কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ্যের সব BJP সাংসদই স্থান পেলেন সংসদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে ৷ স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন দিলীপ ঘোষ ৷ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও ৷ অর্থ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য হয়েছেন তিনি ৷
একনজরে দেখে নেওয়া যায় কে কোন কমিটিতে রয়েছেন
- শান্তনু ঠাকুর - বাণিজ্য
- রূপা গাঙ্গুলি - বাণিজ্য
- দিলীপ ঘোষ - স্বরাষ্ট্র
- জগন্নাথ সরকার -মানব সম্পদ উন্নয়ন
- জয়ন্ত রায় - বিজ্ঞান ও প্রযুক্তি
- সৌমিত্র খাঁ - পরিবহন ও পর্যটন
- সুভাষ সরকার - স্বাস্থ্য
- লকেট চ্যাটার্জি - তথ্য ও প্রযুক্তি
- নিশীথ প্রামাণিক - তথ্য ও প্রযুক্তি
- সুকান্ত মজুমদার - তথ্য ও প্রযুক্তি
- সুরিন্দর সিং আলুওয়ালিয়া - অর্থ
- স্বপন দাশগুপ্ত - বিদেশ
- খগেন মুর্মু - খাদ্য, ক্রেতা ও গণবণ্টন
- জন বারলা - শ্রম
- রাজু বিস্তা - শ্রম
- অর্জুন সিং- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
- জ্যোতির্ময় মাহাত - কর্মীবর্গ, পাবলিক গ্রিভান্স ও ন্যায়
- কুনার হেমব্রম - কয়লা ও ইস্পাত
এছাড়াও, খগেন মুর্মুকে পশ্চিমবঙ্গের হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ মহিলা সাংসদদের হুইপ করা হয়েছে লকেটকে ৷ দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তকে টি বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কল্যাণীতে AIIMS-র বিষয়টি দেখবেন সুকান্ত মজুমদার ও সুভাষ সরকার ৷ আলিপুরদুয়ারের সাংসদ জন বারলাকে ESIC-র দায়িত্ব দেওয়া হয়েছে ৷ নার্সিং কাউন্সিলের দায়িত্ব পেয়েছেন সুভাষ সরকার ৷ SC/ST কমিটিতে রয়েছেন সৌমিত্র খাঁ ৷ এসিটমেটস কমিটিরও দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ ৷
রাজনৈতিক মহলের মত, বছরদেড়েক পরেই রাজ্যে বিধানসভা ভোট ৷ সেই ভোটকে পাখির চোখ করছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তাই সংসদের বিভিন্ন কমিটিতে রেখে রাজ্যে সাংসদদের রেখে BJP প্রমাণ করতে চাইছে, তাদের আমলে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বাংলার ৷