ETV Bharat / state

BJP-র বিরোধিতা করতে গিয়ে দেশ-বিরোধিতা করছে তৃণমূল : দিলীপ - Akash Mukherjee

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে CBI তলব প্রসঙ্গে এবার মুখ খুললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এপ্রসঙ্গে তিনি বলেন, "CBI ডাকলে যাওয়া উচিৎ । দেখা করা উচিৎ । তৃণমূলের অনেকেরই নাম আছে । তবে শুধু চিটফান্ড নয়, অন্য অনেক অভিযোগই আছে তাদের বিরুদ্ধে ।"

dilip
author img

By

Published : Aug 16, 2019, 5:38 PM IST

কলকাতা, 16 অগাস্ট : তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে CBI তলব প্রসঙ্গে এবার মুখ খুললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এপ্রসঙ্গে তিনি বলেন, "CBI ডাকলে যাওয়া উচিত । দেখা করা উচিত । তৃণমূলের অনেকেরই নাম আছে । তবে শুধু চিটফান্ড নয়, অন্য অনেক অভিযোগই আছে তাঁদের বিরুদ্ধে ।"

প্রসঙ্গত, আজ পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে CBI । সূত্রের খবর, সারদার সঙ্গে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার আর্থিক লেনদেন সামনে এসেছে ৷ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই তলব বলে মনে করা হচ্ছে । পাশাপাশি আজই রোজ়ভ্যালিকাণ্ডে তলবের 9 দিনের মাথায় CGO কমপ্লেক্সে আসেন রাজীব কুমার ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । রাজীব কুমার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "রাজীব কুমারকে এর আগেও CBI ডেকেছে । আগামী দিন CBI আবার ডাকলে তদন্তে তাঁর সহযোগিতা করা উচিত ।"

পাশাপাশি গতরাতে BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে ৷ মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তিনি গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারেন ৷ যাদবপুর থানার পুলিশ তাঁকে আটক করে । পরে আকাশকে গ্রেপ্তার করা হয় । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । এপ্রসঙ্গে BJP রাজ্য সভাপতি বলেন, "আমি রূপাদির সঙ্গে কথা বলেছি । তৃণমূলের লোকেরাই পুলিশকে খবর দিয়েছে । ওরা অপপ্রচার করছে । যদি সত্যিই সে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে থাকে তবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ।"

একইসঙ্গে রাসবিহারীতে BJP-র ক্যাম্প হাউজ় ভাঙচুর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল সব জায়গাতেই বাধা দিচ্ছে । গতকাল ভারতমাতার পুজো হয়েছে । ওরা মূর্তি জল দিয়ে ধুয়ে দিয়েছে । BJP-র বিরোধিতা করতে গিয়ে দেশেরই বিরোধিতা করছে তৃণমূল ।"

কলকাতা, 16 অগাস্ট : তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে CBI তলব প্রসঙ্গে এবার মুখ খুললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এপ্রসঙ্গে তিনি বলেন, "CBI ডাকলে যাওয়া উচিত । দেখা করা উচিত । তৃণমূলের অনেকেরই নাম আছে । তবে শুধু চিটফান্ড নয়, অন্য অনেক অভিযোগই আছে তাঁদের বিরুদ্ধে ।"

প্রসঙ্গত, আজ পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে CBI । সূত্রের খবর, সারদার সঙ্গে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার আর্থিক লেনদেন সামনে এসেছে ৷ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই তলব বলে মনে করা হচ্ছে । পাশাপাশি আজই রোজ়ভ্যালিকাণ্ডে তলবের 9 দিনের মাথায় CGO কমপ্লেক্সে আসেন রাজীব কুমার ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । রাজীব কুমার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "রাজীব কুমারকে এর আগেও CBI ডেকেছে । আগামী দিন CBI আবার ডাকলে তদন্তে তাঁর সহযোগিতা করা উচিত ।"

পাশাপাশি গতরাতে BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে ৷ মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তিনি গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারেন ৷ যাদবপুর থানার পুলিশ তাঁকে আটক করে । পরে আকাশকে গ্রেপ্তার করা হয় । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । এপ্রসঙ্গে BJP রাজ্য সভাপতি বলেন, "আমি রূপাদির সঙ্গে কথা বলেছি । তৃণমূলের লোকেরাই পুলিশকে খবর দিয়েছে । ওরা অপপ্রচার করছে । যদি সত্যিই সে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে থাকে তবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ।"

একইসঙ্গে রাসবিহারীতে BJP-র ক্যাম্প হাউজ় ভাঙচুর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল সব জায়গাতেই বাধা দিচ্ছে । গতকাল ভারতমাতার পুজো হয়েছে । ওরা মূর্তি জল দিয়ে ধুয়ে দিয়েছে । BJP-র বিরোধিতা করতে গিয়ে দেশেরই বিরোধিতা করছে তৃণমূল ।"

Intro:
16-08-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: "CBI ডাকলে যাওয়া উচিৎ,দেখা করা উচিৎ। তৃণমূলের অনেক এর এর নাম আছে বিভিন্ন ভাবে। শুধু চিটফান্ড নয়। অন্য অনেক অভিযোগ আছে। CBI তার কাজ শুরু" আজ পার্থ চট্টোপাধ্যায় কে CBI ডাক প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।


রূপা গাঙ্গুলির ছেলে আকাশ মুখোপাধ্যায় গ্রেপ্তার ইশুতে, "আমি রূপা দির সাথে কথা বলেছি। ওরাই পুলিশ কে খবর দিয়েছে। ডেকে এনেছে। তৃণমূলের নেতারা অপপ্রচার করছে। যদি র‍্যাশ ডাভিং হয়। সেই অনুযাহী ব্যবস্থা নেওয়া উচিত"



রাজীব কুমার আজ CBI অফিসে হাজিরা প্রসঙ্গে বলেন, "রাজীব কুমার কে এর আগেও CBI ডেকেছে। আগামী দিন CBI আবার ডাকলে তদন্তে সহযোগীতা করা উচিত"


রাসবিহারীর ক্যাম্প হাউস ভাঙচুর ইসুতে দিলীপ ঘোষ বলেন, ওরা সব সবজায়গাতেই বাধা দিচ্ছে। কাল ভারতমাতা পূজো হয়েছে কোথায় মূর্তি জল দিয়ে ধূয়ে দিয়েছে। বিজেপিকে বিরোধীতা করতে গিয়ে দেশ বিরোধীতা করছে তৃণমূল।Body:কপিConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.