কলকাতা , 30 এপ্রিল : কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ৷ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি ৷
মৃত্যু নিয়ে রাজ্যের অডিট কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । পাশাপাশি মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত , রাজ্য সরকারের কোরোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগও করা হয়েছে । পুলিশকে PPE কিট সহ বাকি নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি । বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন । এবং আদালতের পর্যবেক্ষণে কমিটি গঠন করার আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।
অন্যদিকে , হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে নবেন্দু বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন । Covid-১৯ আইসোলেশন ওয়ার্ডে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মোবাইল ফোন নিষিদ্ধকরণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । মামলার বয়ানে বলা হয়েছে , কোরোনা আইসোলেশন ওয়ার্ডের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকার এই বিধিনিষধ চাপিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন পরিকাঠামোগত খামতি লুকানোর জন্য । কোরোনা আক্রান্ত রোগীদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায় থেকে বঞ্চিত করা হয়েছে । পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মোবাইল ফোন নিষিদ্ধকরণ এই সকল কোরোনা রোগীদের আরও মানসিকভাবে অসুস্থ করে তুলবে । সরকারের এই অনৈতিক এবং অমানবিক নিষেধাজ্ঞাগুলির জন্য রোগীরা তাদের পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মানুষের মৌলিক অধিকার যা সংবিধান দ্বারা নিশ্চিত, তা লঙ্ঘন করা হয়েছে ।