ETV Bharat / state

ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের বিরুদ্ধে সরব চিকিৎসকরা - Doctors

NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) বিল আইনে পরিণত হলে সাধারণ মানুষের উপর কতটা বিরূপ প্রভাব পড়বে, সে সব বিষয়ে প্রচার করছেন চিকিৎসকদের একাংশ ৷

NMC
author img

By

Published : Aug 9, 2019, 10:31 AM IST

কলকাতা, 9 অগাস্ট: "শহরের জন্য ডাক্তার... হাতুড়ের উপর গ্রামের ভার । থাকে যদি টাকা কড়ি... পড়া যাবে ডাক্তারি" । NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) বিলের বিরোধিতায় এই স্লোগানকে হাতিয়ার করে প্রচারে নামল পশ্চিমবঙ্গের সরকারি ডাক্তারদের একাংশ । NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) বিল আইনে পরিণত হলে সাধারণ মানুষের উপর কতটা বিরূপ প্রভাব পড়বে, সে সব বিষয়ে প্রচার করছেন চিকিৎসকদের একাংশ ৷

গতকাল রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রচার চালিয়েছে সরকারি ডাক্তারদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল । শুধুমাত্র এই সংগঠন নয় রাজ্যের সরকারি-বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠন ও NMC বিলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ৷ NMC-র বিরুদ্ধে সাধারণ মানুষকে কীভাবে সচেতন করে তোলা যাবে, তা নিয়ে রাজ্যের জুনিয়র ডাক্তাররাও ভাবনাচিন্তা শুরু করেছে ৷


ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে NMC বিল, ২০১৯ পাশ হয়ে গিয়েছে । 29 জুলাই এই বিল লোকসভায় পাশ হওয়ার পরে, গত ৩১ জুলাই দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ৷ এরপর 1 অগাস্ট রাজ্যসভা সংশোধনের জন্য বিল লোকসভায় ফেরত পাঠায় ৷ 5 অগাষ্ট লোকসভা প্রয়োজনীয় সংশোধনের পর বিল পাশ হয় ৷

এই বিলের বিরুদ্ধে ৮ অগাস্ট IMA আবার দেশজুড়ে একদিনের কর্মবিরতির ডাক দেয় । তবে, বুধবার এই কর্মবিরতি স্থগিত রাখার কথা ঘোষণা করে IMA ৷ এ দিকে, গতকাল IMA-র এই কর্মবিরতিকে সমর্থন জানিয়েছিল রাজ্যের সরকারি, বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠন‌ । এর পাশাপাশি বিভিন্ন সংগঠন NMC-র বিরোধিতায় বিভিন্ন কর্মসূচীও রাখা হয়েছিল।

এই কর্মসূচির অঙ্গ হিসাবে গতকাল কালো ব্যাজ পড়ে পরিষেবা দেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সদস্যরা । এছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিলের বিরোধিতায় ব্যানার টাঙিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করা হয় । এদিনের এই প্রচারে এমন স্লোগান রাখা হয়েছিল, "শহরের জন্য ডাক্তার... হাতুড়ের উপর গ্রামের ভার । থাকে যদি টাকা কড়ি... পড়া যাবে ডাক্তারি"।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস সংগঠনের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "NMC বিল সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর । আমরা এই বিলের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছি৷ এর জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি ৷ এই বিলের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে আমরা ভালো সাড়া পাওয়া পেয়েছি।"

কলকাতা, 9 অগাস্ট: "শহরের জন্য ডাক্তার... হাতুড়ের উপর গ্রামের ভার । থাকে যদি টাকা কড়ি... পড়া যাবে ডাক্তারি" । NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) বিলের বিরোধিতায় এই স্লোগানকে হাতিয়ার করে প্রচারে নামল পশ্চিমবঙ্গের সরকারি ডাক্তারদের একাংশ । NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) বিল আইনে পরিণত হলে সাধারণ মানুষের উপর কতটা বিরূপ প্রভাব পড়বে, সে সব বিষয়ে প্রচার করছেন চিকিৎসকদের একাংশ ৷

গতকাল রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রচার চালিয়েছে সরকারি ডাক্তারদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল । শুধুমাত্র এই সংগঠন নয় রাজ্যের সরকারি-বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠন ও NMC বিলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ৷ NMC-র বিরুদ্ধে সাধারণ মানুষকে কীভাবে সচেতন করে তোলা যাবে, তা নিয়ে রাজ্যের জুনিয়র ডাক্তাররাও ভাবনাচিন্তা শুরু করেছে ৷


ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে NMC বিল, ২০১৯ পাশ হয়ে গিয়েছে । 29 জুলাই এই বিল লোকসভায় পাশ হওয়ার পরে, গত ৩১ জুলাই দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ৷ এরপর 1 অগাস্ট রাজ্যসভা সংশোধনের জন্য বিল লোকসভায় ফেরত পাঠায় ৷ 5 অগাষ্ট লোকসভা প্রয়োজনীয় সংশোধনের পর বিল পাশ হয় ৷

