কলকাতা, 20 জুন : বিশ্বজুড়ে COVID-19-এর মহামারি পরিস্থিতির মধ্যে 2,545 জন চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্যে স্বাস্থ্য দপ্তর ৷ বিশাল সংখ্যক এই চিকিৎসকদের পদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে রয়েছে 1,371 জন মেডিকেল অফিসার । বাকি পদগুলিতে রয়েছেন 1,174 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO)। দুটি পদের জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ৷
সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে বিভিন্ন সময় জানানো হয়েছে, রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে চিকিৎসকের অভাব রয়েছে । তবে, শুধুমাত্র চিকিৎসক নন, এ রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে নার্সদের অভাবও রয়েছে । পর্যাপ্ত পরিমানে নেই স্বাস্থ্যকর্মীও । 17 জুন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের বৈঠকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়োগের দাবি জানানো হয় । এরপরই বিশেষজ্ঞ চিকিৎসক সহ 2,545টি পদে চিকিৎসক নিয়োগ করার বিজ্ঞপ্তি দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই চিকিৎসকদের নিয়োগ করা হবে । চিকিৎসকদের নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আগেই পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করেছে ৷
এই দুই বিজ্ঞপ্তির একটি 1,174টি পদে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগের এবং অন্যটি 1,371টি পদে মেডিকেল অফিসার (স্পেশালিস্ট) নিয়োগের ৷ 19 জুন থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে । এই দুই ক্ষেত্রে চিকিৎসক পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ সময় হিসাবে ধার্য করা হয়েছে 29 জুন, রাত আটটা । দুটি পদেই আবেদন করতে হলে আবেদনকারীকে 210 টাকা ফি হিসেবে দিতে হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এই চিকিৎসকদের অস্থায়ী পদে নিয়োগ করা হবে, তবে ভবিষ্যতে এই সব চিকিৎসককে স্থায়ী পদ দেওয়া হতে পারে। সরকারি এই চিকিৎসক পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট, www.wbhrb.in-এ। চিকিৎসকদের এই সব পদে নিয়োগের জন্য যাবতীয় নিয়মাবলী ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের বিস্তারিতভাবে জানানো হয়েছে ।