কলকাতা , 2 ডিসেম্বর : ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল তিনি একাধিক ইশুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন ।
মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ-কৈলাস বিজয়বর্গীয়কে লক্ষ্য করে বলেছিলেন, বহিরাগতরা এসে কিছু করতে পারবে না । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, যে বাংলায় বন্দেমাতরমের স্লোগান উঠেছে , সেই বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে বলতে পারেন যে ভারত থেকে আমরা আলাদা । ভারতবর্ষে লোকজন আসতে পারবে না । যেখানে জয় হিন্দের স্লোগান নেতাজি সুভাষচন্দ্র দিয়েছেন সেখানে তিনি কীভাবে বলতে পারেন এই কথা । সংবিধান অনুমতি দিয়েছে নাকি । এই রাজ্য থেকে লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি করে খাচ্ছেন । সেখানে তাদের তো কেউ বহিরাগত বলে না । পশ্চিমবাংলায় যদি কেউ কাজ করতে আসেন, আমাদের ভোটে সাহায্য করতে আসেন তাঁদের বহিরাগত বলছেন । এই অধিকার কে দিয়েছে ওঁকে ?
শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে গান্ধিজির পূর্নাবয়ব মূর্তি উন্মোচনের মঞ্চে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিম, পৌর প্রশাসক ও CPI(M) বিধায়ক অশোক ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকারকে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন , "শিলিগুড়িতে দেখেছি CPI(M) , কংগ্রেস ও মন্ত্রী ববি হাকিম একসঙ্গে বসে BJP-কে আটকানোর চেষ্টা করছে । কে কার সঙ্গে আছে তা জলের মতো পরিষ্কার । বাকিটা আগামী নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে ।"
গতকাল সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন , আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হবে । এই নিয়ে তিনি বলেন , "মাঝেরহাট ব্রিজের কাজ শেষ হয়ে আছে । কিন্তু, উনি চালু করছিলেন না । নির্বাচনের আগে চালু করার পরিকল্পনায় ছিলেন । আমাদের কর্মীরা হাজার হাজার লোক নিয়ে গিয়ে বিক্ষোভ দেখালেন তখন তিনি বললেন রেল অনুমতি দেয়নি । মিথ্যা কথা বললেন । এখন বাধ্য হচ্ছেন উদ্বোধন করতে । আরও আগে করলে মানুষের সুবিধা হত । রাজনীতি করতে গিয়ে তিনি সবকিছু গুলিয়ে দিচ্ছেন । " অন্যদিকে গতকাল থেকে শুরু হয়েছে "দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প " । এই প্রকল্প ঘোষণা মমতার রাজনৈতিক স্টান্ট বলে দাবি করেন তিনি । জানিয়ে দিলেন , এই ধরনের স্টান্টের রাজনীতি চলবে না ।