ETV Bharat / state

দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে কমিশনে নালিশ কংগ্রেসের - bjp mp dilip ghosh

BJP সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ আনল কংগ্রেস । তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি খড়গপুরে থেকে বিভিন্ন এলাকায় ঘুরছেন ও বক্তব্য দিচ্ছেন মিডিয়ায় ।

রাজ্য নির্বাচন কমিশনে কংগ্রেস
author img

By

Published : Nov 25, 2019, 6:06 PM IST

কলকাতা, 25 নভেম্বর: BJP সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ আনল কংগ্রেস । তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি খড়গপুরে থেকে বিভিন্ন এলাকায় ঘুরছেন ও বক্তব্য দিচ্ছেন মিডিয়ায় । নির্বাচনী আইন অনুযায়ী তিনি এটা করতে পারেন না । এতে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে বলে কমিশনে জানিয়েছে কংগ্রেস ।

কংগ্রেসের তরফে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান শুভঙ্কর সরকার ও রোহণ মিত্র । তারা BJP-র বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । শুভঙ্কর সরকার বলেন, "আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী BJP-র পক্ষে কাজ করছে । অন্যদিকে রাজ্য পুলিশ কাজ করছে তৃণমূলের হয়ে । নির্বাচন কমিশন সঠিক ভূমিকা পালন করছে না । সাধারণ মানুষ এখন কোথায় যাবে ?"

রাজ্য নির্বাচন কমিশনে কংগ্রেস

বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে । বিধি অনুযায়ী নির্বাচনের সময় সাংসদ বা বিধায়করা নিজের এলাকায় থাকতে পারবেন কিন্তু কোনও প্রচার বা রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন না । কিন্তু কংগ্রেসের অভিযোগ, দিলীপ ঘোষ মিডিয়ায় বক্তব্য রেখে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে । কালিয়াগঞ্জে বুথ দখলের অভিযোগও এনেছে কংগ্রেস ।

করিমপুরে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলার নিন্দা করেন শুভঙ্কর । তিনি বলেন, “ আমরা করিমপুরে দেখলাম, একজন প্রার্থীর উপর নক্কারজনক হামলা হল । তিনি যে দলেরই হোন না কেন, এটা গণতন্ত্রের লজ্জা । বোঝাই যাচ্ছে কোথাও কোথাও গট আপ গেম চলছে । প্রার্থী মার খাচ্ছেন আর তার নিরাপত্তরক্ষীরা তাকে বাঁচাতে চেষ্টা করছেন না । এটা কি করে সম্ভব ।"

কলকাতা, 25 নভেম্বর: BJP সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ আনল কংগ্রেস । তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি খড়গপুরে থেকে বিভিন্ন এলাকায় ঘুরছেন ও বক্তব্য দিচ্ছেন মিডিয়ায় । নির্বাচনী আইন অনুযায়ী তিনি এটা করতে পারেন না । এতে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে বলে কমিশনে জানিয়েছে কংগ্রেস ।

কংগ্রেসের তরফে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান শুভঙ্কর সরকার ও রোহণ মিত্র । তারা BJP-র বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । শুভঙ্কর সরকার বলেন, "আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী BJP-র পক্ষে কাজ করছে । অন্যদিকে রাজ্য পুলিশ কাজ করছে তৃণমূলের হয়ে । নির্বাচন কমিশন সঠিক ভূমিকা পালন করছে না । সাধারণ মানুষ এখন কোথায় যাবে ?"

রাজ্য নির্বাচন কমিশনে কংগ্রেস

বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে । বিধি অনুযায়ী নির্বাচনের সময় সাংসদ বা বিধায়করা নিজের এলাকায় থাকতে পারবেন কিন্তু কোনও প্রচার বা রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন না । কিন্তু কংগ্রেসের অভিযোগ, দিলীপ ঘোষ মিডিয়ায় বক্তব্য রেখে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে । কালিয়াগঞ্জে বুথ দখলের অভিযোগও এনেছে কংগ্রেস ।

করিমপুরে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলার নিন্দা করেন শুভঙ্কর । তিনি বলেন, “ আমরা করিমপুরে দেখলাম, একজন প্রার্থীর উপর নক্কারজনক হামলা হল । তিনি যে দলেরই হোন না কেন, এটা গণতন্ত্রের লজ্জা । বোঝাই যাচ্ছে কোথাও কোথাও গট আপ গেম চলছে । প্রার্থী মার খাচ্ছেন আর তার নিরাপত্তরক্ষীরা তাকে বাঁচাতে চেষ্টা করছেন না । এটা কি করে সম্ভব ।"

Intro:কলকাতা, 25 নভেম্বর: নির্বাচনী বিধি ভাঙছেন দিলীপ ঘোষ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি খড়গপুরে থেকে ঘুরছেন। নিজের বক্তব্য যাচ্ছেন মিডিয়ায়। নির্বাচনী আইন অনুযায়ী তিনি এটা করতে পারেন না। এটাতে নির্বাচনে বিধি ভঙ্গ হচ্ছে। নির্বাচন কমিশনে এসে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানিয়ে গেল কংগ্রেস।



Body:কংগ্রেসের তরফে আজ নির্বাচন কমিশনে আসেন শুভঙ্কর সরকার,রোহণ মিত্র। তারা বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। শুভঙ্কর সরকার বলেন, ” আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী বিজেপির পক্ষে কাজ করছে। আবার রাজ্য পুলিশ কাজ করছে তৃণমূলের হয়ে। নির্বাচন কমিশন সঠিক ভূমিকা পালন করছে না। সাধারণ মানুষ এখন কোথায় যাবে।"



Conclusion:জয়প্রকাশ মজুমদার এর ওপর হামলার নিন্দাও করেন শুভঙ্কর। বলেন, “ আমরা করিমপুরে দেখলাম, একজন প্রার্থীর ওপর নক্কারজনক হামলা হলো। তিনি যে দলেরই হোন না কেন, এটা গণতন্ত্রের জন্য লজ্জার। বোঝাই কোথাও গট আপ গেম চলছে। প্রার্থী মার খাচ্ছেন আর তার সিকিউরিটি তাকে বাঁচাতে চেষ্টা করছেন না। এটা কি করে সম্ভব।" পাশাপাশি কালিয়াগঞ্জে বুথ দখলের অভিযোগ করেছে কংগ্রেস।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.