন্ন পৌরস্কুলের (Corporation Schools) পড়ুয়াদের ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের ৷

কেন একথা বলা হচ্ছে ? সূত্রের খবর, অন্য়ান্য সরকারি কর্মসূচি রূপায়নের মতো দুয়ারে সরকারের শিবিরও করা হচ্ছে স্কুলশিক্ষকদের সহযোগিতা ৷ দুয়ারে সরকার সচল রাখতে ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) পরিচালিত স্কুলগুলি থেকে প্রায় 600 শিক্ষককে তুলে নেওয়া হয়েছে ৷ এদিকে, করোনার প্রকোপ কমায় সবেমাত্র স্কুলগুলিতে পঠনপাঠন শুরু হয়েছিল ৷ কিন্তু, শিক্ষকরা দুয়ারে সরকার নিয়ে ব্যস্ত থাকায় পৌরস্কুলগুলি পড়াশোনা লাটে উঠেছে !

আরও পড়ুন: দুয়ারে সরকার কতটা সুরাহা করছে সাধারণ মানুষের, জানতে বৈঠকে মুখ্যসচিব

কেএমসি (KMC) সূত্রে খবর, গত কয়েক বছর পৌরস্কুলগুলিতে স্থায়ী শিক্ষক পদে তেমন কোনও নিয়োগ হয়নি ৷ এই মুহূর্তে কেএমসি পরিচালিত স্কুলগুলিতে সব মিলিয়ে প্রায় 700 স্থায়ী শিক্ষক এবং আনুমানিক 100 জন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন ৷ এর মধ্য়ে দুয়ারে সরকারের শিবিরের দায়িত্ব রয়েছেন প্রায় 600 শিক্ষক ! এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, পৌরস্কুলগুলিতে এই মুহূর্তে পঠনপাঠনের কী হাল ! কোনও স্কুলে একজন, তো কোনও স্কুলে দু'জন শিক্ষক কোনও মতে সমস্ত ক্লাস সামাল দেওয়ার চেষ্টা করছেন ! যা কার্যত অসম্ভব বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "ডিসেম্বরের শুরুতে অনেক শিক্ষককেই দুয়ারে সরকার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাই এখন আর খুব বেশি সমস্যা নেই ৷ আমরা বিষয়টি ইতিমধ্যেই কর্তৃপক্ষককে জানিয়েছি, যাতে শিক্ষকদের দ্রুত দুয়ারে সরকার থেকে 'রিলিজ' করে দেওয়া হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.