ETV Bharat / state

চিকিৎসকের অভাব, বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ স্থগিত কলকাতা পৌরনিগমের - kolkata

পর্যাপ্ত ডাক্তার নেই, বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকাকরণ তাই আপাতত স্থগিত করল কলকাতা পৌরনিগম ৷ আজ এমনটাই জানালেন পৌর প্রশাসক ফিরহাদ হাকিম ৷

বাড়ি গিয়ে টিকাকরণে ধাক্কা কলকাতা পৌরনিগমের
বাড়ি গিয়ে টিকাকরণে ধাক্কা কলকাতা পৌরনিগমের
author img

By

Published : Jun 12, 2021, 9:11 PM IST

কলকাতা, 12জুন: ডাক্তারের অভাবে বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু করতে পারছে না কলকাতা পৌরনিগম । এদিন একথা স্বীকার করে নিলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । চিকিৎসকের অভাবেই ভ্যাক্সিনেশন অন কল শুরু করতে পারছে না পৌরনিগম । রাজ্য স্বাস্থ্য দফতরের গাইডলাইন অনুযায়ী করোনার টিকা দিতে হবে চিকিৎসকের উপস্থিতিতে । কিন্তু পর্যাপ্ত ডাক্তার না থাকায় বাড়ি গিয়ে এখনই করোনার টিকাকরণ শুরু করতে পারছে না কলকাতা পৌরনিগম ।

এদিন পৌর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাড়িতে গিয়ে টিকা দিতে গেলে একজন ডাক্তারকে 30 মিনিট অপেক্ষা করতে হবে । যাতায়াতে আরও একঘণ্টা সময় লাগবে চিকিৎসকের । তাই একজন ডাক্তার দিনে ছ'টির বেশি টিকাকরণ করতে পারবেন না । পৌর স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক একদিনে 500 জনকে করোনার টিকা দিচ্ছেন । তাই পৌর স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনার টিকাকরণ করতে চায় কলকাতা পৌরনিগম । বেশিরভাগ মানুষের টিকাকরণ শেষ হলে তবে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা সম্ভব বলে জানিয়েছেন পৌর প্রশাসক ।

এই মুহূর্তে বাড়ির যে সকল সদস্যরা প্রত্যেকদিন কাজের সূত্রে রাস্তায় বের হচ্ছেন, তাঁদের আগে টিকাকরণ করাটাই লক্ষ্য সরকারের । প্রবীণ নাগরিক, যাঁরা বাড়িতেই থাকছেন তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম । তাই পরে তাঁদের টিকাকরণ নিয়ে ভাবনা চিন্তা করবে কলকাতা পৌরনিগম ।

কলকাতা, 12জুন: ডাক্তারের অভাবে বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু করতে পারছে না কলকাতা পৌরনিগম । এদিন একথা স্বীকার করে নিলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । চিকিৎসকের অভাবেই ভ্যাক্সিনেশন অন কল শুরু করতে পারছে না পৌরনিগম । রাজ্য স্বাস্থ্য দফতরের গাইডলাইন অনুযায়ী করোনার টিকা দিতে হবে চিকিৎসকের উপস্থিতিতে । কিন্তু পর্যাপ্ত ডাক্তার না থাকায় বাড়ি গিয়ে এখনই করোনার টিকাকরণ শুরু করতে পারছে না কলকাতা পৌরনিগম ।

এদিন পৌর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাড়িতে গিয়ে টিকা দিতে গেলে একজন ডাক্তারকে 30 মিনিট অপেক্ষা করতে হবে । যাতায়াতে আরও একঘণ্টা সময় লাগবে চিকিৎসকের । তাই একজন ডাক্তার দিনে ছ'টির বেশি টিকাকরণ করতে পারবেন না । পৌর স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক একদিনে 500 জনকে করোনার টিকা দিচ্ছেন । তাই পৌর স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনার টিকাকরণ করতে চায় কলকাতা পৌরনিগম । বেশিরভাগ মানুষের টিকাকরণ শেষ হলে তবে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা সম্ভব বলে জানিয়েছেন পৌর প্রশাসক ।

এই মুহূর্তে বাড়ির যে সকল সদস্যরা প্রত্যেকদিন কাজের সূত্রে রাস্তায় বের হচ্ছেন, তাঁদের আগে টিকাকরণ করাটাই লক্ষ্য সরকারের । প্রবীণ নাগরিক, যাঁরা বাড়িতেই থাকছেন তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম । তাই পরে তাঁদের টিকাকরণ নিয়ে ভাবনা চিন্তা করবে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.