কলকাতা, 9 অগাস্ট: "শহরের জন্য ডাক্তার... হাতুড়ের উপর গ্রামের ভার । থাকে যদি টাকা কড়ি... পড়া যাবে ডাক্তারি" । NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) বিলের বিরোধিতায় এই স্লোগানকে হাতিয়ার করে প্রচারে নামল পশ্চিমবঙ্গের সরকারি ডাক্তারদের একাংশ । NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) বিল আইনে পরিণত হলে সাধারণ মানুষের উপর কতটা বিরূপ প্রভাব পড়বে, সে সব বিষয়ে প্রচার করছেন চিকিৎসকদের একাংশ ৷
গতকাল রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রচার চালিয়েছে সরকারি ডাক্তারদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল । শুধুমাত্র এই সংগঠন নয় রাজ্যের সরকারি-বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠন ও NMC বিলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ৷ NMC-র বিরুদ্ধে সাধারণ মানুষকে কীভাবে সচেতন করে তোলা যাবে, তা নিয়ে রাজ্যের জুনিয়র ডাক্তাররাও ভাবনাচিন্তা শুরু করেছে ৷
ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে NMC বিল, ২০১৯ পাশ হয়ে গিয়েছে । 29 জুলাই এই বিল লোকসভায় পাশ হওয়ার পরে, গত ৩১ জুলাই দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ৷ এরপর 1 অগাস্ট রাজ্যসভা সংশোধনের জন্য বিল লোকসভায় ফেরত পাঠায় ৷ 5 অগাষ্ট লোকসভা প্রয়োজনীয় সংশোধনের পর বিল পাশ হয় ৷
এই বিলের বিরুদ্ধে ৮ অগাস্ট IMA আবার দেশজুড়ে একদিনের কর্মবিরতির ডাক দেয় । তবে, বুধবার এই কর্মবিরতি স্থগিত রাখার কথা ঘোষণা করে IMA ৷ এ দিকে, গতকাল IMA-র এই কর্মবিরতিকে সমর্থন জানিয়েছিল রাজ্যের সরকারি, বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠন । এর পাশাপাশি বিভিন্ন সংগঠন NMC-র বিরোধিতায় বিভিন্ন কর্মসূচীও রাখা হয়েছিল।
এই কর্মসূচির অঙ্গ হিসাবে গতকাল কালো ব্যাজ পড়ে পরিষেবা দেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সদস্যরা । এছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিলের বিরোধিতায় ব্যানার টাঙিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করা হয় । এদিনের এই প্রচারে এমন স্লোগান রাখা হয়েছিল, "শহরের জন্য ডাক্তার... হাতুড়ের উপর গ্রামের ভার । থাকে যদি টাকা কড়ি... পড়া যাবে ডাক্তারি"।
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস সংগঠনের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "NMC বিল সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর । আমরা এই বিলের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছি৷ এর জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি ৷ এই বিলের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে আমরা ভালো সাড়া পাওয়া পেয়েছি।"