ETV Bharat / state

স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে দিলীপ ঘোষ

author img

By

Published : Sep 14, 2019, 10:49 AM IST

Updated : Sep 14, 2019, 11:24 AM IST

স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে জায়গা পেয়েছেন দিলীপ ঘোষ ৷ রাজ্যের 18 জন BJP সাংসদই রয়েছে সংসদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে ৷

দিলীপ ঘোষ

কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ্যের সব BJP সাংসদই স্থান পেলেন সংসদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে ৷ স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন দিলীপ ঘোষ ৷ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও ৷ অর্থ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য হয়েছেন তিনি ৷

একনজরে দেখে নেওয়া যায় কে কোন কমিটিতে রয়েছেন

  • শান্তনু ঠাকুর - বাণিজ্য
  • রূপা গাঙ্গুলি - বাণিজ্য
  • দিলীপ ঘোষ - স্বরাষ্ট্র
  • জগন্নাথ সরকার -মানব সম্পদ উন্নয়ন
  • জয়ন্ত রায় - বিজ্ঞান ও প্রযুক্তি
  • সৌমিত্র খাঁ - পরিবহন ও পর্যটন
  • সুভাষ সরকার - স্বাস্থ্য
  • লকেট চ্যাটার্জি - তথ্য ও প্রযুক্তি
  • নিশীথ প্রামাণিক - তথ্য ও প্রযুক্তি
  • সুকান্ত মজুমদার - তথ্য ও প্রযুক্তি
  • সুরিন্দর সিং আলুওয়ালিয়া - অর্থ
  • স্বপন দাশগুপ্ত - বিদেশ
  • খগেন মুর্মু - খাদ্য, ক্রেতা ও গণবণ্টন
  • জন বারলা - শ্রম
  • রাজু বিস্তা - শ্রম
  • অর্জুন সিং- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
  • জ্যোতির্ময় মাহাত - কর্মীবর্গ, পাবলিক গ্রিভান্স ও ন্যায়
  • কুনার হেমব্রম - কয়লা ও ইস্পাত

এছাড়াও, খগেন মুর্মুকে পশ্চিমবঙ্গের হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ মহিলা সাংসদদের হুইপ করা হয়েছে লকেটকে ৷ দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তকে টি বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কল্যাণীতে AIIMS-র বিষয়টি দেখবেন সুকান্ত মজুমদার ও সুভাষ সরকার ৷ আলিপুরদুয়ারের সাংসদ জন বারলাকে ESIC-র দায়িত্ব দেওয়া হয়েছে ৷ নার্সিং কাউন্সিলের দায়িত্ব পেয়েছেন সুভাষ সরকার ৷ SC/ST কমিটিতে রয়েছেন সৌমিত্র খাঁ ৷ এসিটমেটস কমিটিরও দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ ৷

রাজনৈতিক মহলের মত, বছরদেড়েক পরেই রাজ্যে বিধানসভা ভোট ৷ সেই ভোটকে পাখির চোখ করছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তাই সংসদের বিভিন্ন কমিটিতে রেখে রাজ্যে সাংসদদের রেখে BJP প্রমাণ করতে চাইছে, তাদের আমলে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বাংলার ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ্যের সব BJP সাংসদই স্থান পেলেন সংসদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে ৷ স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন দিলীপ ঘোষ ৷ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও ৷ অর্থ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য হয়েছেন তিনি ৷

একনজরে দেখে নেওয়া যায় কে কোন কমিটিতে রয়েছেন

  • শান্তনু ঠাকুর - বাণিজ্য
  • রূপা গাঙ্গুলি - বাণিজ্য
  • দিলীপ ঘোষ - স্বরাষ্ট্র
  • জগন্নাথ সরকার -মানব সম্পদ উন্নয়ন
  • জয়ন্ত রায় - বিজ্ঞান ও প্রযুক্তি
  • সৌমিত্র খাঁ - পরিবহন ও পর্যটন
  • সুভাষ সরকার - স্বাস্থ্য
  • লকেট চ্যাটার্জি - তথ্য ও প্রযুক্তি
  • নিশীথ প্রামাণিক - তথ্য ও প্রযুক্তি
  • সুকান্ত মজুমদার - তথ্য ও প্রযুক্তি
  • সুরিন্দর সিং আলুওয়ালিয়া - অর্থ
  • স্বপন দাশগুপ্ত - বিদেশ
  • খগেন মুর্মু - খাদ্য, ক্রেতা ও গণবণ্টন
  • জন বারলা - শ্রম
  • রাজু বিস্তা - শ্রম
  • অর্জুন সিং- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
  • জ্যোতির্ময় মাহাত - কর্মীবর্গ, পাবলিক গ্রিভান্স ও ন্যায়
  • কুনার হেমব্রম - কয়লা ও ইস্পাত

এছাড়াও, খগেন মুর্মুকে পশ্চিমবঙ্গের হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ মহিলা সাংসদদের হুইপ করা হয়েছে লকেটকে ৷ দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তকে টি বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কল্যাণীতে AIIMS-র বিষয়টি দেখবেন সুকান্ত মজুমদার ও সুভাষ সরকার ৷ আলিপুরদুয়ারের সাংসদ জন বারলাকে ESIC-র দায়িত্ব দেওয়া হয়েছে ৷ নার্সিং কাউন্সিলের দায়িত্ব পেয়েছেন সুভাষ সরকার ৷ SC/ST কমিটিতে রয়েছেন সৌমিত্র খাঁ ৷ এসিটমেটস কমিটিরও দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ ৷

রাজনৈতিক মহলের মত, বছরদেড়েক পরেই রাজ্যে বিধানসভা ভোট ৷ সেই ভোটকে পাখির চোখ করছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তাই সংসদের বিভিন্ন কমিটিতে রেখে রাজ্যে সাংসদদের রেখে BJP প্রমাণ করতে চাইছে, তাদের আমলে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বাংলার ৷

Intro:14-09-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চাপে রাখতে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক এর মত গুরুত্বপূণ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হল দিলীপ ঘোষ কে। মেদনীপুরের সাংসাদ দিলীপ ঘোষ বরাবরই রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি নিয়ে মমতাকে আক্রমণ করেন। এবার সেই আক্রমণের তীব্রতা আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে। লোকসভার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।




বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিজেপির ১৮ জন সাংসদকেই গুরুত্ব দিয়ে লোকসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হল। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য হল রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি ও বঁনগার সাংসদ শান্তুনু ঠাকুর কে। সামাজীক ন্যায় বিচার ও ক্ষমাতায়ন স্ট্যান্ডিং কমিটির সদস্য হলে ভাটপাড়ার বিজেপির দাপুটে সাংসদ অর্জুন সিং কে। বাকুড়ার সাংসদ ড: সুভাষ সরকার হলেন স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় হলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য।
বিজেপির রাজ্য সভার সাংসদ স্বপন দাসগুপ্ত বিদেশ মন্ত্রকের স্ট্যান্ডিক কমিটির সদস্য। সৌমিত্র খা পরিবহন ও ট্যুরিজম মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য।



মূলত এটা রুটিং স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচণ এর মাধ্যমে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ চষে বেড়াবেন বিজেপির সাংসদরা। এছাড়া রাজ্যের পরিষেবা গত সমস্যা নিয়েও মুখ্যমন্ত্রীর বিরোধীতা নামতে চলেছে বিজেপি।Body:কপিConclusion:
Last Updated : Sep 14, 2019, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.