কলকাতা, 7 এপ্রিল : আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে । জোর দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যবিধির উপর । আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের সময় রাজ্যবাসীকে এই বার্তা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।
গতকালই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে কোরোনা মোকাবিলায় একটি উপদেষ্টা কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যথাসময়ে ভিডিয়ো কনফারেন্স শুরু হয় । নোবেলজয়ীর সঙ্গে রাজ্যের নানা দিক নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এরপরই স্কটল্যান্ড থেকে রাজ্যবাসীকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বার্তা, "কোরোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে। মানুষের মধ্যে থেকে আতঙ্ক দূর করতে হবে। "
কোরোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্যবাসীকে কয়েকটি পরামর্শও দেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "সবাইকে মাস্ক পরতে হবে। মুখে-চোখে হাত দেওয়া যাবে না। পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দিতে হবে । "
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাতে নিয়মিত বৈঠক করা যায় সেজন্য মুখ্যসচিবকে নির্দিষ্ট সময় বের করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী । অবশেষে বৈঠকে যোগ দেওয়ার জন্য নোবেলজয়ীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন "ভালো থাকবেন।" অভিজিৎবাবুও বলেন, "আমি গৃহবন্দী। আপনি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আপনার জন্য চিন্তা হয়।"