ETV Bharat / state

Prez Murmu on Drug Addiction: 'মাদকাসক্তি শেষ করে দিচ্ছে যুবসমাজকে', কলকাতায় উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির - President Droupadi Murmu

President Droupadi Murmu on Drug Addiction: মাদক দ্রব্যের ব্যবহার যুবসমাজ শেষ করে দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ কলকাতায় ব্রহ্মকুমারীর অনুষ্ঠান ‘আমার বাংলা নেশামুক্ত বাংলা’র সূচনা করেন রাষ্ট্রপতি ।

Prez Murmu on Drug Addiction
কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
author img

By

Published : Aug 17, 2023, 8:00 PM IST

Updated : Aug 17, 2023, 11:00 PM IST

কলকাতা, 17 অগস্ট: মাদক দ্রব্যের সেবন সমাজে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে । মাদক দ্রব্য ব্যবহারের ফলে নতুন প্রজন্ম দিকভ্রষ্ট হয়ে পড়ছে । কলকাতায় আজ এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাজভবনে নেশামুক্তি অভিযান প্রচারের সূচনা অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন রাষ্ট্রপতি ।

আজ কলকাতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রহ্মকুমারীর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজভবনে পৌঁছন । মাদক দ্রব্য সেবন এবং তার কুফল নিয়ে ব্রহ্মকুমারীর অনুষ্ঠান ‘আমার বাংলা নেশামুক্ত বাংলা’র সূচনা করেন রাষ্ট্রপতি । রাষ্ট্রপতি ও রাজপাল সিভি আনন্দ বসু ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

Prez Murmu on Drug Addiction
কলকাতায় উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির

ব্রহ্মকুমারীর প্রচার অভিযানের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, মাদক দ্রব্যের সেবন দেশ ও সমাজের জন্য যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে । নেশার প্রভাবে যুবসমাজ তাদের জীবনে সঠিক দিশা হারিয়ে ফেলছে । তারা দিকভ্রষ্ট হয়ে পড়ছে । দেশ এবং সমাজের কাছে এটা অত্যন্ত চিন্তার বিষয় ও দুর্ভাগ্যজনক । এই সমস্যার সমাধান করতে হলে সমাজের সবাইকে একযোগে লড়াই করতে হবে বলে বার্তা দেন রাষ্ট্রপতি ।

রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় সচেতনতা, ধ্যান, সামাজিক সহমর্মিতা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব । দ্রৌপদী মুর্মু এই ধরনের সমস্যা নিয়ে আলোচনা ও এর মোকাবিলায় কাজ করার জন্য ব্রহ্মকুমারীর মতো সংস্থাগুলির প্রশংসা করেন ।

আরও পড়ুন: রণতরী নির্মাণে আত্মনির্ভর হচ্ছে ভারত, কলকাতায় আইএনএস বিন্ধ্যগিরি সূচনা করে বললেন রাষ্ট্রপতি

তিনি এও বলেন যে, নেশায় আসক্তি মানসিক উদ্বেগ ও আশপাশের চাপ থেকে তৈরি হয় । মাদক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । এই নেশা থেকে আরও অন্যান্য অনেক সমস্যার সৃষ্টি হয় । যিনি মাদক সেবন করছেন, শুধু তিনিই নন, তাঁর বন্ধু ও পুরো পরিবার তাঁর জন্য সমস্যার সম্মুখীন হন ।

যুব সমাজের প্রতি বার্তা দিয়ে রাষ্ট্রপতি বলেন যে, যদি কেউ জানতে পারেন তাঁর কোনও বন্ধু বা পরিজন মাদকাসক্ত হয়ে পড়েছেন, তাহলে তা অবিলম্বে পরিবারের নজরে আনতে হবে । রাষ্ট্রপতি মাদকাসক্তদের নিজেদের জীবন নষ্ট না করার আহ্বান জানান ।

তিনি বলেন যে, তাঁরা যদি কোনও মানসিক চাপে থাকেন, তবে বন্ধু, পরিবার এবং পরিজনের বা কোনও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন । সদিচ্ছা থাকলে এমন কোনও সমস্যা নেই, যা মোকাবিলা করা সম্ভব নয় । রাষ্ট্রপতি বলেন, অসামাজিক ব্যক্তিরা মাদক ব্যবহার ও এই নেশার সুযোগ গ্রহণ করেন ।

রাষ্ট্রপতি মুর্মুর কথায়, মাদক কিনতে যে অর্থ খরচ হয়, তা নানা ধরনের অপরাধমূলক কাজে ব্যয় করা হয় । মাদকাসক্ত ব্যক্তিরা তাঁদের নিজেদের, সমাজের এবং দেশের স্বার্থের কথা ভেবে যেন এই অভ্যাস পরিত্যাগ করেন, এই আবেদন করেন তিনি ।

