ETV Bharat / state

Bengali culture: বাংলা সংস্কৃতি বর্তমানে কোন পর্যায়ে ? মতামত জানালেন বিশিষ্টরা - বাংলা সংস্কৃতির বর্তমান অবস্থা

বাংলা সংস্কৃতির কোন পর্যায়ে ও তার বর্তমান পরিস্থিতি নিয়ে রোটারি সদনে আয়োজন করা হয়েছিল একটি আলোচনা সভার (Present Situation on Bengali Culture) ৷ প্রকাশনি সভা কথা ও কাহিনি এই আলোচনা সভার পরিচালনা করেছিলেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 5, 2023, 10:49 PM IST

Updated : Mar 6, 2023, 7:25 PM IST

বাংলা সংস্কৃতি নিয়ে আলোচনা

কলকাতা, 5 মার্চ: এক সময় বাংলার সংস্কৃতিক ঐতিহ্যকে বলা হত স্বর্ণযুগ (discussion on present situation of bengali culture) । তবে সেই যুগ বহু বছর পেরিয়ে গিয়েছে । এখন আমজনতার কারও মতে বাংলার সংস্কৃতিক সেই ঐতিহ্যের ধারা এখন আর নেই ৷ আবার কেউ বাংলার বর্তমান যুগকে সংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবছেন ৷ এই বিষয়ে সম্প্রতি একটি আলোচনাসভারও আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বাংলার সংস্কৃতির বিভিন্ন জগতের মানুষেরা । তাঁদের কারোর মতে বাংলার সংস্কৃতি এগিয়ে চলেছে আধুনিকতার দিকে । তাতে কোনও ক্ষতি নেই । আবার কেউ মনে করেন, বাংলা সংস্কৃতির সম্মান নষ্ট হচ্ছে ।

এ বিষয় অধ্যাপক চিন্ময় গুহ বলেন, "বর্তমান সময়টা খুব একটা ভালো নয় । রাজনৈতিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন বর্তমানে একটা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে । সাহিত্য তো এই জীবনেরই প্রতিফলন । পৃথিবী যখন গ্লোবালাইজড হল তখন থেকে খুব স্বাভাবিকভাবেই আঞ্চলিক সাহিত্যের শিকড় আলগা হয়ে এসেছে । এটা একটা ঐতিহাসিক সত্য । সারা পৃথিবীকে মিলিয়ে দিতে গেলে আঞ্চলিক সাহিত্যের দিকে তো বাধা পড়বেই । সেটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না ।"

অন্যদিকে নাট্য পরিচালক রোকেয়া রায় বলেন,"সংস্কৃতির চর্চা করতে গেলে নৈতিকতার চর্চা করতে হয় । বর্তমানের সেই নৈতিকতার বড় অভাব দেখা যাচ্ছে । বর্তমানের শিক্ষায় নৈতিকতার যে সংজ্ঞা সমাজে তৈরি হয়েছে তা দিয়ে এই সংস্কৃতির চর্চা করা সম্ভব নয় । সংস্কৃতির চর্চা এইভাবে চলতে থাকলে একসময় বিশ্ব দরবারে বাঙালি হাস্যকর জায়গায় চলে যাবে ।"

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক বাংলা সংস্কৃতি মঞ্চের

এই বিষয়ে ভিন্ন মত চিকিৎসক কুণাল সরকারের । তাঁর কথায়,"সমাজে আর্থিক স্বচ্ছলতা বাড়লে সংস্কৃতিচর্চা অনেক পরিপূর্ণ হবে । যে সংস্কৃতি যুব সমাজকে টেনে আনতে পারে না সেই সংস্কৃতি খুব শীঘ্রই লুপ্ত হয়ে যাবে । বসে বসে শুধু 100 বছর আগের স্মৃতি রোমন্থন করলে লোকে সেটাকে আর সংস্কৃতি বলবে না, বলবে বঙ্গ ভাষায় জুরাসিক পার্ক । আমাদের উচিত সমাজের যুব সম্প্রদায়কে বর্তমান সংস্কৃতির মধ্যে নিয়ে আসা ।"

বাংলা সংস্কৃতি নিয়ে আলোচনা

কলকাতা, 5 মার্চ: এক সময় বাংলার সংস্কৃতিক ঐতিহ্যকে বলা হত স্বর্ণযুগ (discussion on present situation of bengali culture) । তবে সেই যুগ বহু বছর পেরিয়ে গিয়েছে । এখন আমজনতার কারও মতে বাংলার সংস্কৃতিক সেই ঐতিহ্যের ধারা এখন আর নেই ৷ আবার কেউ বাংলার বর্তমান যুগকে সংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবছেন ৷ এই বিষয়ে সম্প্রতি একটি আলোচনাসভারও আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বাংলার সংস্কৃতির বিভিন্ন জগতের মানুষেরা । তাঁদের কারোর মতে বাংলার সংস্কৃতি এগিয়ে চলেছে আধুনিকতার দিকে । তাতে কোনও ক্ষতি নেই । আবার কেউ মনে করেন, বাংলা সংস্কৃতির সম্মান নষ্ট হচ্ছে ।

এ বিষয় অধ্যাপক চিন্ময় গুহ বলেন, "বর্তমান সময়টা খুব একটা ভালো নয় । রাজনৈতিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন বর্তমানে একটা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে । সাহিত্য তো এই জীবনেরই প্রতিফলন । পৃথিবী যখন গ্লোবালাইজড হল তখন থেকে খুব স্বাভাবিকভাবেই আঞ্চলিক সাহিত্যের শিকড় আলগা হয়ে এসেছে । এটা একটা ঐতিহাসিক সত্য । সারা পৃথিবীকে মিলিয়ে দিতে গেলে আঞ্চলিক সাহিত্যের দিকে তো বাধা পড়বেই । সেটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না ।"

অন্যদিকে নাট্য পরিচালক রোকেয়া রায় বলেন,"সংস্কৃতির চর্চা করতে গেলে নৈতিকতার চর্চা করতে হয় । বর্তমানের সেই নৈতিকতার বড় অভাব দেখা যাচ্ছে । বর্তমানের শিক্ষায় নৈতিকতার যে সংজ্ঞা সমাজে তৈরি হয়েছে তা দিয়ে এই সংস্কৃতির চর্চা করা সম্ভব নয় । সংস্কৃতির চর্চা এইভাবে চলতে থাকলে একসময় বিশ্ব দরবারে বাঙালি হাস্যকর জায়গায় চলে যাবে ।"

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক বাংলা সংস্কৃতি মঞ্চের

এই বিষয়ে ভিন্ন মত চিকিৎসক কুণাল সরকারের । তাঁর কথায়,"সমাজে আর্থিক স্বচ্ছলতা বাড়লে সংস্কৃতিচর্চা অনেক পরিপূর্ণ হবে । যে সংস্কৃতি যুব সমাজকে টেনে আনতে পারে না সেই সংস্কৃতি খুব শীঘ্রই লুপ্ত হয়ে যাবে । বসে বসে শুধু 100 বছর আগের স্মৃতি রোমন্থন করলে লোকে সেটাকে আর সংস্কৃতি বলবে না, বলবে বঙ্গ ভাষায় জুরাসিক পার্ক । আমাদের উচিত সমাজের যুব সম্প্রদায়কে বর্তমান সংস্কৃতির মধ্যে নিয়ে আসা ।"

Last Updated : Mar 6, 2023, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.