ETV Bharat / state

SSC Group D Recruitment Case: উপদেষ্টা কমিটির সদস্যদের মামলা শুনল না বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চও - SSC Group D Recruitment Case

স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির সদস্যদের আপিল সংক্রান্ত মামলা এবার না শুনে ছেড়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ (SSC Group D Recruitment Case)।

SSC Group D Recruitment Cas
মামলা শুনলেন না বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ
author img

By

Published : Apr 5, 2022, 11:53 AM IST

Updated : Apr 5, 2022, 12:19 PM IST

কলকাতা, ৫ এপ্রিল: স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির সদস্যদের আপিল সংক্রান্ত মামলা এবার না শুনে ছেড়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ (SSC Group D Recruitment Case)। দিনের শুরুতেই দুই বিচারপতি জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে এই মামলা তাঁদের পক্ষে শোনা সম্ভব নয়।
উল্লেখ্য, গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলা না শুনে ছেড়ে দেওয়ার পর প্রথমে প্রধান বিচারপতির বেঞ্চ তারপর বিচারপতি টিএস শিভাগননম, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে ফিরে ফের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাগুলি আসে ৷ প্রধান বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আজকে শুনানির জন্য মামলাটিকে রেখেছিলেন। কিন্তু সকালেই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, তাঁরা ব্যক্তিগত কারণে মামলাগুলো শুনবেন না। এবার দেখার বিষয় এই মামলাগুলো কোন বেঞ্চে যায়।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । গতকাল ওই জিজ্ঞাসাবাদ এড়াতে দিনভর উপদেষ্টা কমিটির চার সদস্য আদালতের এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে ঘোরেন। কিন্তু শেষ পর্যন্ত সুরাহা না পেয়ে সন্ধ্য়ায় সিবিআই দফতরে পুলিশ ওই চার আধিকারিককে হাজির করে। অন্যদিকে সিঙ্গল বেঞ্চেও আজ এই মামলার শুনানি রয়েছে। আপাতত কী হয়, সেটাই দেখার।

কলকাতা, ৫ এপ্রিল: স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির সদস্যদের আপিল সংক্রান্ত মামলা এবার না শুনে ছেড়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ (SSC Group D Recruitment Case)। দিনের শুরুতেই দুই বিচারপতি জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে এই মামলা তাঁদের পক্ষে শোনা সম্ভব নয়।
উল্লেখ্য, গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলা না শুনে ছেড়ে দেওয়ার পর প্রথমে প্রধান বিচারপতির বেঞ্চ তারপর বিচারপতি টিএস শিভাগননম, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে ফিরে ফের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাগুলি আসে ৷ প্রধান বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আজকে শুনানির জন্য মামলাটিকে রেখেছিলেন। কিন্তু সকালেই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, তাঁরা ব্যক্তিগত কারণে মামলাগুলো শুনবেন না। এবার দেখার বিষয় এই মামলাগুলো কোন বেঞ্চে যায়।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । গতকাল ওই জিজ্ঞাসাবাদ এড়াতে দিনভর উপদেষ্টা কমিটির চার সদস্য আদালতের এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে ঘোরেন। কিন্তু শেষ পর্যন্ত সুরাহা না পেয়ে সন্ধ্য়ায় সিবিআই দফতরে পুলিশ ওই চার আধিকারিককে হাজির করে। অন্যদিকে সিঙ্গল বেঞ্চেও আজ এই মামলার শুনানি রয়েছে। আপাতত কী হয়, সেটাই দেখার।

Last Updated : Apr 5, 2022, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.