রাষ্ট্রপতি বলেন, যুবসম্প্রদায় সবচেয়ে মূল্যবান সম্পদ । ভবিষ্যৎ গড়ার কাজে তাঁদের সময় ও শক্তি ব্যয় করা উচিত ৷ কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে, তা না করে তাঁরা নেশার কবলে পড়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছেন । পড়ুয়ারা ভুল পথে চালিত হচ্ছে কি না তা দেখার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানেরও রয়েছে । এই ধরনের কোনও কিছু নজরে এলে দ্রুত পদক্ষেপ করা উচিত বলে উল্লেখ করেন দ্রৌপদী মুর্মু ।

কলকাতা, 17 অগস্ট: মাদক দ্রব্যের সেবন সমাজে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে । মাদক দ্রব্য ব্যবহারের ফলে নতুন প্রজন্ম দিকভ্রষ্ট হয়ে পড়ছে । কলকাতায় আজ এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাজভবনে নেশামুক্তি অভিযান প্রচারের সূচনা অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন রাষ্ট্রপতি ।

আজ কলকাতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রহ্মকুমারীর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজভবনে পৌঁছন । মাদক দ্রব্য সেবন এবং তার কুফল নিয়ে ব্রহ্মকুমারীর অনুষ্ঠান ‘আমার বাংলা নেশামুক্ত বাংলা’র সূচনা করেন রাষ্ট্রপতি । রাষ্ট্রপতি ও রাজপাল সিভি আনন্দ বসু ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

Prez Murmu on Drug Addiction
কলকাতায় উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির

ব্রহ্মকুমারীর প্রচার অভিযানের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, মাদক দ্রব্যের সেবন দেশ ও সমাজের জন্য যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে । নেশার প্রভাবে যুবসমাজ তাদের জীবনে সঠিক দিশা হারিয়ে ফেলছে । তারা দিকভ্রষ্ট হয়ে পড়ছে । দেশ এবং সমাজের কাছে এটা অত্যন্ত চিন্তার বিষয় ও দুর্ভাগ্যজনক । এই সমস্যার সমাধান করতে হলে সমাজের সবাইকে একযোগে লড়াই করতে হবে বলে বার্তা দেন রাষ্ট্রপতি ।

রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় সচেতনতা, ধ্যান, সামাজিক সহমর্মিতা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব । দ্রৌপদী মুর্মু এই ধরনের সমস্যা নিয়ে আলোচনা ও এর মোকাবিলায় কাজ করার জন্য ব্রহ্মকুমারীর মতো সংস্থাগুলির প্রশংসা করেন ।

আরও পড়ুন: রণতরী নির্মাণে আত্মনির্ভর হচ্ছে ভারত, কলকাতায় আইএনএস বিন্ধ্যগিরি সূচনা করে বললেন রাষ্ট্রপতি

তিনি এও বলেন যে, নেশায় আসক্তি মানসিক উদ্বেগ ও আশপাশের চাপ থেকে তৈরি হয় । মাদক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । এই নেশা থেকে আরও অন্যান্য অনেক সমস্যার সৃষ্টি হয় । যিনি মাদক সেবন করছেন, শুধু তিনিই নন, তাঁর বন্ধু ও পুরো পরিবার তাঁর জন্য সমস্যার সম্মুখীন হন ।

যুব সমাজের প্রতি বার্তা দিয়ে রাষ্ট্রপতি বলেন যে, যদি কেউ জানতে পারেন তাঁর কোনও বন্ধু বা পরিজন মাদকাসক্ত হয়ে পড়েছেন, তাহলে তা অবিলম্বে পরিবারের নজরে আনতে হবে । রাষ্ট্রপতি মাদকাসক্তদের নিজেদের জীবন নষ্ট না করার আহ্বান জানান ।

তিনি বলেন যে, তাঁরা যদি কোনও মানসিক চাপে থাকেন, তবে বন্ধু, পরিবার এবং পরিজনের বা কোনও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন । সদিচ্ছা থাকলে এমন কোনও সমস্যা নেই, যা মোকাবিলা করা সম্ভব নয় । রাষ্ট্রপতি বলেন, অসামাজিক ব্যক্তিরা মাদক ব্যবহার ও এই নেশার সুযোগ গ্রহণ করেন ।

রাষ্ট্রপতি মুর্মুর কথায়, মাদক কিনতে যে অর্থ খরচ হয়, তা নানা ধরনের অপরাধমূলক কাজে ব্যয় করা হয় । মাদকাসক্ত ব্যক্তিরা তাঁদের নিজেদের, সমাজের এবং দেশের স্বার্থের কথা ভেবে যেন এই অভ্যাস পরিত্যাগ করেন, এই আবেদন করেন তিনি ।

রাষ্ট্রপতি বলেন, যুবসম্প্রদায় সবচেয়ে মূল্যবান সম্পদ । ভবিষ্যৎ গড়ার কাজে তাঁদের সময় ও শক্তি ব্যয় করা উচিত ৷ কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে, তা না করে তাঁরা নেশার কবলে পড়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছেন । পড়ুয়ারা ভুল পথে চালিত হচ্ছে কি না তা দেখার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানেরও রয়েছে । এই ধরনের কোনও কিছু নজরে এলে দ্রুত পদক্ষেপ করা উচিত বলে উল্লেখ করেন দ্রৌপদী মুর্মু ।

Last Updated : Aug 17, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.