ETV Bharat / state

কলেজ ছাত্রকে মাদক বিক্রি করতে এসে ধৃত ব্যবসায়ী - drug peddler

কলেজ পড়ুয়াকে মাদক বিক্রি করতে এসে ধরা পড়ল একজন । মাদক ব্যবসায়ীদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা শহরের নামী স্কুল ও কলেজ পড়ুয়ারা । দিন কয়েক আগে যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে পাকড়াও করা হয়েছিল এক মাদক ব্যবসায়ীকে । ইউনিভার্সিটি পড়ুয়াদের মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ে সে ।

ধৃৃত ব্যক্তি
author img

By

Published : Jul 25, 2019, 7:16 AM IST

কলকাতা, 25 জুলাই: মাদক ব্যবসায়ীদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা শহরের নামী স্কুল ও কলেজ পড়ুয়ারা । দিন কয়েক আগে যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে পাকড়াও করা হয়েছিল এক মাদক ব্যবসায়ীকে । ইউনিভার্সিটি পড়ুয়াদের মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ে সে । পরে পার্ক স্ট্রিটের নামী স্কুল । সেখানে স্কুল পড়ুয়াদের মাদক বিক্রি করতে এসেছিল একজন । সাদা পোশাকের পুলিশ অপেক্ষা করছিল সেখানে । স্কুল পড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় বমাল ধরা হয় ওই মাদক ব্যবসায়ীকে । ফের গতকাল কলেজ পড়ুয়াকে মাদক বিক্রি করতে এসে ধরা পড়ল একজন ।

Drug
উদ্ধার হওয়া মাদক

কোনও একটা নির্দিষ্ট জায়গায় নয়, মাদক ব্যবসায়ীরা ধরেছে অন্য পথ । ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর । ফোন করলেই হোম ডেলিভারির মতো পৌঁছে দেওয়া হচ্ছে মাদক । সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি নারকটিকস সেল খবর পায়, শরৎ বোস রোডের আশপাশে চলছে এমন এক চক্র । এই চক্রটির টার্গেটে আছে পড়ুয়ারা । সোর্স মারফত পুলিশ খবর পায়, অর্ডার পেলেই বাইকে করে এসে পড়ুয়াদের হাতে মাদক তুলে দিয়ে যায় ব্যবসায়ীরা । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । আর তাতেই হল পরদা ফাঁস । শরৎ বোস রোডের উপর ন্যাশনাল হাইস্কুলের সামনে আসে 26 বছরের দীপ বৈদ্য । অভিযোগ, সঙ্গে ছিল তিন কেজি গাঁজা । সেগুলি বিক্রিযোগ্য প্যাকেট বন্দি করে আনা হয়েছিল । প্রত্যেকটি প্যাকেটে ছিল দশ গ্রাম করে গাঁজা ।

যেভাবে স্কুল কলেজের পড়ুয়াদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র তা কপালে ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আরও চালানো হবে ।

কলকাতা, 25 জুলাই: মাদক ব্যবসায়ীদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা শহরের নামী স্কুল ও কলেজ পড়ুয়ারা । দিন কয়েক আগে যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে পাকড়াও করা হয়েছিল এক মাদক ব্যবসায়ীকে । ইউনিভার্সিটি পড়ুয়াদের মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ে সে । পরে পার্ক স্ট্রিটের নামী স্কুল । সেখানে স্কুল পড়ুয়াদের মাদক বিক্রি করতে এসেছিল একজন । সাদা পোশাকের পুলিশ অপেক্ষা করছিল সেখানে । স্কুল পড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় বমাল ধরা হয় ওই মাদক ব্যবসায়ীকে । ফের গতকাল কলেজ পড়ুয়াকে মাদক বিক্রি করতে এসে ধরা পড়ল একজন ।

Drug
উদ্ধার হওয়া মাদক

কোনও একটা নির্দিষ্ট জায়গায় নয়, মাদক ব্যবসায়ীরা ধরেছে অন্য পথ । ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর । ফোন করলেই হোম ডেলিভারির মতো পৌঁছে দেওয়া হচ্ছে মাদক । সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি নারকটিকস সেল খবর পায়, শরৎ বোস রোডের আশপাশে চলছে এমন এক চক্র । এই চক্রটির টার্গেটে আছে পড়ুয়ারা । সোর্স মারফত পুলিশ খবর পায়, অর্ডার পেলেই বাইকে করে এসে পড়ুয়াদের হাতে মাদক তুলে দিয়ে যায় ব্যবসায়ীরা । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । আর তাতেই হল পরদা ফাঁস । শরৎ বোস রোডের উপর ন্যাশনাল হাইস্কুলের সামনে আসে 26 বছরের দীপ বৈদ্য । অভিযোগ, সঙ্গে ছিল তিন কেজি গাঁজা । সেগুলি বিক্রিযোগ্য প্যাকেট বন্দি করে আনা হয়েছিল । প্রত্যেকটি প্যাকেটে ছিল দশ গ্রাম করে গাঁজা ।

যেভাবে স্কুল কলেজের পড়ুয়াদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র তা কপালে ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আরও চালানো হবে ।

Intro:কলকাতা, 25 জুলাই: মাদক ব্যবসায়ীদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা শহরের নামি স্কুল এবং কলেজ পড়ুয়ারা। দিন কয়েক আগে যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে পাকড়াও করা হয়েছিল এক মাদক ব্যবসায়ীকে। ইউনিভার্সিটি পড়ুয়াদের মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ে সে। পরে পার্ক স্ট্রিটের নামী স্কুল। সেখানে স্কুল পড়ুয়াদের মাদক বিক্রি করতে এসেছিল একজন। সাদা পোশাকের পুলিশ অপেক্ষা করছিল সেখানে। স্কুলপড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় বমাল ধরা হয় ওই মাদক ব্যবসায়ীকে। ফেব আজ কলেজ পড়ুয়াকে মাদক বিক্রি করতে এসে ধরা পরল একজন।Body:কোন একটা নির্দিষ্ট জায়গায় নয়, মাদক ব্যবসায়ীরা ধরেছে অন্য পথ। ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর। ফোন করলেই হোম ডেলিভারির মত পৌঁছে দেওয়া হচ্ছে মাদক। সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি নারকটিকস সেল খবর পায়, শরৎ বোস রোডের আশেপাশে চলছে এমন এক চক্র। এই চক্রটির টার্গেটে আছে পড়ুয়ারা। সোর্স মারফত পুলিশ খবর পায়, অর্ডার পেলেই বাইকে করে এসে পড়ুয়াদের হাতে মাদক তুলে দিয়ে যায় ব্যবসায়ীরা। সেই মতো চালানো হচ্ছিল নজরদারি। আর তাতেই হলো পর্দা ফাঁস। শরৎ বোস রোডের উপর ন্যাশনাল হাই স্কুলের সামনে আসে 26 বছরের দীপ বৈদ্য। অভিযোগ, সঙ্গে ছিল ৩ কেজি গাঁজা। সেগুলি বিক্রিযোগ্য প্যাকেট বন্দি করে আনা হয়েছিল। প্রত্যেকটি প্যাকেটে ছিল দশ গ্রাম করে গাঁজা। Conclusion:যেভাবে স্কুল কলেজের পড়ুয়াদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র তা কপালে ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আরো চালানো হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.