কলকাতা, 25 নভেম্বর: BJP সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ আনল কংগ্রেস । তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি খড়গপুরে থেকে বিভিন্ন এলাকায় ঘুরছেন ও বক্তব্য দিচ্ছেন মিডিয়ায় । নির্বাচনী আইন অনুযায়ী তিনি এটা করতে পারেন না । এতে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে বলে কমিশনে জানিয়েছে কংগ্রেস ।
কংগ্রেসের তরফে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান শুভঙ্কর সরকার ও রোহণ মিত্র । তারা BJP-র বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । শুভঙ্কর সরকার বলেন, "আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী BJP-র পক্ষে কাজ করছে । অন্যদিকে রাজ্য পুলিশ কাজ করছে তৃণমূলের হয়ে । নির্বাচন কমিশন সঠিক ভূমিকা পালন করছে না । সাধারণ মানুষ এখন কোথায় যাবে ?"
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে । বিধি অনুযায়ী নির্বাচনের সময় সাংসদ বা বিধায়করা নিজের এলাকায় থাকতে পারবেন কিন্তু কোনও প্রচার বা রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন না । কিন্তু কংগ্রেসের অভিযোগ, দিলীপ ঘোষ মিডিয়ায় বক্তব্য রেখে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে । কালিয়াগঞ্জে বুথ দখলের অভিযোগও এনেছে কংগ্রেস ।
করিমপুরে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলার নিন্দা করেন শুভঙ্কর । তিনি বলেন, “ আমরা করিমপুরে দেখলাম, একজন প্রার্থীর উপর নক্কারজনক হামলা হল । তিনি যে দলেরই হোন না কেন, এটা গণতন্ত্রের লজ্জা । বোঝাই যাচ্ছে কোথাও কোথাও গট আপ গেম চলছে । প্রার্থী মার খাচ্ছেন আর তার নিরাপত্তরক্ষীরা তাকে বাঁচাতে চেষ্টা করছেন না । এটা কি করে সম্ভব ।"