ETV Bharat / state

রাজ্যের রাস্তাঘাট না চেনায় বিপাকে কুইক রেসপন্স টিম - kolkata

আজ ষষ্ঠ দফার নির্বাচনে সেইভাবে দেখা মিলছে না QRT । সূত্রের খবর, রাস্তাঘাট চিনতে না পারার কারণেই এবার বিপাকে পড়েছে QRT ।

কুইক রেসপন্স টিম
author img

By

Published : May 12, 2019, 12:55 PM IST

Updated : May 12, 2019, 1:20 PM IST

কলকাতা, 12 মে : দায়িত্বে কম্পানির কমান্ডান্টরা । বিপাকে QRT (কুইক রেসপন্স টিম) । সকাল থেকে একের পর এক ঘটনা ঘটছে । তারপরেও সেভাবে দেখা মিলছে না QRT-র । আটটি লোকসভা কেন্দ্র থেকে এমনই অভিযোগ উঠে আসছে । সূত্রের খবর, রাস্তাঘাট চিনতে না পারার কারণেই বিপাকে পড়েছে QRT ।

চতুর্থ ও পঞ্চম দফায় বেশ সক্রিয় ছিল কুইক রেসপন্স টিম । যেখানেই অভিযোগ উঠেছিল সেখানেই পৌঁছে গেছে QRT । কিন্তু এই দফায় দেখা যাচ্ছে পুরোপুরি উলটো ছবি । কিন্তু কেন ? নির্বাচন কমিশন সূত্রের খবর, এবার QRT সামলাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর কম্পানির কমান্ডান্টরা । নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা অনুসারে 547 টি কুইক রেসপন্স টিম পরিচালনা করবে কম্পানি কমান্ডান্টরা । 108টি অতিরিক্ত কুইক রেসপন্স টিম পরিচালনা করবে অ্যাডহক কমান্ডান্টরা । সূত্রের খবর, এবার ভোট সুরক্ষার এমনই পরিকল্পনা নিয়েছিলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আর এতেই সমস্যায় পড়েছে QRT । কারণটা খুব স্বাভাবিক । ভিন রাজ্যের কমান্ডান্টদের এই রাজ্যের রাস্তাঘাট চেনার কথা নয় । কোন লোকসভা কেন্দ্রের কোন গ্রামে কীভাবে পৌঁছাতে হবে তা জানার কথা নয় । পাশাপশি একই লোকসভা কেন্দ্রের মধ্যে কাজ করছে বেশকিছু কম্পানি । তাদের কমান্ডান্টদের মধ্যে সম্বন্বয়ের দায়িত্বে কে রয়েছেন তা স্পষ্ট নয় ।

আগের দফাগুলিতে নির্বাচনে কুইক রেসপন্স টিমে আবশ্যিকভাবে থাকতেন রাজ্য পুলিশের এক বা একাধিক কর্মী । যাদের কাছে এলাকার রাস্তাঘাট হাতের তালুর মতো চেনা ছিল । এবার যে কুইক রেসপন্স টিম তৈরি হয়েছে তাতে রাজ্য পুলিশের কোনও কর্মী নেই । বিশেষ সূত্র জানাচ্ছে, এই বিষয়টিতে প্রাথমিকভাবে আপত্তি ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের । কিন্তু বিবেক দুবের নির্দেশে বিষয়টি মেনে নিতে বাধ্য হয় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর । বিষয়টি ইতিমধ্যেই দিল্লির নির্বাচন সদনেও জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর । সবমিলিয়ে QRT নিয়ে এবার বিতর্ক তুঙ্গে উঠেছে ।

কলকাতা, 12 মে : দায়িত্বে কম্পানির কমান্ডান্টরা । বিপাকে QRT (কুইক রেসপন্স টিম) । সকাল থেকে একের পর এক ঘটনা ঘটছে । তারপরেও সেভাবে দেখা মিলছে না QRT-র । আটটি লোকসভা কেন্দ্র থেকে এমনই অভিযোগ উঠে আসছে । সূত্রের খবর, রাস্তাঘাট চিনতে না পারার কারণেই বিপাকে পড়েছে QRT ।

চতুর্থ ও পঞ্চম দফায় বেশ সক্রিয় ছিল কুইক রেসপন্স টিম । যেখানেই অভিযোগ উঠেছিল সেখানেই পৌঁছে গেছে QRT । কিন্তু এই দফায় দেখা যাচ্ছে পুরোপুরি উলটো ছবি । কিন্তু কেন ? নির্বাচন কমিশন সূত্রের খবর, এবার QRT সামলাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর কম্পানির কমান্ডান্টরা । নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা অনুসারে 547 টি কুইক রেসপন্স টিম পরিচালনা করবে কম্পানি কমান্ডান্টরা । 108টি অতিরিক্ত কুইক রেসপন্স টিম পরিচালনা করবে অ্যাডহক কমান্ডান্টরা । সূত্রের খবর, এবার ভোট সুরক্ষার এমনই পরিকল্পনা নিয়েছিলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আর এতেই সমস্যায় পড়েছে QRT । কারণটা খুব স্বাভাবিক । ভিন রাজ্যের কমান্ডান্টদের এই রাজ্যের রাস্তাঘাট চেনার কথা নয় । কোন লোকসভা কেন্দ্রের কোন গ্রামে কীভাবে পৌঁছাতে হবে তা জানার কথা নয় । পাশাপশি একই লোকসভা কেন্দ্রের মধ্যে কাজ করছে বেশকিছু কম্পানি । তাদের কমান্ডান্টদের মধ্যে সম্বন্বয়ের দায়িত্বে কে রয়েছেন তা স্পষ্ট নয় ।

আগের দফাগুলিতে নির্বাচনে কুইক রেসপন্স টিমে আবশ্যিকভাবে থাকতেন রাজ্য পুলিশের এক বা একাধিক কর্মী । যাদের কাছে এলাকার রাস্তাঘাট হাতের তালুর মতো চেনা ছিল । এবার যে কুইক রেসপন্স টিম তৈরি হয়েছে তাতে রাজ্য পুলিশের কোনও কর্মী নেই । বিশেষ সূত্র জানাচ্ছে, এই বিষয়টিতে প্রাথমিকভাবে আপত্তি ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের । কিন্তু বিবেক দুবের নির্দেশে বিষয়টি মেনে নিতে বাধ্য হয় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর । বিষয়টি ইতিমধ্যেই দিল্লির নির্বাচন সদনেও জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর । সবমিলিয়ে QRT নিয়ে এবার বিতর্ক তুঙ্গে উঠেছে ।

Last Updated : May 12, 2019, 1:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.