কলকাতা, 7 অগাস্ট : রাজ্য BJP-র তরফে ঘোষণা করা হল নতুন কর্মসূচি ৷ "আমার পরিবার, BJP পরিবার" ৷ সেই সঙ্গে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করল ভারতীয় জনতা পার্টি ৷ কর্মসূচির ঘোষণা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি ৷ ঘোষণা করেন নতুন একটি মোবাইল নাম্বারের ৷ 9727294294 এই নম্বরেই মিস কল দিয়ে BJP পরিবারে যোগ দেওয়ার আহ্বান জানান BJP-র রাজ্য সভাপতি ৷ মিস কল দেওয়া মাত্রই পৌঁছে যাবে সদস্য পদের নম্বর ৷ সেই সঙ্গে আজ BJP-র সর্বভারতীয় সভাপতির একটি ভিডিয়ো বার্তাও প্রকাশ করা হয় রাজ্য BJP-র তরফে ৷ সেই ভিডিয়োতে দেখা যায়, সর্বভারতীয় সভাপতি রাজ্য সরকারের বিরুদ্ধে কাটমানি-সহ একাধিক দূর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করেন ৷ রাজ্যবাসীকে BJP-তে যোগদানের আবেদন জানিয়েছেন ৷"
আজ রাজ্য BJP-র তরফে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে দলকে শক্তিশালী করার কাজের সূচনা করেন BJP-র রাজ্য সভাপতি ৷ মঞ্চে মুকুল রায়, জয়প্রকাশ মজুমদারকে পাশে নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের BJP-তে যোগদানের আহ্বান জানান তিনি ৷ সম্প্রতি শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বহিরাগতরা বাংলা শাসন করবে না বাংলা শাসন করবে বাংলায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের পালটা আজ প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ ৷ মঞ্চ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, "শ্যামাপ্রসাদ BJP-র নেতৃত্ব দিয়েছেন ৷ ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৷ আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলকেই কয়েকজন বলছেন, এটা নাকি বাংলার দল নয় ৷ আমরা যখন রাজনৈতিক হিংসার প্রতিবাদ করছি তখনই আমাদের বলা হচ্ছে "আমরা বাংলার রাজনৈতিক দল নই" ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোথা কার ছিলেন? আমরা চাই যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলকে বাংলার দল বলে মানছেন না, তাদের শুভ বুদ্ধির উদয় হোক ৷"
একই সঙ্গে দলের পরিধি ক্রমাগত সারা রাজ্যে বিস্তৃত হচ্ছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "গ্রামে-গঞ্জে, শহরে প্রতিদিন হাজার হাজার লোক BJP-তে যোগ দিচ্ছেন ৷ কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলা সুরক্ষিত নয় ৷ রাজনৈতিক বলির শিকার হয়েছেন BJP কর্মীরা ৷ এই পরিস্থিতিতে আমাদের বারবার রবীন্দ্রনাথের বাণী অনুপ্রেরণা যোগায় ৷ প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য একাধিক কর্মসূচি নিয়েছেন ৷ পশ্চিমবঙ্গেও সেই একই উন্নয়নের জোয়ার আনতে চেষ্টা চালাচ্ছি ৷ তাই আজ আমরা নতুন কর্মসূচি গ্রহণ করেছি ৷ আমার পরিবার, BJP পরিবার ৷" তিনি বলেন, "অনেক রাজনৈতিক দলের এমন অনেক নেতা-কর্মীরা আছেন, যাঁরা সমাজের জন্য কাজ করতে চান ৷" আহ্বান জানিয়ে তিনি বলেন, "আসুন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের সদস্য হন ৷ ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে নিয়ে আমরা এগিয়ে চলি ৷ সমাজের পরিবর্তনে সামিল হন ৷"