ETV Bharat / state

Digital Fare Chart Display : মেট্রো স্টেশনে বসছে ডিজিটাল ফেয়ার চার্ট - Digital Fare Chart Display

মেট্রো যাত্রীদের জন্য সুখবর । এবার শহরের মেট্রো স্টেশনগুলিতে বসানো হতে চলেছে ডিজিটাল ফেয়ার চার্ট । নর্থ সাউথ মেট্রোর প্রতিটি স্টেশনেই এই  পরিষেবা পাওয়া যাবে (Digital Fire Chart Display) ।

Digital Fire Chart Display
মেট্রো স্টেশনে বসছে ডিজিটাল ফেয়ার চার্ট
author img

By

Published : Feb 25, 2022, 10:43 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: মেট্রো যাত্রীদের জন্য সুখবর । এবার মেট্রো স্টেশনগুলিতে বসতে চলেছে ডিজিটাল ফেয়ার চার্ট । নর্থ সাউথ মেট্রোর প্রতিটি স্টেশনেই এই ডিসপ্লে চার্ট বসবে ।

নিত্যযাত্রী ছাড়াও মেট্রোয় প্রতিদিন এমন বহু মানুষ সফর করেন যাঁরা নিয়মিত মেট্রোয় যাতায়াত করেন না (Metro Station At Kolkata)। ফলে টিকিটের ভাড়া তাঁদের জানা থাকে না । সমস্যায় পড়তে হয় । যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এবার প্রতিটি স্টেশনে বসানো হচ্ছে ডিজিটাল ফেয়ার চার্ট । নর্থ সাউথ মেট্রো করিডোরের সবকটি স্টেশন মিলিয়ে মোট 81টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হবে । যার মধ্যে পার্কস্ট্রিট ও যতীন দাস পার্কে 4টি ডিজিটাল ফেয়ার চার্ট ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে । মেট্রোর টিকিটের ভাড়া সম্পর্কিত তথ্য ছাড়াও ওই বেসরকারি সংস্থার বিজ্ঞাপনও থাকবে বোর্ডে । একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Technical Problems in Dalian Rake : ট্রায়াল রানে একাধিক যান্ত্রিক ত্রুটি, অন্ধকারে কলকাতা মেট্রোর ডালিয়ান রেকের ভবিষ্যৎ

এই বোর্ডটিতে স্টেশনের নামের পাশে থাকছে টিকিটের ভাড়া (Digital Fare Chart Display) । এই ডিসপ্লে বোর্ডে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় লেখা থাকবে মেট্রো টিকিটের ভাড়া । মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের বিভিন্ন ক্ষেত্রে ব্র্যান্ডিং করেছে । তারই অঙ্গ হিসেবে এবার ডিজিটাল ফেয়ার চার্ট ডিসপ্লে বোর্ডেও ব্র্যান্ডিংয়ের ছোঁয়া । প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন লাগাতে পারলে তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীর কাছে । তাই মেট্রোরেল চত্বর ও রেকগুলিকে ব্র্যান্ডিং এর কাজে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনের জন্য ।

কলকাতা, 25 ফেব্রুয়ারি: মেট্রো যাত্রীদের জন্য সুখবর । এবার মেট্রো স্টেশনগুলিতে বসতে চলেছে ডিজিটাল ফেয়ার চার্ট । নর্থ সাউথ মেট্রোর প্রতিটি স্টেশনেই এই ডিসপ্লে চার্ট বসবে ।

নিত্যযাত্রী ছাড়াও মেট্রোয় প্রতিদিন এমন বহু মানুষ সফর করেন যাঁরা নিয়মিত মেট্রোয় যাতায়াত করেন না (Metro Station At Kolkata)। ফলে টিকিটের ভাড়া তাঁদের জানা থাকে না । সমস্যায় পড়তে হয় । যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এবার প্রতিটি স্টেশনে বসানো হচ্ছে ডিজিটাল ফেয়ার চার্ট । নর্থ সাউথ মেট্রো করিডোরের সবকটি স্টেশন মিলিয়ে মোট 81টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হবে । যার মধ্যে পার্কস্ট্রিট ও যতীন দাস পার্কে 4টি ডিজিটাল ফেয়ার চার্ট ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে । মেট্রোর টিকিটের ভাড়া সম্পর্কিত তথ্য ছাড়াও ওই বেসরকারি সংস্থার বিজ্ঞাপনও থাকবে বোর্ডে । একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Technical Problems in Dalian Rake : ট্রায়াল রানে একাধিক যান্ত্রিক ত্রুটি, অন্ধকারে কলকাতা মেট্রোর ডালিয়ান রেকের ভবিষ্যৎ

এই বোর্ডটিতে স্টেশনের নামের পাশে থাকছে টিকিটের ভাড়া (Digital Fare Chart Display) । এই ডিসপ্লে বোর্ডে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় লেখা থাকবে মেট্রো টিকিটের ভাড়া । মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের বিভিন্ন ক্ষেত্রে ব্র্যান্ডিং করেছে । তারই অঙ্গ হিসেবে এবার ডিজিটাল ফেয়ার চার্ট ডিসপ্লে বোর্ডেও ব্র্যান্ডিংয়ের ছোঁয়া । প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন লাগাতে পারলে তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীর কাছে । তাই মেট্রোরেল চত্বর ও রেকগুলিকে ব্র্যান্ডিং এর কাজে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.