কলকাতা, 3 জুলাই: বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থার ফের অবনতি ৷ গত কয়েকদিনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, তাঁর মুখ থেকে সব নল খুলে দেওয়া হয়েছে। কথা বলার চেষ্টা করছেন তিনি। কিন্তু রবিবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় (Tarun Majumdar Health Update) ৷
যার কারণে এদিন এসএসকেএম হাসপাতালের সিসিইউ থেকে তাঁকে উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করার কথা থাকলেও তা করা হয়নি। ভেন্টিলেশনে দিতে হয়েছে পরিচালক তরুণ মজুমদারকে । তাঁর সেকেন্ডারি ইনফেকশন হয়েছে, বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর ডায়ালিসিস চলছে বলেও জানানো হয়েছে হাসপাতালের তরফে । তাঁর ফুসফুস ও বুকে সংক্রমণ রয়েছে ৷ রক্তচাপও অনিয়ন্ত্রিত। তাঁর বয়সের বিষয়টিও ভাবাচ্ছে চিকিৎসকদের ৷
চিকিৎসকরা জানাচ্ছেন, হঠাৎ-ই সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় পরিচালকের স্বাস্থ্য়ের অবনতি হয়। গত শুক্রবার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে যখন দেখেছিলেন, তখনও তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। শনিবার থেকে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার পরিচালকের এন্ডোসকপি হয়। সেদিন পরিচালকের রক্তচাপ নীচের দিকে ছিল বলে জানা গিয়েছিল।
আরও পড়ুন : আগের থেকে অনেকটাই সুস্থ পরিচালক তরুণ মজুমদার
প্রসঙ্গত, দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ 92 বছর বয়সে এসে সেই সমস্যাই আরও জটিল আকার নিয়েছে ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা ৷ 21 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে ভর্তি হতে হয় বর্ষীয়ান এই পরিচালককে ৷