ETV Bharat / state

35 কোটি টাকার মাদক উদ্ধার কলকাতায়

কলকাতার তপসিয়া থানার এলাকা থেকে 35 কোটি টাকার মাদক দ্রব্য় উদ্ধার করল পুলিশ ৷ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় 7 কেজিরও বেশি ৷

Drug
কলকাতায় মাদক উদ্ধার
author img

By

Published : Mar 26, 2021, 1:04 PM IST

কলকাতা, 26 মার্চ : প্রায় 35 কোটি টাকার মাদক দ্রব্য় উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ গোয়েন্দারা ৷ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু‘জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনাটি তপসিয়া থানা এলাকার বেরিয়াল গ্রাউন্ডের কাছে ৷

কী ঘটেছিল

গোপন সূত্রে মাদক দ্রব্য় পাচারের খবর পুলিশের কানে আসে ৷ সেইমতো গতকাল সকাল সাড়ে 4টে নাগাদ তপসিয়া থানা এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ ৷ হিন্দু বেরিয়াল গ্রাউন্ডের কাছে একটি মোটর বাইককে আটক করা হয় ৷ ওই বাইকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য় উদ্ধার করা হয় ৷ যার বাজার দর প্রায় 35 কোটি টাকা ৷

Drugs
আকবর হোসেন

আরও পড়ুন- কাল 5 জেলার 30 কেন্দ্রে ভোট, তুঙ্গে নিরাপত্তা

পুলিশ জানিয়েছে, মোট 7 কেজি 100 গ্রাম মাদক দ্রব্য় উদ্ধার করা হয়েছে ৷ গ্রেফতার হওয়া দুই ব্য়ক্তির নাম আবদুল খোন্দকার এবং আকবর হোসেন ৷ আবদুল বনগাঁর বাসিন্দা এবং অপরজন বেনিয়াপুকুরের বাসিন্দা হলেও তাঁরা বাড়িতে থাকতেন না ৷ প্রথমজন টিটাগড় ও অপরজন এন্টালিতে থাকতেন ৷

কোথা থেকে তারা এত পরিমাণ মাদক পেল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

কলকাতা, 26 মার্চ : প্রায় 35 কোটি টাকার মাদক দ্রব্য় উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ গোয়েন্দারা ৷ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু‘জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনাটি তপসিয়া থানা এলাকার বেরিয়াল গ্রাউন্ডের কাছে ৷

কী ঘটেছিল

গোপন সূত্রে মাদক দ্রব্য় পাচারের খবর পুলিশের কানে আসে ৷ সেইমতো গতকাল সকাল সাড়ে 4টে নাগাদ তপসিয়া থানা এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ ৷ হিন্দু বেরিয়াল গ্রাউন্ডের কাছে একটি মোটর বাইককে আটক করা হয় ৷ ওই বাইকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য় উদ্ধার করা হয় ৷ যার বাজার দর প্রায় 35 কোটি টাকা ৷

Drugs
আকবর হোসেন

আরও পড়ুন- কাল 5 জেলার 30 কেন্দ্রে ভোট, তুঙ্গে নিরাপত্তা

পুলিশ জানিয়েছে, মোট 7 কেজি 100 গ্রাম মাদক দ্রব্য় উদ্ধার করা হয়েছে ৷ গ্রেফতার হওয়া দুই ব্য়ক্তির নাম আবদুল খোন্দকার এবং আকবর হোসেন ৷ আবদুল বনগাঁর বাসিন্দা এবং অপরজন বেনিয়াপুকুরের বাসিন্দা হলেও তাঁরা বাড়িতে থাকতেন না ৷ প্রথমজন টিটাগড় ও অপরজন এন্টালিতে থাকতেন ৷

কোথা থেকে তারা এত পরিমাণ মাদক পেল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.