এই বিলের বিরুদ্ধে ৮ অগাস্ট IMA আবার দেশজুড়ে একদিনের কর্মবিরতির ডাক দেয় । তবে, বুধবার এই কর্মবিরতি স্থগিত রাখার কথা ঘোষণা করে IMA ৷ এ দিকে, গতকাল IMA-র এই কর্মবিরতিকে সমর্থন জানিয়েছিল রাজ্যের সরকারি, বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠন‌ । এর পাশাপাশি বিভিন্ন সংগঠন NMC-র বিরোধিতায় বিভিন্ন কর্মসূচীও রাখা হয়েছিল।

এই কর্মসূচির অঙ্গ হিসাবে গতকাল কালো ব্যাজ পড়ে পরিষেবা দেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সদস্যরা । এছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিলের বিরোধিতায় ব্যানার টাঙিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করা হয় । এদিনের এই প্রচারে এমন স্লোগান রাখা হয়েছিল, "শহরের জন্য ডাক্তার... হাতুড়ের উপর গ্রামের ভার । থাকে যদি টাকা কড়ি... পড়া যাবে ডাক্তারি"।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস সংগঠনের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "NMC বিল সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর । আমরা এই বিলের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছি৷ এর জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি ৷ এই বিলের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে আমরা ভালো সাড়া পাওয়া পেয়েছি।"

Intro:কলকাতা, ৮ অগাস্ট: "শহরের জন্য ডাক্তার... হাতুড়ের উপর গ্রামের ভার। থাকে যদি টাকা কড়ি... পড়া যাবে ডাক্তারি"। NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) বিলের বিরোধিতায় সাধারণ মানুষকে পাশে পেতে, এ বার এ ভাবেই প্রচারে নামল পশ্চিমবঙ্গের সরকারি ডাক্তারদের একাংশ। শুধুমাত্র ডাক্তার এবং মেডিকেলে পড়ুয়াদের ক্ষেত্রে নয়, এই বিল আইনে পরিণত হলে তা সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলবে, সে সব বিষয়ে প্রচার চালানো হচ্ছে এ ভাবে।
Body:বৃহস্পতিবার এ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবে প্রচার চালিয়েছে সরকারি ডাক্তারদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। তবে শুধুমাত্র সরকারি ডাক্তারদের এই সংগঠনও নয়। এ রাজ্যের সরকারি-বেসরকারি ডাক্তারদের অন্য বিভিন্ন সংগঠনের কাছেও NMC বিলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করে তোলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে অংশ নিয়েছিলেন সেখানকার জুনিয়র ডাক্তাররা। এই কর্মবিরতির সমর্থনে এ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও সামিল হয়েছিলেন। যার জেরে এ রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থা সংকটের সম্মুখীন হয়েছিল। NMC-র বিরুদ্ধে সাধারণ মানুষকে কীভাবে সচেতন করে তোলা যাবে, এই বিষয়ে এই জুনিয়র ডাক্তারদের তরফেও ভাবনা চিন্তা চলছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে NMC বিল, ২০১৯ পাস হয়ে গিয়েছে। লোকসভায় পাস হওয়ার পরে, গত ৩১ জুলাই দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর হেড কোয়ার্টার। এই কর্মবিরতিতে জরুরি এবং প্রয়োজনীয় নয়, এমন সব ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা না দেওয়ার জন্য চিকিৎসকদের আহ্বান জানানো হয়েছিল। বৃহস্পতিবার, ৮ অগাস্ট IMA-র হেড কোয়ার্টার দেশজুড়ে আবার একদিনের কর্মবিরতির ডাক দেয়। এ দিন স্বাস্থ্য ব্যবস্থার সব স্তরে পরিষেবা না দেওয়ার জন্য চিকিৎসকদের কাছে আহ্বান জানানো হয়। তবে, বুধবার এই কর্মবিরতি স্থগিত রাখার ঘোষণা করে IMA-র হেড কোয়ার্টারে। এ দিকে, বৃহস্পতিবার IMA-র এই কর্মবিরতিকে সমর্থন জানিয়েছিল এ রাজ্যের সরকারি, বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠন‌। এর পাশাপাশি কোনও কোনও সংগঠনের তরফে NMC-র বিরোধিতায় নিজস্ব কর্মসূচিও রাখা হয়েছিল।
Conclusion:এই কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার কালো ব্যাজ পড়ে পরিষেবা দেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সদস্যরা। তবে, শুধুমাত্র কালো ব্যাজ নয়। বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর সহ বিভিন্ন অংশে এই বিলের বিরোধিতায় ব্যানার টাঙিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করা হয়। এ দিনের এই প্রচারে এমন স্লোগান রাখা হয়েছিল, "শহরের জন্য ডাক্তার... হাতুড়ের উপর গ্রামের ভার। থাকে যদি টাকা কড়ি... পড়া যাবে ডাক্তারি"। শুধুমাত্র ব্যানারে নয়। এই স্লোগান ব্যাজ আকারেও এদিন ব্যবহার করেছেন সরকারি ডাক্তারদের এই সংগঠনের সদস্যরা। এই সংগঠনের সাধারণ সম্পাদক, ডাক্তার মানস গুমটা বলেন, "NMC বিল সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর। এই বিষয়টি সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এই বিলের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছে।"
_______

ছবি:
wb_kol_02a_nmc_docs_patients_pic_7203421
থেকে
wb_kol_02h_nmc_docs_patients_pic_7203421

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.