কলকাতা, 7 অক্টোবর : CPI(M)-এর অফিশিয়াল অ্যাপ লেফট স্কোয়াড নামে নতুন সোশাল মিডিয়া আজ থেকে চালু হল । বিধানসভা নির্বাচনের আগে এমন একটি অ্যাপ আনার জন্য দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা ছিল বিরোধী এই দলের । নতুন এই লেফট স্কোয়াড অ্যাপটির সম্পূর্ণ দেখভালের দায়িত্ব CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিমের । আজ তিনি নতুন অফিশিয়াল এই অ্যাপটির সূচনা করেন ।
মুজাফফর আহমেদ ভবন থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে CPI(M) ওয়েস্টবেঙ্গল অফিশিয়াল অ্যাপ লেফট স্কোয়াড । নিয়মিত CPI(M)-এর খবর ছাড়াও কেন্দ্রে BJP, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার জনমত গঠন করবে বলে মন্তব্য করেন মহম্মদ সেলিম । রাজ্যে ক্ষমতাসীন থাকাকালীন বামফ্রন্ট প্রভাবিত একাধিক খবরের কাগজ এবং টেলিভিশন চ্যানেল থাকলেও ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ তা তা নেই । বিধানসভা নির্বাচনের আগে প্রচারের হাতিয়ার হিসেবে এই অ্যাপটি কাজে লাগানো হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
তথ্য দিয়ে দেখানো হবে আগামী বিধানসভা নির্বাচনের আগে বর্তমান রাজ্য সরকার উন্নয়নের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত করতে পেরেছে ক্ষমতায় আসার পর থেকে । BJP-এর আচ্ছে দিনের বাস্তব প্রয়োগ কোথায় কোথায় হয়েছে তারও তথ্য থাকবে CPI(M)-এর অ্যাপে ।