ETV Bharat / state

গাড়ি চালাতে চালাতে সুখটান, চালককে ছুটিতে পাঠিয়ে সবক শেখালেন বাস মালিক - Smoking

Smoking on Duty: বাস চালাতে চালাতে ধূমপান করছিলেন চালক ৷ এতে যাত্রীদের অসুবিধে হলেও তাতে তিনি কোনও ভ্রূক্ষেপ করেননি ৷ এই খবর পেয়েই তাঁকে ছুটিতে পাঠালেন কর্তৃপক্ষ ৷ আর কী সাজা দেওয়া হল ?

ETV Bharat
বাস চালানোর সময় ধূমপান করছিলেন চালক
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 3:50 PM IST

Updated : Jan 16, 2024, 5:25 PM IST

বাস চালানোর সময় ধূমপান করছিলেন বাসচালক

ধূলাগড়, 16 জানুয়ারি: বাস চালাতে চালাতে ধূমপান করেই যাচ্ছেন চালক ৷ ধূলাগড় থেকে দক্ষিণেশ্বর রুটের একটি বাসে উঠে এরকমই একটি ঘটনার সাক্ষী হন এক যাত্রী ৷ তিনি দেখেন যাত্রী ঠাসা বাসে চালক কোনও রকম দ্বিধাবোধ না-করেই ধূমপান করে যাচ্ছেন ৷ এমনকী চালকের কেবিনে বহু মহিলা এবং স্কুল ফেরত শিশুরাও ছিল ৷ যাত্রীদের ধোঁয়ায় সমস্যা হচ্ছিল ৷ চালকের কেবিনে বসে থাকা এক মহিলা যাত্রী সেই ধোঁয়া ও গন্ধ সহ্য করতে না পেরে মাস্ক পরে নেন ৷ তা সত্ত্বেও নির্বিকার চালক ৷

এরপর ওই রুটের কার্যকর্তাদের সঙ্গে ওই যাত্রী যোগাযোগ করেন ৷ তিনি পুরো বিষয়টি ভিডিয়ো সমেত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানান ৷ এরপরে সেই চালকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় ৷ কার্যকর্তা বিষয়টি ওই রুটের মূল সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়কে জানালে দ্রুত পদক্ষেপ করেন তিনি ৷

রাহুল চট্টোপাধ্যায় জানান, এই ঘটনার পর অবিলম্বে ওই চালককে সাত দিনের জন্য কাজ থেকে ছুটি দেওয়া হয় ৷ শুধু তাই নয়, তাঁকে একটি অভিনব দায়িত্বও দেওয়া হয় ৷ তিনি যত দিন না-পর্যন্ত কাজে ফিরছেন, ততদিন অন্য যে চালক এবং কর্মীরা রয়েছেন, তাঁদের মধ্যে তিনি প্রচার করবেন যে গাড়ি চালানোর সময় ধূমপান বা মাদক সেবন গর্হিত ও আইন বিরুদ্ধ অপরাধ ৷

রাহুল আরও জানান, ধূমপানের ঘটনায় চালক নিজেও অনুতপ্ত ৷ এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ, যেখানেই এই ধরনের অপরাধমূলক কাজ চোখে পড়বে, সেটা বাসের কর্মকর্তা এবং সংগঠনের দৃষ্টি গোচর করবেন ৷ যাত্রী সুরক্ষার জন্য ইতিমধ্যে অনেক কড়া হয়েছে রাজ্য সরকার ৷ জরিমানার অঙ্কও বেড়েছে অনেকগুণ ৷ আর স্টিয়ারিং ধরে ধূমপান করতে গিয়ে ধরা পড়লে, তা আইনি অপরাধ ৷ দিতে হবে তার বড়সড়ো জরিমানাও ৷ শুধু চালকদেরই সচেতন হলে হবে না ৷ আইন রয়েছে তবে তার বাস্তবায়নে প্রশাসনকেও যথেষ্ট দায়িত্বশীল হতে হবে ৷ যা এই ক্ষেত্রে দেখা যায়নি। শুধু আইন প্রণয়ন করা নয়, আইন প্রয়োগে নিশ্চয়তা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় ৷ তবুও সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ধরনের দৃশ্য মাঝে মধ্যেই চোখে পড়ে ৷

আরও পড়ুন:

