ETV Bharat / state

বিশেষজ্ঞরা বলছেন 53, মুখ্যসচিবের দাবি 34 ; কোরোনা আক্রান্তের সংখ্যা নিয়ে বিভ্রান্তি - mamata banerjee

আজ দু'ঘণ্টার ব্যবধানে রাজ্য সরকারের বিশেষজ্ঞ দল ও মুখ্য সচিবের তরফে কোরোনায় আক্রান্ত সম্পর্কে দুটি ভিন্ন তথ্য দেওয়া হল । বিশেষজ্ঞরা বলেন, এ পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 53 । অন্যদিকে, মুখ্যসচিব জানান আক্রান্তের সংখ্যাটা 53 নয় 34 ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 2, 2020, 8:41 PM IST

Updated : Apr 2, 2020, 9:12 PM IST

কলকাতা, 2 এপ্রিল : রাজ্যে ছ'জন নয়, তিনজনের মৃত্যু হয়েছে । গতকাল মুখ্যমন্ত্রীর এই দাবির পর জোর জল্পনা শুরু হয়েছিল । আজ আবার তথ্য নিয়ে বিভ্রান্তি । প্রায় দু'ঘণ্টার ফারাকে দু'রকম তথ্য ৷ প্রথমটি কোরোনা নিয়ে রাজ্য সরকারের তরফে গঠিত বিশেষজ্ঞ দলের তরফে ৷ আর দ্বিতীয়টি স্বয়ং রাজ্য সরকারের মুখ্যসচিবের তরফে ৷ প্রথম পক্ষের দাবি, এ পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 7 জন ৷ আর মুখ্যসচিবের পরিসংখ্য়ান মান্যতা দিল ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রীর করা তিনজনের মৃত্যুর দাবিকেই ৷

কী করে এমন পার্থক্য? তাহলে কি রাজ্য সরকারের মধ্য়েই সমম্বয়ের অভাব ? বিষয়টি সামনে আসতেই সরব বিরোধীরা ৷

আজ বিকেলে বিশেষজ্ঞদের তরফে জানানো হয়, এ পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 53 । মৃত্যু হয়েছে সাতজনের । ঠিক তার ঘণ্টাদুয়েক পর রাজ্যের মুখ্যসচিব জানান, আক্রান্তের সংখ্যাটা 53 নয়, 34 । আর রাজ্যে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যেই বিষয়টিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে । বিরোধীদের কেউ কেউ দাবি করছেন রাজ্য সরকার নিজেই সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল নয় । নিজেরাই সঠিক পরিসংখ্যান জানেন না ।

গতকাল সাংবাদিক বৈঠকে বিশেষজ্ঞ দলকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে কোরোনায় মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেছিলেন । সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরি, সুকুমার বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । আজ বিকেলে সেই অভিজিৎ চৌধুরি, সুকুমার বন্দ্যোপাধ্যায়রাই রাজ্যের কোরোনা পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে বলেন, রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 53 । তার ঠিক ঘণ্টা দুয়েক পর রাজ্যের মুখ্যসচিব আবার অন্য তথ্য তুলে ধরলেন । সমস্ত পরিসংখ্যান নস্যাৎ করে নতুন হিসেব দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা । তাঁর কথায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 34 । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের । আর বাকি চারজনের অন্য কারণে মৃত্যু হয়েছে ।

এই 34-এর হিসেবের পিছনে মুখ্যসচিবের ব্যাখ্যা, এ পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা যে 53 বলা হচ্ছে, তার মধ্যে ইতিমধ্যে তিনজন সুস্থ । অর্থাৎ সংখ্যাটা 50 । এরমধ্যে 9 জনের সম্প্রতি যে রিপোর্ট এসেছে তা নেগেটিভ । অর্থাৎ, 9 কমে হিসেব গিয়ে দাঁড়াল 41 । এঁদের মধ্যে আবার 3 জনের মৃত্যু হয়েছে কোরোনায় । অর্থাৎ, সংখ্যাটা কমে দাঁড়াল 38 । এর পর মুখ্যসচিবের আরও দাবি, অন্য কারণে আরও 4 জন মারা গিয়েছেন । অতএব, সব মিলিয়ে বর্তমানে আক্রান্তের সংখ্যা 34।

