কলকাতা, 8 মে: নার্সিংহোম লাগোয়া ফ্ল্যাটের লিফট ছিঁড়ে আহত হলেন দম্পতি চিকিৎসক। জানা গিয়েছে, ওই দম্পতি চিকিৎসককে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের চোট গুরুতর। ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায়। ঘটনার পর কসবা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যদের। পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে লিফট মেরামতি এবং পরিচর্যা না-করার ফলেই লিফটের তার ছিঁড়ে পড়েছে।
জানা গিয়েছে, কসবা থানা এলাকায় ফ্ল্যাটের নীচেই একটি ছোটখাটো নার্সিংহোম চালান ওই চিকিৎসক দম্পতি। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশংকাজনক। জানা গিয়েছে, যেই ফ্ল্যাটে এই চিকিৎসক দম্পতি থাকে তার নীচের তলাতেই রয়েছে একটি ছোটখাটো নার্সিংহোম। এদিন সন্ধ্যায় উপরে উপরের ঘর থেকে লিফটে করে নীচে নামছিল ওই চিকিৎসক দম্পতি। তখনই ওই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান।
যেন উপর থেকে ভারী কোনও বস্তু নীচে পড়ে গেল। এরপরই তাঁরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে দেখেন লিফটের তার ছিঁড়ে এই বিপত্তি ঘটেছে। লিফটের মধ্যেই রক্তাক্ত অবস্থায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে চিকিৎসক দম্পতি। দম্পতিকে প্রথমে এলাকার বাসিন্দারা এবং স্থানীয় একটি ক্লাবের বেশ কয়েকজন সদস্য এবং সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা উদ্ধারের চেষ্টা করেন। পরে ভেঙে পড়া লিফটের দরজার ভিতর থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় ওই চিকিৎসক দম্পতিকে উদ্ধার করা হয়। ততক্ষণে পৌঁছে যায় কসবা থানার পুলিশ।
আরও পড়ুন: নৌকা উলটে মৃত 22, আহত বহু ; কেরলে আজ সরকারি শোক
পুলিশ এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় ওই দম্পতি চিকিৎসককে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় বাইপাস লাগোয়া একটি বেসরকারি নার্সিংহোমে। ওই মহিলা চিকিৎসকের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কসবা থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা হয়নি।