  1. ধূমপায়ীরা সাবধান ! ট্রেনে লুকিয়ে সুখটান দিলেই বাজবে অ্যালার্ম, থেমে যাবে ট্রেন
  2. কর্মক্ষেত্রে অতিরিক্ত ধূমপান স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়
  3. স্কুলেই ধূমপান ! শিক্ষকের কাছে অভিযোগ করায় পিটিয়ে মারা হল ছাত্রকে

বাস চালানোর সময় ধূমপান করছিলেন বাসচালক

ধূলাগড়, 16 জানুয়ারি: বাস চালাতে চালাতে ধূমপান করেই যাচ্ছেন চালক ৷ ধূলাগড় থেকে দক্ষিণেশ্বর রুটের একটি বাসে উঠে এরকমই একটি ঘটনার সাক্ষী হন এক যাত্রী ৷ তিনি দেখেন যাত্রী ঠাসা বাসে চালক কোনও রকম দ্বিধাবোধ না-করেই ধূমপান করে যাচ্ছেন ৷ এমনকী চালকের কেবিনে বহু মহিলা এবং স্কুল ফেরত শিশুরাও ছিল ৷ যাত্রীদের ধোঁয়ায় সমস্যা হচ্ছিল ৷ চালকের কেবিনে বসে থাকা এক মহিলা যাত্রী সেই ধোঁয়া ও গন্ধ সহ্য করতে না পেরে মাস্ক পরে নেন ৷ তা সত্ত্বেও নির্বিকার চালক ৷

এরপর ওই রুটের কার্যকর্তাদের সঙ্গে ওই যাত্রী যোগাযোগ করেন ৷ তিনি পুরো বিষয়টি ভিডিয়ো সমেত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানান ৷ এরপরে সেই চালকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় ৷ কার্যকর্তা বিষয়টি ওই রুটের মূল সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়কে জানালে দ্রুত পদক্ষেপ করেন তিনি ৷

রাহুল চট্টোপাধ্যায় জানান, এই ঘটনার পর অবিলম্বে ওই চালককে সাত দিনের জন্য কাজ থেকে ছুটি দেওয়া হয় ৷ শুধু তাই নয়, তাঁকে একটি অভিনব দায়িত্বও দেওয়া হয় ৷ তিনি যত দিন না-পর্যন্ত কাজে ফিরছেন, ততদিন অন্য যে চালক এবং কর্মীরা রয়েছেন, তাঁদের মধ্যে তিনি প্রচার করবেন যে গাড়ি চালানোর সময় ধূমপান বা মাদক সেবন গর্হিত ও আইন বিরুদ্ধ অপরাধ ৷

রাহুল আরও জানান, ধূমপানের ঘটনায় চালক নিজেও অনুতপ্ত ৷ এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ, যেখানেই এই ধরনের অপরাধমূলক কাজ চোখে পড়বে, সেটা বাসের কর্মকর্তা এবং সংগঠনের দৃষ্টি গোচর করবেন ৷ যাত্রী সুরক্ষার জন্য ইতিমধ্যে অনেক কড়া হয়েছে রাজ্য সরকার ৷ জরিমানার অঙ্কও বেড়েছে অনেকগুণ ৷ আর স্টিয়ারিং ধরে ধূমপান করতে গিয়ে ধরা পড়লে, তা আইনি অপরাধ ৷ দিতে হবে তার বড়সড়ো জরিমানাও ৷ শুধু চালকদেরই সচেতন হলে হবে না ৷ আইন রয়েছে তবে তার বাস্তবায়নে প্রশাসনকেও যথেষ্ট দায়িত্বশীল হতে হবে ৷ যা এই ক্ষেত্রে দেখা যায়নি। শুধু আইন প্রণয়ন করা নয়, আইন প্রয়োগে নিশ্চয়তা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় ৷ তবুও সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ধরনের দৃশ্য মাঝে মধ্যেই চোখে পড়ে ৷

আরও পড়ুন:

  1. ধূমপায়ীরা সাবধান ! ট্রেনে লুকিয়ে সুখটান দিলেই বাজবে অ্যালার্ম, থেমে যাবে ট্রেন
  2. কর্মক্ষেত্রে অতিরিক্ত ধূমপান স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়
  3. স্কুলেই ধূমপান ! শিক্ষকের কাছে অভিযোগ করায় পিটিয়ে মারা হল ছাত্রকে
Last Updated : Jan 16, 2024, 5:25 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.