কলকাতা, 9 অক্টোবর : কোরোনা পরিস্থিতির মাঝে দুর্গাপুজো হোক কিন্তু উৎসব যেন না হয় ৷ আজ এই মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন, কোরোনার মধ্যে পুজো হলেও সংক্রমণ এড়াতে তা যেন উৎসবের আকার না নেয় ।
তিনি আরও বলেন,‘ ‘BJP-র যুব মোর্চার নবান্ন চলো অভিযান সফল হয়েছে ৷ এবং এর ফলে BJP-র 24 জন নেতার বিরুদ্ধে নানা ধারায় কেস দায়ের করেছে পুলিশ ৷’’ রাজ্যের পুলিশকে আক্রমণ করে বলেন, ‘‘পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো কাজ করছে ৷ নবান্ন চলো অভিযানে হাওড়ায় পুলিশ উপর থেকে বোমা ফেলেছে ৷’’ সব কিছুর তথ্যপ্রমাণ আছে বলেও তিনি দাবি করেন ৷ তাঁর আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ ৷
দুর্গাপুজোর আগেই অমিত শাহ কলকাতায় আসছেন বলে জানান দিলীপবাবু ৷ 17 কিংবা 18 অক্টোবর কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে তাঁর ৷ উত্তরবঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতেই রাজ্যে আসবেন তিনি ৷ তবে তিনি কোনও পুজো উদ্বোধন করবেন না বলে দিলীপবাবু জানিয়েছেন ৷
আগামী বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস-CPI(M)-এর মধ্যে যে জোট তৈরির প্রক্রিয়া চলছে তা নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, এই জোট নিয়ে দুই দলের মধ্যেই ভিন্ন সুর প্রকট হচ্ছে ৷