কিন্তু, অল্প সময়ের ব্যবধানে এমন তথ্য পালটে যাওয়ায় ইতিমধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে । প্রশাসনিক মহলের একাংশেও নানা প্রশ্ন উঠছে । সরব হয়েছে বিরোধীরা । কেউ কেউ বলছেন, রাজ্যে যখন ছ'জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী তখন তিনজনের হিসেব দিচ্ছেন। আজ আবার দুটি আলাদা পরিসংখ্যান দেওয়া হল । তাহলে কি কারও কাছে সঠিক তথ্য নেই । না কি এই রকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কোনও সমন্বয় নেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের মধ্যে ।

কলকাতা, 2 এপ্রিল : রাজ্যে ছ'জন নয়, তিনজনের মৃত্যু হয়েছে । গতকাল মুখ্যমন্ত্রীর এই দাবির পর জোর জল্পনা শুরু হয়েছিল । আজ আবার তথ্য নিয়ে বিভ্রান্তি । প্রায় দু'ঘণ্টার ফারাকে দু'রকম তথ্য ৷ প্রথমটি কোরোনা নিয়ে রাজ্য সরকারের তরফে গঠিত বিশেষজ্ঞ দলের তরফে ৷ আর দ্বিতীয়টি স্বয়ং রাজ্য সরকারের মুখ্যসচিবের তরফে ৷ প্রথম পক্ষের দাবি, এ পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 7 জন ৷ আর মুখ্যসচিবের পরিসংখ্য়ান মান্যতা দিল ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রীর করা তিনজনের মৃত্যুর দাবিকেই ৷

কী করে এমন পার্থক্য? তাহলে কি রাজ্য সরকারের মধ্য়েই সমম্বয়ের অভাব ? বিষয়টি সামনে আসতেই সরব বিরোধীরা ৷

আজ বিকেলে বিশেষজ্ঞদের তরফে জানানো হয়, এ পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 53 । মৃত্যু হয়েছে সাতজনের । ঠিক তার ঘণ্টাদুয়েক পর রাজ্যের মুখ্যসচিব জানান, আক্রান্তের সংখ্যাটা 53 নয়, 34 । আর রাজ্যে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যেই বিষয়টিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে । বিরোধীদের কেউ কেউ দাবি করছেন রাজ্য সরকার নিজেই সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল নয় । নিজেরাই সঠিক পরিসংখ্যান জানেন না ।

গতকাল সাংবাদিক বৈঠকে বিশেষজ্ঞ দলকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে কোরোনায় মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেছিলেন । সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরি, সুকুমার বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । আজ বিকেলে সেই অভিজিৎ চৌধুরি, সুকুমার বন্দ্যোপাধ্যায়রাই রাজ্যের কোরোনা পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে বলেন, রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 53 । তার ঠিক ঘণ্টা দুয়েক পর রাজ্যের মুখ্যসচিব আবার অন্য তথ্য তুলে ধরলেন । সমস্ত পরিসংখ্যান নস্যাৎ করে নতুন হিসেব দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা । তাঁর কথায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 34 । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের । আর বাকি চারজনের অন্য কারণে মৃত্যু হয়েছে ।

এই 34-এর হিসেবের পিছনে মুখ্যসচিবের ব্যাখ্যা, এ পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা যে 53 বলা হচ্ছে, তার মধ্যে ইতিমধ্যে তিনজন সুস্থ । অর্থাৎ সংখ্যাটা 50 । এরমধ্যে 9 জনের সম্প্রতি যে রিপোর্ট এসেছে তা নেগেটিভ । অর্থাৎ, 9 কমে হিসেব গিয়ে দাঁড়াল 41 । এঁদের মধ্যে আবার 3 জনের মৃত্যু হয়েছে কোরোনায় । অর্থাৎ, সংখ্যাটা কমে দাঁড়াল 38 । এর পর মুখ্যসচিবের আরও দাবি, অন্য কারণে আরও 4 জন মারা গিয়েছেন । অতএব, সব মিলিয়ে বর্তমানে আক্রান্তের সংখ্যা 34।

কিন্তু, অল্প সময়ের ব্যবধানে এমন তথ্য পালটে যাওয়ায় ইতিমধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে । প্রশাসনিক মহলের একাংশেও নানা প্রশ্ন উঠছে । সরব হয়েছে বিরোধীরা । কেউ কেউ বলছেন, রাজ্যে যখন ছ'জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী তখন তিনজনের হিসেব দিচ্ছেন। আজ আবার দুটি আলাদা পরিসংখ্যান দেওয়া হল । তাহলে কি কারও কাছে সঠিক তথ্য নেই । না কি এই রকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কোনও সমন্বয় নেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের মধ্যে ।

Last Updated : Apr 2, 2020, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.